ক্রিকেট
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সমাপ্তির মাত্র কয়েকদিন পরই সোমবার শুরু হচ্ছে শ্রীলঙ্কা-বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বের যেকোনো জায়গা থেকে এই সিরিজ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, বাংলাদেশের দর্শকরা দুটি টিভি চ্যানেল- জিটিভি ও টি-স্পোর্টস সিরিজের লাইভ কভারেজ উপভোগ করতে পারবেন এবং র্যাবিটহোল ও টি-স্পোর্টস অ্যাপের মাধ্যমেও দেখতে পারবেন।
শ্রীলঙ্কার ভক্তরা ডায়ালগ টিভির পাশাপাশি সিয়াথা টিভিতে সিরিজটি লাইভ দেখতে পারবেন। ভারতের দর্শকরা ফ্যানকোড ওটিটি প্ল্যাটফর্মে অ্যাকশন অনুসরণ করতে পারেন।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ২৭ দেশের ক্রিকেটপ্রেমীরা এই সিরিজ স্টারজপ্লে, ইলাইফ ও ক্রিকবাজ-এ দেখতে পারবেন।
মালয়েশিয়ায় সিরিজটি সম্প্রচার করবে অ্যাস্ট্রো, আর উইলোতে দেখতে পারবেন উত্তর আমেরিকার ২৩টি দেশের নাগরিকরা।
এছাড়াও বিশ্বের অন্যান্য অংশের অনুরাগীদের জন্য সিরিজটি র্যাবিটহোল এবং টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৪ মার্চ সোমবার, বাকি দুটি ম্যাচ ৪ এবং ৯ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। টি-টোয়েন্টি সিরিজের পর, দুই দলই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রামে যাবে।
৬৬৪ দিন আগে
বিপিএল ২০২৪ ফাইনাল: প্রথমবারের মতো কুমিল্লার বিপক্ষে মাঠে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) - ২০২৪ এর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবার ঢাকায় শিরোপা জয়ের লড়াইয়ে এ সিদ্ধান্ত নেন তিনি।
এর আগের চারটি ফাইনালের দারুণ রেকর্ড নিয়ে কুমিল্লা এবার আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নেমেছে। অন্যদিকে বরিশালের এটি চতুর্থ ফাইনাল হলেও এখনো তারা প্রথম বিপিএল শিরোপা জেতার অপেক্ষায়। (বিপিএলের ইতিহাসে বরিশালের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মাঠে নেমেছে; এটি ফরচুন ফ্র্যাঞ্চাইজির জন্য দ্বিতীয় ফাইনাল।)
আরও পড়ুন : বিপিএল ফাইনালের টিকিট নিয়ে হুড়োহুড়ি
ভিক্টোরিয়ান্সরা তাদের লাইনআপে মুশফিক হাসানের জায়গায় মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে এনেছে। তিনি মাত্রই মাথার চোট থেকে সেরে উঠেছেন। অন্যদিকে ফাইনালে কোনো পরিবর্তন না এনেই মাঠে নেমেছে বরিশাল।
এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠা বরিশালের।
শুরুর দুই ঘণ্টা আগে থেকেই হাজার হাজার দর্শকের ভিড়ে মুখর ছিল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। কুমিল্লা ও বরিশাল উভয়েরই বিপুল সংখ্যক ফ্যান রয়েছে, যা ফাইনালের উত্তেজনা বাড়িয়ে তোলে।
আরও পড়ুন : বিপিএলকে 'সার্কাস' বললেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে
৬৬৭ দিন আগে
বিপিএল ফাইনালের টিকিট নিয়ে হুড়োহুড়ি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে মাঠ ছাড়িয়ে এখন ফাইনাল ম্যাচের উন্মাদনা গড়িয়েছে টিকিট কাউন্টার পর্যন্ত। ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুধু দলগুলোর জন্য নয়, সমর্থকদের জন্যও যুদ্ধক্ষেত্র। স্টেডিয়ামে একটি আসন নিশ্চিত করতে উন্মত্ত প্রতিযোগিতায় লিপ্ত তারা।
স্টেডিয়ামের বাইরে টিকিট বুথে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়। ভক্তদের ভিড়, যাদের মধ্যে কেউ কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। টিকিটের জন্য এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈনি হয়েছে। টিকিট কেনাকে কেন্দ্র করে ধৈর্য ও সহনশীলতার পরীক্ষায় পরিণত হয়েছে।
টঙ্গী থেকে আসা বরিশাল সমর্থক জাহাঙ্গীর আলমের জন্য টিকিট পাওয়া অগ্নিপরীক্ষায় পরিণত হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর হঠাৎ তিনি দেখেন তিনি লাইনে নেই এবং নতুন করে একটি লাইন তৈরি হয়েছে। ফলে তিনি ও তার বন্ধুরা টিকিট না পেয়ে হতাশ হয়ে পড়েন।
পোশাকশ্রমিক জাহাঙ্গীর আক্ষেপ করে বলেন, 'কীভাবে টিকিট পাব বুঝতে পারছি না। আমি পৌঁছলাম ভোর ৬টায়, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন বাড়তে লাগল এবং আমার আশা ক্ষীণ হতে লাগল।’
এই ধরনের হতাশার গল্প অস্বাভাবিক ছিল না, কারণ সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে স্টেডিয়ামের নিকটতম বুথে টিকিট বিক্রির প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটেছে। কোনো নিরাপত্তাকর্মী বা বিসিবি প্রতিনিধি না থাকায় টিকিট কেনার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
ফাইনাল খেলা দেখার অধীর আগ্রহ নিয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে চট্টগ্রামের স্কুল শিক্ষক রহমান এসেছেন ঢাকায়। তামিম ইকবালের একনিষ্ঠ ভক্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পর রহমান বরিশালকে সমর্থন করছেন।
তিনি বলেন, ‘আমি বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম থেকে এসেছি, তবে টিকিট পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছি।’
৬৬৯ দিন আগে
ক্রিকেটে পুরুষ দলের নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্প, বোলিংয়ে অ্যাডামস
বাংলাদেশ জাতীয় দলের (পুরুষ) ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প ও বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
উভয় কোচেরই চমৎকার পেশাগত দক্ষতা রয়েছে এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত অভিজ্ঞ।
এর আগে ২০২৩ সালের মে মাস থেকে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) প্রধান কোচের দায়িত্ব পালন করা হেম্পের কোচিংয়ের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। গত বছর নিউজিল্যান্ডে ব্যাটিং কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গেও সফর করেন তিনি।
আরও পড়ুন: দ্বিতীয় টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডকে ৭২ রানে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
হেম্প ইসিবি চতুর্থ পর্যায়ের কোচিং স্বীকৃতি এবং ব্যাটসম্যান হিসেবে প্রথম-শ্রেণির ক্রিকেটে সাফল্য অর্জন করেছেন। তিনি আগে পাকিস্তান জাতীয় নারী দলের কোচ ছিলেন এবং নারীদের বিগ ব্যাশ লিগে ভিক্টোরিয়া রাজ্য নারী দল এবং মেলবোর্ন স্টার্সের সঙ্গেও যুক্ত ছিলেন।
নিউজিল্যান্ড হোয়াইট ফার্নসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন শেষে বাংলাদেশে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যাডামস। নিউজিল্যান্ড ব্ল্যাক ক্যাপসদের হয়ে ২০২২-২৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। অস্ট্রেলিয়ান শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ব্লুজের প্রধান বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডামস।
আগামী মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে দুই বছরের চুক্তি করবেন এই দুই কোচ।
আরও পড়ুন: বিপিএলকে 'সার্কাস' বললেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে
৬৭০ দিন আগে
বিপিএলকে 'সার্কাস' বললেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বছরের পর বছর ধরে সমালোচিত হলেও বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ এটিকে 'সার্কাস' আখ্যা দিয়ে আরও একধাপ এগিয়ে গেছেন।
সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিপিএল নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'কিছু নিয়মনীতি থাকা দরকার।’
তিনি বলেন, ‘একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে এবং এরপর আরেকটা টুর্নামেন্ট খেলছে। এটা একটা সার্কাসের মতো।’
আরও পড়ুন: বিপিএল: অনুশীলনে মাথায় চোট পেয়েছেন মুস্তাফিজ
বাংলাদেশে ‘যথাযথ টি-টোয়েন্টি টুর্নামেন্ট না হওয়ায়’ হতাশা প্রকাশ করেছেন হাথুরুসিংহে। তিনি বলেন, 'এটা শুনতে খুব অদ্ভুত লাগছে, কিন্তু যখন আমি বিপিএল দেখি, তখন মাঝে মাঝে টিভি বন্ধ করে রাখি। কিছু খেলোয়াড় এই শ্রেণিরই নয়। বর্তমান সিস্টেম নিয়ে আমার একটা বড় সমস্যা আছে।’
বাংলাদেশের এই কোচ এমন একটি টি-টোয়েন্টি ইভেন্টের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, যেখানে বাংলাদেশি বোলাররা ডেথ ওভারে বোলিং অনুশীলন করতে পারে এবং যেখানে বাংলাদেশি ব্যাটসম্যানরা টপ অর্ডারে ব্যাটিংয়ের অভিজ্ঞতা অর্জন করতে পারে।
হাথুরুসিংহে আরও বলেন, 'একটি ফ্র্যাঞ্চাইজি যা চায় তাই করে। তিনি বলেন, 'আমার সেরা কিছু খেলোয়াড় বিপিএল খেলছে না। তাহলে আপনি কীভাবে আশা করেন যে বাংলাদেশ দল অন্য দলগুলোর সঙ্গে থাকবে? আমি একটা কঠিন যুদ্ধ করছি।’
আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকায় এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের মধ্য দিয়ে প্লে-অফে প্রবেশ করেছে বিপিএল ২০২৪। বিপিএলের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।
হাথুরুসিংহে মনে করেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আসল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে মাঠে, তবে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আন্ডারডগ হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি দল হিসেবে উন্নতি করছি। সত্যি বলতে, আমরা আন্ডারডগ। এটা আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ। আমি এখনও আত্মবিশ্বাসী যে আমরা তাদের সঙ্গে ভালো লড়াই হবে। বিশ্বকাপের আগে, এই সিরিজের পর আমরা বুঝতে পারব আমরা কোথায় আছি।’
আরও পড়ুন: দ্বিতীয় টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডকে ৭২ রানে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
বিসিবির নারী বিভাগের নতুন প্রধান হাবিবুল বাশার
৬৭৩ দিন আগে
দ্বিতীয় টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডকে ৭২ রানে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউইদের ৭২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা।
শেষ পর্যন্ত ১৭ ওভারে ১০২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা নেন ৩৪ রানে ৪টি উইকেট।
বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা দল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর অজিরা আরও আত্মবিশ্বাস নিয়ে জুনে ক্যারিবিয়ান ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে যাবে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে চার মেরে ৬ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। রবিবার ইডেন পার্কে দুই দলের তৃতীয় ম্যাচ।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বলেছেন, ‘এটা দারুণ এক জয়। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল এবং আমরা ভেবেছিলাম আমাদের ৫০ রান কম হতে পারে।’
তিনি আরও বলেন, ‘তবে আমাদের বোলাররা যেভাবে বেরিয়ে এসে পারফর্ম করেছে তা অসাধারণ। গত ১২ মাসে আমাদের সব দলই অনেক কোণঠাসা হয়ে পড়েছে এবং আমরা তাদের থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করতে সক্ষম হয়েছি। আজকের রাতটি তারই আরেকটি উদাহরণ।’
ছয় ওভারের পাওয়ার প্লে শেষে ৭২ রানে ১ উইকেট হওয়ার পর ১৯ দশমিক ৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়ে গেলে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া প্রতিযোগিতামূলক স্কোর থেকে পিছিয়ে পড়ছে।
আরও পড়ুন: রিদম গ্রুপের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ট্রাভিস হেড ২২ বলে ৫৫ রানের ইনিংস খেলে পাঁচটি ছক্কার সাহায্যে অস্ট্রেলিয়াকে দ্রুত শুরু এনে দেন। কিন্তু লকি ফার্গুসন ৪/১২ ও বেন সিয়ার্স ২-২৯ লাভ করায় নিউজিল্যান্ডের পেসাররা পরিস্থিতি ঘুরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের ধারাবাহিক পতন ঘটায়।
শেষ ৯ দশমিক ৫ ওভারে ৫৯ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
খেলা শুরুর ঠিক আগে হাঁটুতে সামান্য আঘাত পেয়ে রাচিন রবীন্দ্রকে হারায় এবং ডেভন কনওয়ে বুড়ো আঙুলে আঘাত পেয়ে এক্স-রে করার জন্য হাসপাতালে চলে যান। এরপর নিউজিল্যান্ডের ব্যাটিং দুর্বল হযে পড়ে। তিনি যখন দেখেন সেখানে কোনো ফ্র্যাকচার নেই তিনি মাঠে ফিরে আসেন।
কনওয়ে তখনও ব্যাট করতে অক্ষম ছিলেন এবং তার উদ্বোধনী অংশীদার ফিন অ্যালেনকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্লাভস নিতে হয়েছিল।
ইনজুরি যাই থাকুক না কেন, ফাস্ট ও বাউন্সি উইকেটে অসাধারণ অস্ট্রেলিয়ান ফাস্ট বোলিংয়ের সামনে বিপর্যস্ত পড়ে নিউজিল্যান্ড।
প্রথম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে শেষ বলে আউট হন অ্যালেন, জশ হ্যাজেলউডের গুড লেংথ বল নিজের স্টাম্পে লেগে যায়।
উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের দুর্দান্ত ক্যাচ দিয়ে আউট হন উইল ইয়ং (৫)। ইয়ং প্যাট কামিন্সের একটি বল টপ-এজ করেছিলেন যা তিনি পুল করার চেষ্টা করেছিলেন এবং ওয়েড বৃত্তের প্রান্তে একটি ক্যাচ নিয়েছিলেন ফাইন লেগের দিকে দৌড়ে।
নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার নিজেকে অর্ডারে সাত নম্বরে থেকে তিন নম্বরে উন্নীত করেছিলেন।
আরও পড়ুন: বিসিবির নারী বিভাগের নতুন প্রধান হাবিবুল বাশার
মার্ক চ্যাপম্যানও একটি শর্ট বলে পড়েছিলেন, মার্শের একটি বল স্ল্যাশ করেছিলেন যা মিড অনে টিম ডেভিডের হাতে ধরা পড়েছিল। নিউজিল্যান্ডের স্কোর তখন ২৯-৪, সিরিজ বাঁচানোর আশা শেষ হয়ে যায়।
পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপস ও জশ ক্লার্কসন ৪৫ রানের জুটি গড়েন। কিন্তু ১০ রান করে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হন ক্ল্যাকসন এবং পরের বলেই অ্যাডাম মিলনে একই কায়দায় আউট হন। নিউজিল্যান্ডের স্কোর ৭৪-৬।
ট্রেন্ট বোল্টের করা ম্যাচের প্রথম ওভারে দুটি ছক্কাসহ ২০ রান করে অস্ট্রেলিয়ান অর্ডারের শীর্ষে ছিলেন হেড।
বোল্টকে ২০২২ সালের নভেম্বরের পর তার প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের জন্য নিউজিল্যান্ড দলে ফিরিয়ে আনা হয়েছিল এবং বিশ্বকাপের জন্য ব্ল্যাক ক্যাপস দলে জায়গা পাওয়ার আশা করেছিলেন। তবে তার চার ওভার ৪৯ রান দেওয়ায় তার নির্বাচনের সম্ভাবনা ম্লান হয়ে গেছে। বোল্ট এখন আর নিউজিল্যান্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় নন, বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলেন।
ওয়েলিংটনে প্রথম ম্যাচে খেলা ডেভিড ওয়ার্নারের পরিবর্তে হেডের সঙ্গে ওপেন করার জন্য স্টিভ স্মিথের নাম ঘোষণা করে অস্ট্রেলিয়া। ওয়েড এসেছিলেন ম্যাট শর্টের পরিবর্তে এবং এলিস মিচেল স্টার্কের পরিবর্তে।
তৃতীয় ওভারে স্মিথ ১১ রানে আউট হলেও হেডের দুর্দান্ত পারফরম্যান্স অস্ট্রেলিয়াকে ২৪ বলে ৫০ রানে নিয়ে যায়।
অবশেষে সপ্তম ওভারে হেড আউট হন যখন মোট স্কোর ৮৫-২। এরপর থেকে অস্ট্রেলীয় ব্যাটিং দুর্বল হয় কারন ফার্গুসন কিছু অসাধারণ ফাস্ট বোলিং উপহার দেন।
সিয়ার্স এবং অ্যাডাম মিলনের সহায়তা তিনি ২/৪০ স্কোর করেন। নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছেন এই খেলোয়াড়রা।
স্যান্টনারের হাতে পড়ার আগে ২১ বলে ২৬ রান করেন মার্শ এবং মিলনের বলে ফার্গুসনের হাতে ধরা পড়ার আগে কামিন্স ২২ বলে মূল্যবান ২৮ রান করেন।
আরও পড়ুন: বিপিএল: অনুশীলনে মাথায় চোট পেয়েছেন মুস্তাফিজ
৬৭৪ দিন আগে
বিসিবির নারী বিভাগের নতুন প্রধান হাবিবুল বাশার
বিসিবির নারী বিভাগের প্রধান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সাবেক সদস্য হাবিবুল বাশারকে নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচক প্যানেল থেকে সম্প্রতি তার প্রস্থানের পর এই নতুন দায়িত্বটি পেলেন বাশার। তবে তার পরিবর্তনের ঘোষণা দেওয়ার সময় বিসিবি সভাপতি জানিয়েছিলেন, বাশারকে নতুন পদে নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন: রিদম গ্রুপের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) বাশারকে স্বাগত জানান বিসিবি পরিচালক ও নারী বিভাগীয় কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এবং বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নির্বাচক প্যানেল থেকে বাশার বাদ পড়ার পাশাপাশি মিনহাজুল আবেদীন নান্নুকে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেন গাজী আশরাফ হোসেন লিপু।
নির্বাচক প্যানেলে নতুন সদস্য হিসেবে গাজীর সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক ব্যাটার হান্নান সরকার।
আরও পড়ুন: বিপিএল: অনুশীলনে মাথায় চোট পেয়েছেন মুস্তাফিজ
৬৭৭ দিন আগে
বিপিএল: অনুশীলনে মাথায় চোট পেয়েছেন মুস্তাফিজ
অনুশীলনের সময় বলের আঘাতে মাথায় চোট পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মুস্তাফিজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। এমন সময় ঘটনাটি ঘটে।
নেট সেশনে নিজের রানআপ এলাকায় ফেরার সময় সরাসরি মাথার বাঁ পাশে আঘাত পান মুস্তাফিজ। দ্রুত তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: সাকিবকে পেছনে ফেলে ওয়ানডেতে সেরা অলরাউন্ডার আফগানিস্তানের নবী
সিটি স্ক্যান করার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মেডিকেল টিম নিশ্চিত করেছে, মাথায় অভ্যন্তরীণ আঘাত নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
ভিক্টোরিয়ান্সের ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজল বলেন, ‘সিটি স্ক্যানের পর আমরা নিশ্চিত হই যে তিনি শুধু বাহ্যিক চোট পেয়েছেন। তার কোনো ইন্ট্রাক্রানিয়াল রক্তপাত হয়নি।’
সজল আরও বলেন, বাহ্যিক ক্ষতের জন্য সেলাই দেওয়া হয়েছে।
বিপিএলে মুস্তাফিজুরের ধারাবাহিক পারফরম্যান্স রয়েছে। দলটির হয়ে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি।
