ক্রিকেট
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা
আগামী মার্চে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচের ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) এই দল ঘোষণা করা হয়।
জাতীয় টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডানহাতি স্পিনার আলিস আল ইসলাম। এছাড়া সাম্প্রতিক খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
আলিসের অন্তর্ভুক্তি একটি বিস্ময়কর পদক্ষেপ ছিল, কারণ তিনি ২৪টি টি-টোয়েন্টিতে মাত্র ১৯ টি উইকেট নিয়েছিলেন। টি-টোয়েন্টিতে মেহেদী হাসান মিরাজ বা তানভীর ইসলামের মতো স্পিনারদের উপেক্ষা করার সিদ্ধান্তটিও ছিল অবাক করার মতো।
টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও শামীম হোসেনও। নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দলের হয়ে খেলেছিলেন তারা।
আগামী ৪ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ। একই ভেন্যুতে ৬ ও ৯ মার্চ হবে বাকি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। আর তৃতীয় ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।
এরপর ১৩, ১৫ ও ১৮ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। প্রথম দুইটি ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায় এবং তৃতীয় ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে দুই দল। প্রথম টেস্ট শুরু হবে ২২ মার্চ চট্টগ্রামে, দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ সিলেটে।
আরও পড়ুন: বিসিবিতে বড় পরিবর্তন: প্রধান নির্বাচকের পদ হারালেন নান্নু, এলেন লিপু
টি-টোয়েন্টি স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মাহেদী হাসান, মাহমুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম
ওডিআই স্কোয়াড (প্রথম এবং দ্বিতীয় ম্যাচের জন্য):
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম
৬৮৫ দিন আগে
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম
২০২৪ সালের জন্য ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই তালিকায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু বাদ পড়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
গত বছর বিশ্বকাপের আগে জাতীয় দলে না থাকায় কিছুটা অনিশ্চয়তার পরও এবার মাহমুদউল্লাহ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, বিশ্বকাপ এবং চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উভয় ক্ষেত্রেই তার দুর্দান্ত পারফরম্যান্স সম্ভবত তাকে চুক্তির প্রস্তাব দেওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল।
তবে মাহমুদউল্লাহকে টি-টোয়েন্টিতে দেখতে পাওয়া যেতে পারে।
আরও পড়ুন: সব ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হলেন শান্ত
তামিমের বাদ পড়া প্রত্যাশিত ছিল, কারণ তিনি এর আগে নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত না হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কার্যকরভাবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির ইঙ্গিত দিয়েছিলেন। গত বছর আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সমালোচনার মুখে অবসরের ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তামিম সংক্ষিপ্ত সময়ের জন্য দলে ফিরেছেন, তবে বারবার ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে চলে গেছেন। গত বছর ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ ও বিশ্বকাপে অনুপস্থিত ছিলেন তিনি।
বিসিবি তিন ফরমেটের জন্য পাঁচজন, ওয়ানডেতে দুইজন, ওয়ানডে ও টেস্টের জন্য একজন, টেস্টের জন্য ছয়জন, টি-টোয়েন্টি ও ওয়ানডেতে চারজন এবং টি-টোয়েন্টির জন্য তিনজনকে চুক্তিবদ্ধ করেছে।
