মাদরাসা শিক্ষার্থী
তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদরাসা শিক্ষার্থীকে হত্যা
বগুড়ার কাহালুতে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে রেদোয়ান ইসলাম নামে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতানজো গ্রামে এ ঘটনা ঘটে৷
আরও পড়ুন: বগুড়ায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৩ মোটরশ্রমিক নিহত
নিহত রেদোয়ান ওই গ্রামের সাদ মিয়ার ছেলে এবং দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কাহালু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, নিজ গ্রামের পাতানজো জামে মসজিদে তারাবির ৮ রাকাত নামাজ আদায় করে বাড়ি ফিরছিল রেদোয়ান। এই সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার পর ধান খেতে ফেলে রেখে যায়।
তিনি আরও বলেন, রাত ১০টার দিকে তারাবির নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রেদোয়ানের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার
রাজশাহীতে প্লাস্টিকের গোডাউনে আগুন, ১৫ কোটি টাকার ক্ষতি
৭ মাস আগে
নরসিংদীতে মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
নরসিংদীর শিবপুরে চাঞ্চল্যকর মাদরাসা ছাত্র আবুল বাশার ওরফে বাদশা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক শামিমা পারভিন এই রায় ঘোষনা করেন।
আসামি রায়হান শিবপুরের সৈয়দনগর পাঁচভাগ গ্রামের বাচ্চু মোল্লার ছেলে।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: শেরপুরের ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
আদালত সূত্রে জানা যায়, বাদশা স্থানীয় একটি মাদরাসায় লেখা পড়া করতেন। ২০০৬ সালের ১৮ জুলাই টাকার প্রয়োজনে বাদশা বাড়িতে আসে। ওই সময় বাশার তাদের পৈত্রিক সম্পত্তিতে লাগানো কলা খেত থেকে কলার ছড়ি কাটতে যায়। এতে বাধা দেয় প্রতিবেশী বাচ্চু মোল্লা, তার ছেলে রায়হান মোল্লা ও তার পরিবারের সদস্যরা।
তাদের কথা উপেক্ষা করে কলার ছড়ি কাটার জেরে প্রতিপক্ষ বাচ্চু মোল্লার নির্দেশে তার ছেলে রায়হান মোল্লা পেছন থেকে বাদশাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঘটনার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের দাদা নুরুল ইসলাম মৃধা বাদী হয়ে রায়হান মোল্লাসহ চারজনকে আসামি করে শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করলে আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় প্রদান করেন।
নরসিংদী জজকোর্টের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আইনজীবী আসাদ্দুজ্জামান ওরফে জামান বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় রায়হানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালতের বিজ্ঞ বিচারক। বাকি আসামিদের বেকসুর খালাস প্রদান করা হয়।
আরও পড়ুন: রাজবাড়ীতে স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রীর যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
৮ মাস আগে
চাঁদপুরে ২ মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা!
চাঁদপুর, ১৬ জুন (ইউএনবি)-চাঁদপুরের ফরিদগঞ্জে দুই মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলো- উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলার আলমগীর হোসেনের ছেলে মো. সিয়াম হোসেন (১৫) এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের আবুল বাশারের মেয়ে হাবিবা আক্তার (১৬)। তাদের মধ্যে সিয়াম মানুরী ফাজিল মাদরাসার এবং হাবিবা ধানুয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী ছিল।
সিয়াম তার বাবার সঙ্গে অভিমান করে বৃহস্পতিবার সকালে ইঁদুরের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
আরও পড়ুন: স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার এসআই
অন্যদিকে হাবিবার স্বজনরা জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও ঘুমাতে যায় হাবিবা। এরপর ভোরবেলা তার বড় ভাবী তাকে ঘরের আড়াঁর সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা এসে তার ঝুলন্ত লাশ নামায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ইউএনবিকে জানান, দুই শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে দুজনের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি বলেও জানান ওসি।
আরও পড়ুন: চাঁদপুরে মেডিকেল টেকনোলজিস্টের আত্মহত্যা!
২ বছর আগে
কওমি মাদরাসা শিক্ষার্থীদের টিকাদান শুরু
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কওমি মাদরাসা শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরস্ত জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসায় এই টিকা কার্যক্রম শুরু হয়।
কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
কওমি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, সরকার সফলতার সাথে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শেষ ধাপে সারাদেশে বাদ পড়া সকলকে খুঁজে বের করে টিকাদান কার্যক্রম চলছে।
ডা. শামসুল হক বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে আজ মাদরাসায় টিকা কার্যক্রম শুরু হলো। এটা শুধু ঢাকা নয়, সারা দেশের সকল কওমি মাদরাসায় টিকা দেয়া হবে।
তিনি বলেন, ধীরে ধীরে এর প্রসার বাড়ানো হবে। এজন্য সারা দেশের কওমি মাদরাসার প্রধান শিক্ষকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।
আরও পড়ুন: কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন: শিক্ষামন্ত্রী
আরও ৬,৯৭০ কওমি মাদরাসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
২ বছর আগে
হারিয়ে যাওয়া ২ মাদরাসা শিক্ষার্থী যেভাবে ঠিকানা ফিরে পেল
বেলা তখন ১১টার কিছু সময় বেশি হবে। চাঁদপুর শহরতলীর ওয়াবদা গেইট এলাকার গ্যাসপাম্প সংলংগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে কাঁদছিল মাদরাসার পোশাক পরিহিত ৭-৮ বছেরের দুই শিশু।
৪ বছর আগে
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামাখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় শনিবার দিবাগত রাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন মাদরাসা শিক্ষার্থী নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
৪ বছর আগে