দেশ ‘পুরোপুরি স্বৈরতন্ত্রের নিয়ন্ত্রণে’ রয়েছে উল্লেখ করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রাজনৈতিক দলগুলোকে এ সরকার উৎখাত করতে ঐক্যবদ্ধভাবে রাজপথ দখলের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘জনগণ তাদের অধিকার থেকে বঞ্ছিত। বর্তমান সরকারের প্রতি তাদের কোনো ভরসা নেই। তারা (সরকার) জোর করে ক্ষমতা দখল করে আছে। দেশে এখন পুরো স্বৈরতন্ত্র বিরাজ করছে।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট এই রাজনীতিক বলেন, দেশকে ‘স্বৈরতন্ত্র’ থেকে রক্ষা করতে জনগণের ঐক্য এখন অপরিহার্য।
আরও পড়ুন: খালেদা জিয়া ভালো আছেন: ফখরুল
তিনি বলেন, ‘জনগণ আন্দোলনের জন্য মানসিকভাবে প্রস্তুত। রাজনৈতিন দলগুলো তাদের ঐক্যবদ্ধ করতে পারলে জনগণ রাজপথে নেমে আসবে। রাজপথের সংগ্রামের মাধ্যমে আমাদের জনগণ দেশের মালিকানা ফেরত পাবে।’
বর্তমান সরকারের দেশ পরিচালনার নৈতিক অধিকার নেই বলেও দাবি করেন ড. কামাল।
এদিকে এ অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেছেন সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, ‘প্রতিটা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় না। নির্বাচনী ব্যবস্থা পুনরুজ্জীবিত করতে আমাদের সব জায়গায় জাগ্রত করতে হবে। আমাদের এই সরকারকে উচ্ছেদ করতেই হবে।’
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উৎখাত নিশ্চিত করতে রাজপথে শক্তিশালী আন্দোলনের বিকল্প নেই।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একটা পরিবর্তন আনতে আন্দোলনই আমাদের একমাত্র পথ। আমি বিশ্বাস করি, এখানে যে সকল জাতীয় নেতা আছেন তারা একসঙ্গে রাজপথ দখল নিলে একটা পরিবর্তন আসবে।’