শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে চার উইকেটে জিতেছে পাকিস্তান। তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ গুটিয়ে নেওয়ার সুযোগ এসেছে দ্বিতীয় ম্যাচে।
বিপরীতে বাংলাদেশের জন্য এই ম্যাচটি সিরিজ বাঁচিয়ে রাখার লড়াই। আর সে জন্য এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই টাইগারদের।
বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে পাকিস্তান হাসান আলীকে বিশ্রাম দিয়ে একাদশে নিয়েছে শাহীন আফ্রিদিকে। প্রথম টি-টোয়েন্টিতে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন হাসান।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকতে জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
সোমবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান (ডব্লিউ), আমিনুল ইসলাম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, শাদাব খান, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে হারায় টপ অর্ডার ব্যাটারদের দুষলেন মাহমুদউল্লাহ