তরুণীর লাশ উদ্ধার
নিখোঁজের ১০ দিন পর পাটখেতে তরুণীর লাশ উদ্ধার
মাগুরায় নিখোঁজের ১০ দিন পর হুসনেয়ারা (২০) নামে বাক প্রতিবন্ধী এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ জুন) বিকালে সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের শিকদার পাড়ার একটি পাটখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ১০ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় হুসনেয়ারা। রবিবার বাড়ির কাছাকাছি একটি পাটখেতে মেয়েটির ক্ষতবিক্ষত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে মাগুরা থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
৪ মাস আগে
যশোরে সেপটিক ট্যাংক থেকে তরুণীর লাশ উদ্ধার, যুবক গ্রেপ্তার
যশোরের শার্শায় নিখোঁজের ১০ দিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে এক পলিটেকনিক শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নিহতের প্রেমিককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার বুরুজবাগান এলাকার আহসান হাবিবের বাড়ির পশ্চিম পাশের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জেসমিন আক্তার পিংকি (১৮) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট কাওরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে এবং যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা, স্ত্রী ও শ্বাশুড়ি গ্রেপ্তার
গ্রেপ্তার আহসান কবির অংকুর (১৮) একই এলাকার আকবর আলীর ছেলে এবং জেসমিনের সহপাঠী।
র্যাব-৬ এর যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, জেসমিন ও অংকুর উভয়ই যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে প্রেমের সম্পর্কের অবনতি হওয়ায় জেসমিনকে কৌশলে তার বাড়িতে নিয়ে এসে গত ৯-১০ দিন আগে গলা কেটে হত্যা করেন অংকুর। এরপর জনশুন্য বাড়ির পশ্চিম পাশে সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেন।
তিনি আরও জানান, জেসমিন নিখোঁজ হওয়ার পর তার বাবা যশোর কোতোয়ালি থানায় নিখোঁজের জিডি করেন। পরবর্তীতে আজ লাশ উদ্ধারসহ আসামিকে র্যাব-৬ আটক করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় র্যাব।
আরও পড়ুন: বাঁশখালীতে ইউপি চেয়ারম্যান লেয়াকত গ্রেপ্তার
১ বছর আগে
বরিশালে লঞ্চ থেকে তরুণীর লাশ উদ্ধার
বরিশালে এমভি কুয়াকাটা-২ নামে একটি লঞ্চ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি কুয়াকাটা-২ লঞ্চ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত শারমিন আক্তার (২৬) ঢাকা পলিটেকনিক সংলগ্ন কুনিপাড়া এলাকার এনায়েত হোসেন ফকিরের মেয়ে।
আরও পড়ুন: কুমিল্লায় ডাক বিভাগের নৈশ প্রহরীর লাশ উদ্ধার
লঞ্চের লস্কর মো. সোহাগ জানান, ১৮’শ টাকায় কেবিনটি স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া নেয়। সকালে কেবিনটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পাওয়া যায়। সন্দেহ হলে তালা খুলে কেবিনে তরুণীর লাশ দেখতে পাই। এরপর পুলিশে খবর দেয়া হয়।
বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না সেটা নিশ্চিত নই। তবে আশা করছি দ্রুত আসামি গ্রেপ্তারে সক্ষম হব এবং ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সাভারে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফিঙ্গার প্রিন্ট দিয়ে তরুণীর নাম ও পরিচয় পাওয়া গেছে। তবে বিস্তারিত কোনো তথ্য মেলেনি।
২ বছর আগে
বসুন্ধরা এমডির আগাম জামিনের শুনানি হয়নি হাইকোর্টে
মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের করা আগাম জামিন আবেদনসহ ১৫টি আগাম জামিন আবেদনের শুনানি করেননি হাইকোর্ট।
রংলি আবেদনগুলো লিস্টে এসেছে উল্লেখ করে আবেদনগুলোর শুনানি করেননি বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। একই সাথে লকডাউনে জরুরি বিষয়াদি শুনানির জন্য প্রধান বিচারপতি যখন এই বেঞ্চ গঠন করেছেন তখন এই বেঞ্চকে আগাম জামিন শুনানির এখতিয়ার দেয়া হয়নি।
পরে বিষয়টি লক্ষ্য করে বৃহস্পতিবার সকালে ওই বেঞ্চের কোর্ট রুমের দরজায় টানানো কাগজে লেখা ছিল, 'বর্তমান লকডাউন এবং কোভিড-১৯ পরিস্থিতিতে অত্র কোর্ট আগাম জামিনের আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুনানি গ্রহণ করিবেন না বলে অত্র আদালত অভিমত ব্যক্ত করিয়াছেন।'
আরও পড়ুন: হাইকোর্টে বসুন্ধরা গ্রুপের এমডির আগাম জামিন আবেদন
এরপর ভার্চুয়ালি এই হাইকোর্ট বেঞ্চের আজকের কার্যক্রম শুরু হলে আদালত বলেন, 'আগাম জামিনের বিষয়গুলো রংলি লিস্টে (কার্যতালিকায়) এসেছে। আমাদের ইনস্ট্রাকশন ছিল এগুলা ভবিষ্যতে আসবে। তাই আজকের কার্যতালিকায় থাকা ১৩ থেকে ২৭ নম্বরে থাকা আগাম জামিন আবেদনের শুনানি আজ হবে না।'
এর আগে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সায়েম সোবহান আনভীরের পক্ষে গতকাল বুধবার আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।
বৃহস্পতিবার বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনটি শুনানির জন্য দৈনন্দিন কার্যতালিকার ১৪ নম্বর ক্রমিকে শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল।
এর আগে সোমবার সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর রাতেই ভুক্তভোগী তরুণীর বোন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন। সেই মামলার আসামি করা হয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে। পরদিন মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত এই মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ মে দিন ধার্য করেন।
আরও পড়ুন: ন্যায়বিচার চায় মুনিয়ার পরিবার
এছাড়া মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি সায়েম সোবহান আনভীরের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা দেন
৩ বছর আগে
লালমনিরহাটে নিখোঁজের একদিন পর তরুণীর লাশ উদ্ধার
জেলার কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর বুধবার সাড়ে ১১টার দিকে পুকুর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে
কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে মঙ্গলবার সকালে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে