গোয়েন্দা পুলিশ
ফেনীতে মাদক কারবারিদের হামলায় গোয়েন্দা পুলিশের ৫ সদস্য আহত, আটক ৩
ফেনীতে এক মাদক কারবারিকে গ্রেপ্তারের অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
আটক তিনজন হলেন— জয়নগরের শফি উল্যাহর ছেলে জয়নাল আবদীন সিফাত (২০), তার মেয়ে রুজিনা আক্তার (৩২) ও রহিম উল্যাহর স্ত্রী রূপধন (৪৮)।
আহতরা হলেন— জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোকন হোসেন, রিংকু বড়ুয়া, কনস্টেবল মুজিবুর রহমান ও জাহাঙ্গীর।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
পুলিশ জানায়, জয়নগর গ্রামের মাদক কারবারি আলমগীর ওরফে সোর্স আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশের একটি টিম অভিযানে যায়। অভিযানে আলমগীরকে আটক করলে তাৎক্ষণিক সেখানকার ৪০-৫০ জন নারী-পুরুষ জড়ো হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। একপর্যায়ে তারা আলমগীরকে পালিয়ে যেতে সহযোগিতা করেন।
খবর পেয়ে ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, হামলার ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২৩৯ দিন আগে
সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক
সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে তার বাড়ি থেকে আটক করে ঢাকায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
আরও পড়ুন: চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ আটক
রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন বলেন, ‘সাদা পোশাকধারী ১০ থেকে ১২ জনের একটি দল তাকে গাড়িতে করে নিয়ে গেছে। তবে, কারা নিয়ে গিয়েছে এবং কোথায় নিয়ে গিয়েছে তা বলতে পারব না।’
এ সময় রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ছিলেন।
তিনি বলেন, ‘গোয়েন্দা পুলিশের একটি দল রমেশ চন্দ্র সেনকে আটক করে নিয়ে গেছে। আমরা ডিবিকে সহযোগিতা করেছি মাত্র।’
তবে, কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি রুহিয়া থানার ওসি।
ঠাকুরগাঁওয়ের ডিবি প্রধান (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের কোনো দল আজ শনিবার কাজে যায়নি। রমেশ চন্দ্র সেনের আটক হওয়ার বিষয়টি সম্পর্কে কিছুই জানি না।’
আরও পড়ুন: দেশ ছেড়ে পালানোর সময় আটক চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা
৪৯৪ দিন আগে
সাহিনুদ্দিন হত্যা: কথিত বন্দুকযুদ্ধে আসামি নিহত
রাজধানীর মিরপুর এলাকায় রবিবার ভোরে পুলিশের গোয়েন্দা বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে সাহিনুদ্দিন হত্যা মামলার আসামি নিহত হয়েছেন।
নিহত মো. মনির সাহিনউদ্দিন হত্যা মামলার ৬ নম্বর অভিযুক্ত আসামি।
গোপন তথ্যের ভিত্তিতে মনির মিরপুর এলাকায় ২২ তলা ভবনের কাছে ঈদগাহ মাঠে অবস্থান করছে, এমন সংবাদে রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: বিজিবির সাথে এবার টেকনাফে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ‘মাদক কারবারি’
ডিএমপির অতিরিক্ত ডেপুটি কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ মনিরের সাথে অস্ত্র উদ্ধারের জন্য রাজধানীর পল্লবীর সাগুফতা হাউজিংয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে রাত সোয়া ২ টার দিকে অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে, আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মনিরের গায়ে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যরা অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ‘ইয়াবা কারবারি’ নিহত
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করেছে। এব্যাপারে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারে ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত
রাঙামাটিতে দুই রাজনৈতিক পক্ষের বন্দুকযুদ্ধে নিহত ১
১৬৭৬ দিন আগে
শাল্লার হামলার ঘটনায় আরও ৬ গ্রেপ্তার
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ের হিন্দু পল্লীতে হামলার ঘটনায় গ্রামবাসীর দায়ের করা মামলার আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এনিয়ে এই ঘটনায় ৬৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
বৃহস্পতিবার ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের এমদাদুল হকের ছেলে এখলাছুর রহমান রিপন (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে জয়নুল মিয়া (৩৮), মাধু মিয়ার ছেলে বীর আলম বিকরুল (৪৫), দিরাই উপজেলার চন্দ্রপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে মো. মতিউর রহমান মুন্সি (৬০), একই উপজেলার নাচনি গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. শাহীন মিয়া (২৩) ও ফয়জুল ইসলামের ছেলে মো. রাকিব হোসেন (২২)।
আরও পড়ুন: শাল্লার ঘটনায় ৫ দিনের রিমান্ডে স্বাধীন
ডিবির ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তার এখলাছুর রহমান রিপন নোয়াগাঁওয়ের হামলার ঘটনায় নেতৃত্বদানকারীদের একজন। হামলার একদিন আগে থেকেই তিনি সক্রিয় ছিলেন।
কোর্ট ইন্সপেক্টর সেলিম নেওয়াজ জানান, গ্রেপ্তার ৬ আসামিকে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জজ আদালতের শাল্লা জোনের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়ার আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: শাল্লায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর সহায়তা
প্রসঙ্গত গত ১৭ মার্চ জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হকের সমর্থকরা নোয়াগাঁও গ্রামের ৮৮ বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়। এছাড়া ওই সময় গ্রামের ৫টি মন্দিরও ভাঙচুর করা হয়।
আরও পড়ুন: শাল্লার ঘটনার সাথে জড়িতদের ছাড় নয়: র্যাব ডিজি
নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মাওলানা মামনুল হককে কটাক্ষ করে কথিত স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ওই দিন সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে এই তান্ডব চালানো হয়। এ ঘটনায় চারটি মামলা করা হয়েছে।
১৬৭৯ দিন আগে
চট্টগ্রামের ২৮ মামলার আসামি সন্ত্রাসী নুরু গ্রেপ্তার
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরে আলম প্রকাশ নুরুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
১৮১০ দিন আগে
চট্টগ্রামে অস্ত্র বিক্রির সময় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্র বিক্রি করার সময় এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৮২৩ দিন আগে
জাবি শিক্ষার্থীসহ বগুড়ায় নব্য জেএমবি’র ৪ সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন নব্য জেএমবি’র চার সক্রিয় সদস্যকে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।
১৮৭৩ দিন আগে
চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের হাতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে জোড়া খুনের আসামি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
১৮৭৪ দিন আগে
যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও গ্রেপ্তার ৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দয়ের করা তিনটি মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
১৮৭৭ দিন আগে
ফরিদপুরে গুলিসহ আ’লীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুরে দোনলা বন্দুকের ২১টি গুলিসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৯৪৯ দিন আগে