তামিম ছাড়াও চুক্তির বাইরে রয়েছেন এবাদত হোসেন, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন। নতুন চুক্তিতে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার- তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, নাঈম হাসান ও তানজিম হাসান সাকিব।
কে পাবেন কোন চুক্তি-
সব ফরম্যাট: লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।
টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।
শুধু টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান।
শুধু ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব;
ওয়ানডে ও টি-টোয়েন্টি: তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
শুধু টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিল রংপুর রাইডার্স
বিসিবিতে বড় পরিবর্তন: প্রধান নির্বাচকের পদ হারালেন নান্নু, এলেন লিপু
৬৮৫ দিন আগে
বিসিবিতে বড় পরিবর্তন: প্রধান নির্বাচকের পদ হারালেন নান্নু, এলেন লিপু
মিনহাজুল আবেদীন নান্নুকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবির বছরের প্রথম বোর্ড সভা শেষে এ ঘোষণা দেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান।
নাজমুল বলেন, ‘প্রধান নির্বাচক নিয়োগ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। শেষ পর্যন্ত আমরা গাজী আশরাফের ব্যাপারে একমত হয়েছি। আমরা একাধিক প্রার্থী বিবেচনা করলেও গাজী আশরাফ আমাদের সর্বসম্মতিক্রমে পছন্দ।’
আরও পড়ুন: সব ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হলেন শান্ত
বাংলাদেশের সাবেক ওপেনার হানান সরকার বয়সভিত্তিক ক্রিকেট নির্বাচনে নির্বাচক হিসেবে প্যানেলে যোগ দিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ টেস্ট, ২০টি ওয়ানডে ও ৪ হাজারের বেশি রান করেছেন হান্নান। এই প্যানেলের আরেক সদস্য বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।তিনি গত বছরের প্যানেলেও ছিলেন।
গাজী আশরাফের নিয়োগ কিছুটা বিস্ময়কর, কারণ সাম্প্রতিক সময়ে এই পদের জন্য তিনি তেমন আলোচিত ছিলেন না। সাবেক ব্যাটার গাজী আশরাফ ১৯৮৬ থেকে ১৯৯০ সালের মধ্যে বাংলাদেশ দলের প্রথম সাতটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশের ক্রিকেটীয় বৃত্তে অত্যন্ত সম্মানিত তিনি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: সাকিবের পারফরম্যান্সে পঞ্চম জয় পেল রংপুর
২০১৬ সালের জুনে প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারকে নির্বাচক প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে বিসিবির অন্য পদের জন্য তাদের প্রস্তাব দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন নাজমুল।
নাজমুল বলেন, ‘মিনহাজুল ও তার প্যানেলের অবদানকে সাধুবাদ জানায় বোর্ড। তারা কৃতিত্বের সঙ্গে কাজ করেছে এবং আমরা তাদের দক্ষতা ধরে রাখতে চাই। আমরা যথাসময়ে তাদের উপযুক্ত পদে নিয়োগ দেব।’
আরও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিল রংপুর রাইডার্স
৬৮৫ দিন আগে
সব ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হলেন শান্ত
সব ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত।
সোমবার এই বছরের বোর্ডের প্রথম সভা শেষে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এ সিদ্ধান্তের কথা জানান।
পাপন বলেন, 'নাজমুল হোসেন শান্তকে সব ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বছর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।’
আরও পড়ুন: বিপিএল ২০২৪: সাকিবের পারফরম্যান্সে পঞ্চম জয় পেল রংপুর
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে সাকিবের অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এরপরই এরকম সিদ্ধান্ত এল বিসিবির পক্ষ থেকে।
টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শান্তর নিয়োগ বিস্ময়কর হতে পারে, কারণ এই ফরম্যাটে সাকিব বাংলাদেশের হয়ে নিয়মিত ছিলেন। তবে বেশ কিছু কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন নাজমুল হাসান।
