যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় চার নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরমধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) সকালে সীমান্তের পাচঁভূলট এলাকার একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪), একই জেলার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭), বাগেরহাট জেলার পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার (৩০) ও একই জেলার কচুয়া থানার শাখারগাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০)।
আরও পড়ুন: বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৫
বিজিবি জানায়, চারজন নারী-পুরুষ অবৈধভাবে পাচঁভূলট সীমান্তের একটি মাঠ দিয়ে ভারতে যাওয়ার খবর পেয়ে বিজিবি তাদের আটক করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিনজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: বিজিবি-বিএসএফ বৈঠকে ২০০ একর জমি বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত