ক্রিকেট
বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
আগামী মে মাসে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল এখানে আসবে জিম্বাবুয়ে দল।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডে: টস জিতে বোলিংয়ে লঙ্কানরা
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৭ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
এদিকে বাংলাদেশে দুই ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজটি চলতি বছর থেকে পিছিয়ে ২০২৫ সালে নির্ধারণ করতে সম্মত হয়েছে বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
২০১৮ সালের পর এই প্রথম দুই দলের মধ্যে টেস্ট সিরিজ হতে যাচ্ছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: লিটন বাদ, ডাক পেলেন জাকের আলী
দ্বিতীয় ওয়ানডে: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ২৮৬
৬৫২ দিন আগে
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: লিটন বাদ, ডাক পেলেন জাকের আলী
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন কুমার দাস। তার জায়গায় ডাক পেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক।
আরও পড়ুন: প্রথম ওয়ানডে: ২৫৫ রান তাড়া করতে নেমে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ
গত শুক্রবার (১৫ মার্চ) বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার তিন উইকেটের জয়ের পর স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে।
লিটনকে বাদ দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন। তিনি বলেন, ‘সিরিজটি এখন সমতায় রয়েছে, আমরা বিশ্বাস করি, জাকের আলী দলের মিডল অর্ডারে আরও বেশি সম্ভাবনা ও সুযোগ তৈরি করবে।’
তিনি আরও বলেন, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে আমরা স্কোয়াডে আরও দুইজন যোগ্য ওপেনারের কথা মাথায় রেখে এই পরিবর্তন করেছি।’
২৬ বছর বয়সী জাকের আলীর আন্তর্জাতিক ক্যারিয়ারে দুর্দান্ত শুরু করেছেন এবং বাংলাদেশের হয়ে ছয় টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে তার গড় রয়েছে ৫৫।
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান এবং জাকের আলী অনিক।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডে: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ২৮৬
দ্বিতীয় ওয়ানডে: টস জিতে বোলিংয়ে লঙ্কানরা
৬৫২ দিন আগে
দ্বিতীয় ওয়ানডে: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ২৮৬
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার চট্টগ্রামে ক্যারিয়ারের সেরা অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে টাইগারদের ২৮৬ রানের লড়াকু সংগ্রহ এনে দেন তৌহিদ হৃদয়।
শ্রীলঙ্কা টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায়। এদিকে লিটন দাস শূন্য রানে আউট হলে স্বাগতিকরা আবার বড় ধরনের ধাক্কা খায়।
তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রান যোগ করায় টপ অর্ডার অক্ষত রাখতে লড়াই করেন সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
খুব সতর্কতার সঙ্গে শক্ত ভিত গড়ে তুলেছেন তারা। ৩৯ বলে ৪০ রানে আউট হন শান্ত। শুরুটা দারুণ করলেও তা ধরে রাখতে পারেননি তিনি।
আরও পড়ুন: প্রথম ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
তার আউটের পর সৌম্য ও তৌহিদ ৫৫ রানের জুটি গড়েন, এরপর ৬৮ রানে ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হন সৌম্য।
সৌম্যর আউটের পর মাহমুদউল্লাহ রিয়াদ তিন বলে শূন্য রানে আউট হলে আবারও হোঁচট খায় বাংলাদেশ।
উইকেটের অপর প্রান্তে দৃঢ় ছিলেন তৌহিদ। তিনি ধীরে ধীরে এগিয়ে যান এবং ওয়ানডেতে তার সপ্তম অর্ধশতরান করেন। মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ দুইজনই ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলে হতাশ হয়েছেন।
তানজিম হাসান ৩৩ বলে ১৮ রান করে তৌহিদকে দারুণভাবে সঙ্গ দেন। তানজিম আউট হওয়ার পর তাসকিন আহমেদ এসে দ্রুত রান তোলেন। শেষ পাঁচ ওভারে তৌহিদের ছয়টি ছক্কার সুবাদে ৫৪ রান তোলে বাংলাদেশ।