বিসিবি সভাপতির ব্যাখ্যা, 'সাকিব তার দৃষ্টিশক্তি নিয়ে সমস্যায় ভুগছেন। শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজ এবং বিশ্বকাপের কথা ভেবে আমরা অনুভব করেছি যে নতুন অধিনায়ক নিয়োগ এখন খুবই গুরুত্বপূর্ণ।
এই পরিবর্তন বিশ্বকাপের নির্বিঘ্ন প্রস্তুতিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিসিবি সভাপতি।
সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে নিজের নেতৃত্বের যোগ্যতার প্রমাণ দিয়েছেন শান্ত। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় অধিনায়ক হিসেবে আরও দীর্ঘ সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিল রংপুর রাইডার্স
বাংলাদেশের হয়ে ছয়টি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্টে তিনটি জয় নিয়ে একটি সফল অধিনায়কত্বের রেকর্ড রয়েছে শান্তর ঝুলিতে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবেও নেতৃত্বের অভিজ্ঞতা দেখিয়েছেন তিনি।
সহঅধিনায়কের পদ এখনো ফাঁকা রয়েছে। এই পদে বেশ কয়েকটি নাম বিবেচনাধীন বলে ইঙ্গিত দিয়েছেন বোর্ড সভাপতি। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের জন্য বাংলাদেশের আলাদা সহঅধিনায়ক থাকতে পারে।
পূর্ণকালীন অধিনায়ক হিসেবে শান্তর প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। সিলেট ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে হবে এই সিরিজ।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: টাইগারদের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে ফিরল স্ট্রাইকার্স
৬৮৬ দিন আগে
বিপিএল ২০২৪: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিল রংপুর রাইডার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স।
শনিবার (১০ ফেব্রুয়ারি) শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চমৎকার জয় পায় রংপুর রাইডার্স।
রিজা হেনড্রিকস ও জেমস নিশামের হাফসেঞ্চুরিতে দারুণ ব্যাটিং পারফরম্যান্স রংপুরকে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১১ রানে পৌঁছে দেয়। চলমান আসরে এটিই কোনো দলের প্রথম দুই শতাধিক রানের স্কোর। বিপিএলে নিশামের অভিষেক ম্যাচ ছিল এটি।
সাকিব আল হাসানের বলে জশ ব্রাউন সহজে পড়ে যাওয়ায় শুরু থেকেই চ্যালেঞ্জার্সের রান তাড়া করতে থাকে। ধীর গতির ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি হাঁকান সৈকত আলী। কিন্ত তার সঙ্গীয় একাধিক উইকেটের পতন দেখেন তিনি।
শুভাগত হোমের ৩১ রান শেষ মুহূর্তের ঝাঁকুনি চট্টগ্রামকে সামান্যই স্বস্তি দেয়। রংপুরের হয়ে ২৪ রানে ২ উইকেট নেন সাকিব এবং অদম্য জেমস নিশাম ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়ে দাপট দেখিয়ে চট্টগ্রামের ফেরার সম্ভাবনা উড়িয়ে দেন।
নিশামের অলরাউন্ড প্রতিভা ছিল অসাধারণ। তার অপরাজিত ৫১ রানের ইনিংসে দুটি চার ও বিস্ময়কর পাঁচটি ছক্কা ছিল, যা রাইডার্সের ইনিংসে গুরুত্বপূর্ণ গতি সঞ্চার করেছিল। তার আগে রিজা হেনড্রিকস ৫৮ ও সাকিব ২৭ রান করে শক্ত ভিত গড়েন।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: সাকিবের পারফরম্যান্সে পঞ্চম জয় পেল রংপুর
সাকিব-হেনড্রিকসের উইকেট শিকার করে চট্টগ্রামের সবচেয়ে মিতব্যয়ী বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সালাউদ্দিন শাকিল।
চ্যালেঞ্জাররা কেবল তাদের প্রাথমিক ক্ষতি পুষিয়ে নিতে পারেনি, এমনকি সৈকতের ক্ষিপ্রগতির নাড়া দিয়েও। শেষ পর্যন্ত, লক্ষ্যটি অনতিক্রম্য প্রমাণিত হয়েছিল এবং রাইডার্সরা একটি আরামদায়ক জয়ের দিকে এগিয়ে যায়।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুরের জায়গা পাকা হলো। আট ম্যাচে ছয় জয়ে তাদের সংগ্রহ এখন ১২ পয়েন্ট। বিপরীতে চট্টগ্রাম এখনও শীর্ষ তিন দলের মধ্যে রয়েছে। আট ম্যাচে পাঁচ জয়ে তাদের পয়েন্ট ১০।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: টাইগারদের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে ফিরল স্ট্রাইকার্স
