চালক
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু বাস চালিয়ে গেলেন চালক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে উড়ে গেছে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদিকে না থামিয়ে ছাদবিহীন বাসটি চালিয়ে নিয়ে যান চালক। পরে জনরোষে বাস থামাতে বাধ্য হন চালক।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে শ্রীনগরের সমষপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক-যাত্রী নিহত
বাসে থাকা এক যাত্রী জানান, বরিশাল এক্সপ্রেস বাসটি বরিশালের উদ্দেশে সায়েদাবাদ থেকে সাড়ে ৮টার দিকে ছেড়ে আসলে ঘণ্টাখানেকের পর ঢাকা মাওয়া সড়কে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সামনে থাকা আরও একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায়। এর ফলে কয়েকজন আহত হন। তবুও চালক বাস না থামিয়ে এই অবস্থায় বাস চালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতার বাস থামাতে বাধ্য হয় চালক। বাস থামিয়ে চালক পালিয়ে যায়। আমরা গাড়িতে ৬০ জন যাত্রী ছিলাম আল্লাহর রহমতে বেঁচে গেছি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ‘এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গা থেকে আহত ৮ জনকে উদ্ধার করেছি। এর মধ্যে একজনের মাথা ফেটেছে। একজন চলন্ত বাস থেকে লাফিয়ে কোথায় পড়েছেন তার এখনও হদিস পাওয়া যায়নি।’
১৫ দিন আগে
নরসিংদীতে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা
নরসিংদীর ঘোড়াশালে আহসান উল্লাহ (৫০) নামে এক কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৩ এপ্রিল) রাতে ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত আহসান উল্লাহ কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যানচালক ছিলেন।
আরও পড়ুন: ঈদের রাতে সাভারে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে আহসান উল্লাহ কুমারটেক এলাকার নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসা ছিল। এসময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে দু্ইজন দুর্বৃত্ত আহসান উল্লাহকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেড়ে হত্যার ঘটনা ঘটতে পারে। রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
১৯ দিন আগে
বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক-যাত্রী নিহত
বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ভ্যান উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের ভ্যানচালক স্বপন খান এবং যাত্রী আব্দুর রাজ্জাক দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, ‘অজ্ঞাত এক পরিবহন ইঞ্জিনচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে চালক ও এক যাত্রী মহাসড়কের মধ্যে ছিটকে পড়ে। এরপর গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘ঘাতক পরিবহন শনাক্ত করে জড়িতদের আটক করতে থানায় বার্তা দেওয়া হয়েছে।’
এছাড়া এ ঘটনা আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
৫২ দিন আগে
কুড়িগ্রামে ট্রলিচাপায় চালক নিহত
কুড়িগ্রামের ধরলা সেতু পূর্বপাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে তার নিচে চাপা পড়ে ট্রলিচালক আবুল হোসেন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে যাত্রাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলিচালক আবুল হোসেন কুড়িগ্রাম সদর উপজেলা ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
স্থানীয়রা জানান, আবুল হোসেন ট্রলিতে করে আলু নিয়ে যাত্রাপুর যাওয়ার পথে ধরলা সেতুর পূর্ব পাড়ে বাক ঘুরতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তারই ওপর উল্টে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।’
৬৫ দিন আগে
জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩
শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে টিউবওয়েলপাড়া মোড় এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহতরা হচ্ছেন- জামালপুর সদর থানার মেঘা নয়াপাড়া গ্রামের মুস্তাফিজুর রহমান মোতালেব (৫৬), মেলান্দহ উপজেলার কাপাশহাটিয়া গ্রামের অটোরিকশার চালক রুকন মাহমুদ (৪৫) ও মেলান্দহ উপজেলার শেখসাদী গ্রামের আব্দুল মালেক (৫৬)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশা করে ৪ জন যাত্রী সদর উপজেলার হাজীপুর যাচ্ছিল। পথে টিউবওয়েলপাড়া মোড় এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন নিহত হয়। আহত হন একজন।
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ
২১১ দিন আগে
সাজেক থেকে ফেরার পথে চালকসহ তিন পর্যটককে অপহরণের চেষ্টা
সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে দুই পর্যটকসহ গাড়ি চালাককে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় অপহরণকারীরা তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবিও করেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশের তৎপরতায় অপহরণকারীরা ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় স্কুলছাত্র অপহরণ-হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ভুক্তভোগী পর্যটকরা হলেন, এসএম নাহিদ উজ্জামান (৩৮), মামুন ফকির(৩৮) এবং জোবায়ের আলম (২৮)। সকলের বাড়ি ফরিদপুর জেলায়।
মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী এসএম নাহিদ উজ্জামান।
দীঘিনালার এলাকায় পৌঁছালে তাদের গাড়ি গতিরোধ করে কয়েকজন অচেনা ব্যাক্তি। গাড়ি থেকে নামিয়ে মারধর করে তাদের কাছে ৫০ লাখ টাকা দাবি করে। দরকষাকষি করে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকার কথা বললে পরিবারের লোকজন খাগড়াছড়ি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ সুপার অপহরণকারীদের নাম্বারে যোগাযোগ করলে ট্রু কলারে পুলিশ সুপারের নাম দেখে তাদের ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, এ বিষয়ে একটি অপহরণ মামলা হবে। অপহরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: নড়াইলে অপহরণ-হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
২২১ দিন আগে
কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে চালকসহ নিহত ৩
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।
তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
শনিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বলেন, ‘ট্রাস্ট ইনস্যুরেন্স লাইফ কোম্পানির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাধাইয়ার নাওতলা এলাকায় মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এছাড়া একজন আহত হন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।’
আরও পড়ুন: সাতক্ষীরায় পিকআপের চাপায় নারী শ্রমিক নিহত
কুমিল্লায় মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় মা ও শিশু নিহত
২৫৯ দিন আগে
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু
ফেনীর দেবীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক মো. মোস্তফা (৫০) নিহত হয়েছেন।
রবিবার (৩০ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটনাটি ঘটে।
নিহত মোস্তফা মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মুহুরদীচর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ২ অটোরিকশার সংঘর্ষে প্রসূতির মৃত্যু, বেঁচে গেল নবজাতক
পুলিশ জানায়, পণ্যবাহী একটি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১১-৮৪০৪) ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সজোরে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোস্তফা গুরুতর আহত হন।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে চালককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। চালকের সহকারী পলাতক। ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন: রিকশায় বোরকা পেঁচিয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
৩০৭ দিন আগে
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোরসালিন ইসলাম (২০) নামে চালকের সহকারী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
শনিবার (২৯ জুন) সকাল দিকে সিরাজগঞ্জের সলংগা থানার হরিনচড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
মোরসালিন চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে রাজশাহীতে যাচ্ছিল। ট্রাকটি হরিনচড়া বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালকের সহকারী নিহত হন।
তিনি আরও বলেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
৩০৮ দিন আগে
ইজিবাইক চালকের কোমরে মিলল ২টি স্বর্ণের বার
চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে কাওছার আলি নামে এক ইজিবাইক চালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এ সময় তার কাছ থেকে দুইটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বিজিবির সদস্যরা। বার দুইটির ওজন ২৩২ গ্রাম। দাম আনুমানিক ২২ লাখ টাকা।
আরও পড়ুন: প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই, এসআইসহ আটক ২
বুধবার সাড়ে ১০টার দিকে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের টহলদল স্থানীয় সীমান্তের কুতুবপুর পাকা রাস্তার কাছ থেকে তাকে আটক করা হয়।
আটক কাওছার আলি দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের কুদ্দুস আলির ছেলে কাওছার আলি।
বিজিবি জানায়, সীমান্তের কাছে কাওছার ইজিবাইক নিয়ে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি আটক করে। পরে তার শরীর তল্লাশি করে কোমরে বাধা অবস্থায় দুইটি স্বর্ণের বার উদ্ধার করে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আটক আসামিকে থানায় সোপর্দ করে স্বর্ণেরবার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
এঘটনায় বিজিবির টহল হাবিলদার মুন্সি মজিবর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: ‘স্বর্ণের সন্ধান পাওয়া’ রাণীশংকৈলের ইটভাটা এলাকায় ১৪৪ ধারা
প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এসআই বরখাস্ত, রিমান্ড মঞ্জুর
৩৩২ দিন আগে