শেষ পর্যন্ত তৌহিদ ৯৬ রানে অপরাজিত এবং তাসকিন ১৮ রানে অপরাজিত ছিলেন।
শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ৪৫ রান দিয়ে ৪টি ও দিলশান মাদুশঙ্কা ২টি উইকেট নেন।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডে: টস জিতে বোলিংয়ে লঙ্কানরা
প্রথম ওয়ানডে: ২৫৫ রান তাড়া করতে নেমে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ
৬৫৩ দিন আগে
দ্বিতীয় ওয়ানডে: টস জিতে বোলিংয়ে লঙ্কানরা
তিন ম্যাচের দ্বিতীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার লক্ষ্যে শুক্রবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।
প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরে যাওয়া দলে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। অফস্পিনার মহেশ থিকশানার পরিবর্তে দলে এসেছেন বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে।
আরও পড়ুন: প্রথম ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
এদিকে, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশে।
এছাড়া সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ২২ মার্চ থেকে সিলেটে এবং ৩০ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ।
বাংলাদেশ:
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
শ্রীলঙ্কা:
পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।
আরও পড়ুন: মারা গেলেন নারী ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া সুলতানা
প্রথম ওয়ানডে: ২৫৫ রান তাড়া করতে নেমে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ
৬৫৪ দিন আগে
প্রথম ওয়ানডে: ২৫৫ রান তাড়া করতে নেমে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে বুধবার চট্টগ্রামে শুরুতেই ওপেনারকে হারায় বাংলাদেশ।
প্রথম বলেই শূন্য রান করে লিটন দাস এবং সৌম্য সরকার মাত্র ৩ রান করতে আউট হন। দু'জনেই দিলশান মাদুশঙ্কার শিকার হয়েছেন।
এর আগে শ্রীলঙ্কা সব উইকেটে ২৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। একটি করে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক কুশল মেন্ডিস ও জেনিথ লিয়ানাগে।
বাংলাদেশের তিন পেসার ৯টি উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ একটি উইকেট নেন।
আরও পড়ুন: আজ ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
৬৫৫ দিন আগে
প্রথম ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
বুধবার চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটসম্যানদের পক্ষে থাকে। ফলে, এই সিরিজে বেশি রানের দেখা মিলতে পারে।
হেড টু হেড পরিসংখ্যানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ৫৪ ওয়ানডের মাত্র ১০টিতে জয়লাভ করেছে বাংলাদেশ।
সিরিজ জয়ের লক্ষ্য তাড়া করে দুই দলই চাইবে আজকের ম্যাচ নিজেদের পক্ষে রাখতে। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে থাকলেও ওয়ানডেতে লঙ্কানদের শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ।
আরও পড়ুন: আজ ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা
বাংলাদেশ একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান
শ্রীলঙ্কা একাদশ
আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টি: সিরিজ নির্ধারণী ম্যাচে ফের বোলিং করার সিদ্ধান্ত বাংলাদেশের
৬৫৬ দিন আগে
আজ ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের মঞ্চ চট্টগ্রামে প্রস্তুত করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের মাঠে তিন দিনের ওয়াড ডে সিরিজ খেলতে মাঠে নামবে দল দু’টি।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ সফরকারীদের চেয়ে পিছিয়ে থাকলেও ওয়ানডেতে তারা এগিয়ে আছে। বিশেষ করে ওয়ানডেতে গত কয়েক বছরে তাদের ইতিহাসই বলে দিচ্ছে এই সিরিজটি শ্রীলঙ্কার জন্য কঠিন হতে যাচ্ছে। টি-টোয়েন্টি সিরিজে হারের পর মাঠে নেমেছে স্বাগতিকরাও।
তবে সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পাশাপাশি গত বছরের বাংলাদেশের ইতিহাস থেকে সুবিধা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে পারে শ্রীলঙ্কা। যেখানে তারা তাদের ওয়ানডে পারফরম্যান্স ধরে রাখতে ব্যর্থ হয়েছিল।
তবে ইতিহাস নিয়ে মাথা ঘামাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং বর্তমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার দিকেই মনোযোগী তিনি।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে সাংবাদিকদের তিনি বলেন, 'চ্যালেঞ্জ সবসময়ই থাকে’।
আরও পড়ুন: বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
তিনি বলেন, 'যে দলেরই মুখোমুখি হোন না কেন, আন্তর্জাতিক দলে চ্যালেঞ্জ থাকে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত আমরা দারুণ ক্রিকেট খেলেছি। এখন এটা ঠিক যে, একটা বছর আমাদের জন্য ভালো কাটেনি। এখন গুরুত্বপূর্ণ হলো দল হিসেবে ঘুরে দাঁড়ানো এবং আমরা তার জন্য প্রস্তুত।
ঐতিহ্যগতভাবে চট্টগ্রামের উইকেট ব্যাটসম্যানদের কাছে বেশি অনুকূল। সাম্প্রতিক সময়ে বিপিএলে চট্টগ্রামে কয়েকটি বড় স্কোরিং ম্যাচ দেখেছেন সমর্থকরা। পরিসংখ্যান বলছে, বোলারদের প্রতি বেশি অনুকূল সিলেটের উইকেটে বাংলাদেশের আক্রমণের বিপক্ষে তারা যে রান করতে পারে, তা প্রমাণ করেছে শ্রীলঙ্কার ব্যাটাররা। অর্থাৎ চট্টগ্রামে তারা আরও বিপজ্জনক হতে পারে।
লঙ্কান কোচ ক্রিস সিলভারউড বলেন, 'সাম্প্রতিক সময়ে আমরা কিছু ভালো ব্যাটিং স্কোরের অভিজ্ঞতা অর্জন করেছি। তাই আমরা চেষ্টা চালিয়ে যাব এটাকে এগিয়ে নিয়ে যেতে।’
বাংলাদেশ অধিনায়ক এই চ্যালেঞ্জ সম্পর্কে ভালো করেই জানেন এবং তিনি মনে করেন, বোলাররা যদি এককভাবে উঠে আসতে পারে এবং ভালো করতে পারে, তাহলে মাঠে সবকিছুই মোকাবিলা করা সম্ভব।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ে বাংলাদেশ
শান্ত বলেন, 'বোলাররা অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বে।‘পরিস্থিতির সঙ্গে তারা কীভাবে মানিয়ে নিতে পারে সেটা জানা গুরুত্বপূর্ণ। আমরা না বুঝেই অনেক সময় বলে থাকি, বোলাররা ভালো বোলিং করে না। কিন্তু সবাইকে পরিস্থিতি বুঝতে হবে।’
সিলভারউড এবং শান্ত উভয়ই ইঙ্গিত দিয়েছিলেন যে তারা এই ম্যাচ থেকে শুরু হওয়া পরবর্তী বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুতি শুরু করছেন। বাংলাদেশ অধিনায়ক জানালেন, তিনি চান দল হিসেবে খেলুক এবং একে অপরকে সমর্থন করুক।
বাংলাদেশ তাদের ব্যাটিং অর্ডারে রদবদল করতে পারে, লিটন দাসের সম্ভাব্য অবনতি হতে পারে এবং সৌম্য সরকার অলরাউন্ডারের দায়িত্ব পালন করতে পারে। ওপেনিং স্লট পূরণ করতে পারেন তানজিদ হাসান তামিম।
শ্রীলঙ্কার বিপক্ষে ৫৪ ওয়ানডের মাত্র ১০টিতে জিতেছে বাংলাদেশ। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয় এসেছে সাম্প্রতিক বছরগুলোতে। ইতিহাসে শ্রীলঙ্কাকে ভয়ংকর প্রতিপক্ষ হিসেবে দেখানো হলেও বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। সেটা প্রমাণ করার জন্য লড়বে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও টি-স্পোর্টস। র্যাবিটহোল এবং টি-স্পোর্টস ইউটিউব-চ্যানেলসহ বিভিন্ন টিভি-চ্যানেল এবং ওটিটি-প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী ভক্তরা ম্যাচগুলো দেখতে পারবেন।
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টি: সিরিজ নির্ধারণী ম্যাচে ফের বোলিং করার সিদ্ধান্ত বাংলাদেশের
৬৫৬ দিন আগে
তৃতীয় টি-টোয়েন্টি: সিরিজ নির্ধারণী ম্যাচে ফের বোলিং করার সিদ্ধান্ত বাংলাদেশের
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটিতে শনিবার টস জিতে সিরিজ নির্ধারণী লড়াইয়ে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা এনেছে স্বাগতিকরা।
এছাড়া দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্তর অর্ধশত রানের ইনিংস, যা স্বস্তি ফিরেয়ে আনে। কারণ তিনি দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন।
আরও পড়ুন: বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী ৫০ রান করলেও সেই ম্যাচ বাংলাদেশ হেরে যাওয়ায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
এই সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই দলই চট্টগ্রাম যাবে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ।
প্রথম টেস্ট সিলেটে এবং দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (উইকেট কিপার), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ-
ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস (উইকেট কিপার), কামিন্দু মেন্ডিস, সাধিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাশুন সানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহেশ থিকশানা, বিনুরা ফারর্নাডো ও নুয়ান তুষারা।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ
৬৬০ দিন আগে
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ে বাংলাদেশ
ঘুরে দাঁড়ানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ।
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানের একটি দুর্দান্ত লক্ষ্য তাড়া করে তিন রানের পরাজয় হয় টাইগারদের। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে বুধবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে জিততে হবে।
গত ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী হাফসেঞ্চুরিসহ অসাধারণ পারফরম্যান্স দেখালেও জয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা ধরে রাখার জন্য দ্বিতীয় ম্যাচে দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। সিরিজে সমতা লড়াইয়ের ম্যাচে সমর্থকরাও স্বাগতিকদের কাছ থেকে দারুণ পারফরম্যান্স আশা করছে।
আরও পড়ুন: বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ৯ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার বাংলাদেশ জিততে পারলে তৃতীয় ম্যাচটি হবে আক্ষরিক অর্থেই ফাইনাল।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, কামিন্দু মেন্ডিস, চরিথ আশালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থেকশানা, আকিলা ধনঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ
৬৬২ দিন আগে
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিলেটে সোমবারের এই ম্যাচ দিয়েই পূর্ণকালীন অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেন নাজমুল হোসেন শান্ত।
এই দুই দলের শেষ পাঁচ ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা জিতেছিল তিনটি আর বাংলাদেশ দুটি। ঐতিহাসিকভাবে, শ্রীলঙ্কা বাংলাদেশের জন্য একটি কঠিন প্রতিপক্ষ ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে লঙ্কার সিংহদের সামনে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবেই হাজির হচ্ছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের আগে, শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড বলেছিলেন, তারা মনে করেন এই সিরিজে দল হিসেবে তারা ভালো পজিশনে আছে। তবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশিত বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
এই ম্যাচে জাকের আলীর হাতে টি-টোয়েন্টি ক্যাপ তুলে দেয় বাংলাদেশ। আলিস ইসলাম ইনজুরিতে আক্রান্ত হয়ে স্কোয়াড থেকে বাদ পড়ার পর তাকে দলে যোগ করা হয়। জাকের মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলবেন, এমনটা আগেই ইঙ্গিত দিয়েছিলেন নাজমুল।
বাংলাদেশ তিন পেসার- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম ও লেগ-স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়ে মাঠে নেমেছে। একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, কামিন্দু মেন্ডিস, চরিথ আশালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থেকশানা, আকিলা ধনঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা
৬৬৪ দিন আগে