৬৮৮ দিন আগে
বিপিএল ২০২৪: টাইগারদের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে ফিরল স্ট্রাইকার্স
মিরপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ও অধিনায়ক এনামুল হক বিজয়ের অপরাজিত ৬৭ রানের ইনিংসে খুলনা নোঙর করলেও টি-টোয়েন্টি ফরম্যাটে 'অ্যাঙ্কর' করার সুযোগ আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। মাত্র তিন উইকেট হারানোর পরও হাবিবুর রহমান সোহানের ৩০ বলে ৪৪ রান নেওয়ায় তাদের স্কোর দাঁড়ায় ১৫৩।
স্ট্রাইকার্সের হয়ে একটি করে উইকেট নেন সানজামুল ইসলাম, সামিত প্যাটেল ও বেনি হাওয়েল।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: রংপুর রাইডার্স ছাড়ছেন বাবর, ওমরজাই ও নবী
জবাবে স্ট্রাইকার্স তাদের ওপেনার সামিত প্যাটেলকে সহজে পরাস্ত করে টপ অর্ডারকে চাপে ফেলে দেয়। আরেক ওপেনার হ্যারি টেক্টর অবশ্য ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। ৫২ বলে ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ৬১ রানের ঝড়ো ইনিংস স্ট্রাইকার্সকে গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেয়।
১৯ রানে ৩ উইকেট নিয়ে টাইগারদের পক্ষে মুগ্ধ করেন মার্ক দিয়াল এবং টেক্টর ও মোহাম্মদ মিঠুনের আউট হওয়ায় ফলাফল খুলনার পক্ষে ঘুরে যাওয়ার হুমকি তৈরি হয়।
শেষ পর্যন্ত মানসিক চাপের মধ্যেই শেষ মুহূর্তে রায়ান বার্ল ৩২ রান ও আরিফুল হক ১১ রান নিয়ে এক ওভার বাকি থাকতেই স্ট্রাইকার্সের ঘরে জয়ের নিশান উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন।
১২ বলে ১৯ রান দরকার। এমন টান টান উত্তেজনার মধ্যে অভিজ্ঞ রুবেল হোসেন ১৯তম ওভারে বল করতে এসে ২৪ রান দিয়ে সিলেটকে ম্যাচ উপহার দেন। ডানহাতি এই পেসার তিনটি ছক্কা ও একটি চার দিয়েছেন।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: সাকিবের পারফরম্যান্সে পঞ্চম জয় পেল রংপুর
৬৮৮ দিন আগে
বিপিএল ২০২৪: সাকিবের পারফরম্যান্সে পঞ্চম জয় পেল রংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমে সাকিব আল হাসানের ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সে পঞ্চম জয় পেয়েছে রংপুর রাইডার্স।
সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যে রয়েছে ১৭০ স্ট্রাইকিং রেটে ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলা। এরপর চার ওভারের স্পেলে মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং প্রদর্শন করেন তিনি।
অলরাউন্ডার সাকিবের সাম্প্রতিক চোখের সমস্যার মধ্যেও তার পারফরম্যান্স ভক্তদের স্বস্তি এনে দিয়েছে।
প্রথমে ব্যাট করে রংপুর সংগ্রহ করে ৪ উইকেটে ১৭৫ রান। ৬৭ রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গড়েন বাবর আজম ও রনি তালুকদার। রনির ৩৯ ও বাবর এই আসরের শেষ ম্যাচ খেলে ৪৭ রান করেন।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: খুলনার বিপক্ষে অসাধারণ জয় বরিশালের
ঢাকার হয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন মোসাদ্দেক হোসেন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় ঢাকা। ৩১ বলে ৪৪ রান করে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ নাঈম।
এই জয়ের মাধ্যমে রংপুর প্লে অফে জায়গা সুরক্ষিত করার কাছাকাছি চলে গেল। অন্যদিকে ঢাকা তাদের টানা পঞ্চম পরাজয়ের মুখোমুখি হয়ে প্লে অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: রংপুর রাইডার্স ছাড়ছেন বাবর, ওমরজাই ও নবী
৬৯১ দিন আগে
বিপিএল ২০২৪: রংপুর রাইডার্স ছাড়ছেন বাবর, ওমরজাই ও নবী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিদায় নিচ্ছেন রংপুর রাইডার্সের তিন বিদেশি ক্রিকেটার।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সের মিডিয়া বিভাগ ইউএনবিকে এ বিষয়টি নিশ্চিত করেছে।