আরও পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা
৬৮০ দিন আগে
রিদম গ্রুপের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
রিদম গ্রুপের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভিসতারাকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দেশের শীর্ষ ট্রাভেল এজেন্টস গোল্ড এয়ার।
১০ ওভারের এ খেলায় ভিসতারা এয়ার ১১১ রানে সবগুলো উইকেট হারানোর পর আট উইকেটে জয় যায় গোল্ড এয়ার। এতে ম্যান অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্ট হয়েছেন গোল্ড এয়ারের মাহতাব।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর শহীদ যায়ান চৌধুরী মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেয় রিদম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান- এয়ার ইন্ডিয়া, ভিসতারা, ইথিওপিয়া এয়ার, কম্বোডিয়ান এয়ারলাইন্স, ইয়েট এয়ার, মাস ট্রাভেলস অ্যান্ড ট্যুর ও গ্রাফিকস সলিউশন।
ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত বিশেষ পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ ব্রুনাই দূতাবাসের হাইকমিশনার হাজি হারিস বিন উথম্যান, ডেপুটি হাইকমিশন রুজাইমি আব্দুল্লাহ, রিদম গ্রুপের চেয়ারম্যান আলী আমজাদ, ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, টাইটান বাংলাদেশ প্রধান সঞ্জয় ভট্টাচার্য, ভিসতারার চিফ মার্কেটিং মরগ্যান ডেসুজা, এয়ার ইন্ডিয়ার গনেশ রাজারাম ও রিদমের হেড অব বিজনেস মাসুদুজ্জামান।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটিতে সাধারণ দর্শনার্থী ছাড়াও বেশ ক’জন বিদেশি কূটনীতিক অতিথিও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘স্বপ্ন পূরণে’ ধরলায় জেগে ওঠা চরে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা
৬৮০ দিন আগে
সাকিবকে পেছনে ফেলে ওয়ানডেতে সেরা অলরাউন্ডার আফগানিস্তানের নবী
আইসিসি ওয়ানডে খেলোয়ার হিসেবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসানকে পেছনে ফেলে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নবীর ১৩৬ রানের অসাধারণ পারফরম্যান্স তাকে শীর্ষস্থানীয়দের তালিকার শীর্ষে নিয়ে যায়। সবচেয়ে বয়স্ক (৩৯ বছর এক মাস) খেলোয়ার হিসেবে তিনি এই মর্যাদা অর্জন করেন।
ওয়ানডে অলরাউন্ডার হিসেবে সাকিবের রাজত্ব ছিল দুর্দান্ত। ২০১৯ সালের ৭ মে থেকে টানা ১ হাজার ৭৩৯ দিন টানা ৪ হাজার ২৭৬ দিন তিনি এই আসনে অধিষ্ঠিত ছিলেন। এটি কোনো খেলোয়াড়ের জন্য ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে দীর্ঘতম সময় টানা টিকে থাকার রেকর্ড।
আরও পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম
নবীর উত্থান ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের ক্রমবর্ধমান প্রাধান্যকে তুলে ধরে। এর আগে রশিদ খান (ওয়ানডে/টি-টোয়েন্টি বোলিং) ও মুজিব উর রহমান (টি-টোয়েন্টি বোলিং) আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে দুই দলই উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে।
আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই অপরাজিত ১৪৯ রানের সুবাদে ১৯ ধাপ এগিয়ে ৫৭তম এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা (৯৭), পাথুম নিসাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বোলিং র্যাঙ্কিংয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দিলশান মধুশঙ্কা এগিয়েছেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা
৬৮৪ দিন আগে