তিন ক্রিকেটার হলো- পাকিস্তানের বাবর আজম, আফগানিস্তানের মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাই।
আারও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রামের জয়ের ধারা অব্যাহত
বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে স্বীকৃত বাবর আজম বিপিএলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। রংপুরের হয়ে চলতি মৌসুমে তিনি একাধিকবার জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ২০০- এর বেশি রান সংগ্রহ করেন। এছাড়া পাঁচ ইনিংসে মোট ২০৪ রান সংগ্রহ করেছিলেন এবং ৫০ এর বেশি গড় অর্জন করেছিলেন।
সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাবর বলেন, ‘আমি আবারও রংপুরের হয়ে খেলতে মুখিয়ে আছি। যেহেতু আমাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকতে হবে, তাই আমরা নিয়মিত বিপিএলে যোগ দিতে পারছি না।’
আারও পড়ুন: বিপিএল ২০২৪: খুলনার বিপক্ষে অসাধারণ জয় বরিশালের
এছাড়া ছয় ম্যাচে ৮১ রান ও ৭ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ নবী। আজমতউল্লাহ ওমরজাই ছয় ম্যাচে দুটি উইকেটসহ মোট ১৪৭ রান সংগ্রহ করেন।
বিপিএলে ছয় ম্যাচ শেষে ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর।
সিলেট পর্ব শেষে দুই দিন বিরতির পর মঙ্গলবার ঢাকায় পুনরায় শুরু হচ্ছে বিপিএল।
আারও পড়ুন: বিপিএল ২০২৪: মিঠুনের দুর্দান্ত খেলায় প্রথম জয় পেল সিলেট
৬৯২ দিন আগে
বিপিএল ২০২৪: খুলনার বিপক্ষে অসাধারণ জয় বরিশালের
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনার বিপক্ষে অসাধারণ জয় পেয়েছে বরিশাল। শেষ ১২ বলে ৩৭ রান সংগ্রহের অসম্ভব চ্যালেঞ্জের মুখোমুখি হয় দলটি। তবে অর্ধেক উইকেট হাতে থাকার সময়ও মনে হয়েছিল ফরচুন বরিশালের পক্ষে জয় অসম্ভব। কিন্তু মেহেদী হাসান মিরাজ ও শোয়েব মালিকের বাউন্ডারি হাঁকানোর চমৎকার নৈপুণ্যের সুবাদে অসাধারণ জয় পায় তারা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে খুলনা টাইগার্সকে প্রথমবারের মতো হারিয়ে চমক সৃষ্টি করেছে বরিশাল।
মাত্র ১৫ বলে তিনটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ৩১ রান করে অপরাজিত থাকেন মেহেদী। মালিকও মাত্র ২৫ বলে ৩টি ছক্কা ও ১টি চার হাঁকিয়ে ৪১ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রামের জয়ের ধারা অব্যাহত
১৯তম ওভারে মোহাম্মদ ওয়াসিম প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান দিলেও মোট ৩৬ রান দিয়ে তার নির্ধারিত ওভার শেষ করেন। শেষ ওভারে প্রতিপক্ষকে ১৮ রান করা থেকে বিরত রাখাই ছিল দাসুন শানাকার গুরু দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তা পারেননি। যদিও শেষ ওভারের আগে নিজের প্রথম ওভারে মাত্র ৬ রান দিয়েছিলেন শানাকা। কিন্তু শেষ চার বলে শানাকার দেওয়া ১৮ রানে পরিস্থিতি বদলে যায়।
দারুণ উপভোগ্য এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে খুলনা। যদিও এটি সিলেটের ক্রিকেট পিচের বৈশিষ্ট্য বিবেচনায় একটি চ্যালেঞ্জিং স্কোর। মোহাম্মদ নওয়াজ খুলনার ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৩৮ রান করেন। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা পারভেজ হোসেন ইমন ৩৩ রান করে তার ঠিক পরের অবস্থানটি ধরে রাখেন।
আরও পড়ুন: ‘স্বপ্ন পূরণে’ ধরলায় জেগে ওঠা চরে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা
বরিশালের হয়ে তাইজুল ইসলাম ও শোয়েব মালিক ২টি করে উইকেট নেন। আর তাইজুল তিন ওভারে মাত্র সাত রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আহমেদ শেহজাদকে শূন্য রানে মাঠ ছাড়া করে বরিশাল। তবে তামিম ইকবাল ও সৌম্য সরকারের সতর্ক ব্যাটিংয়ে শুরুর দিকের এই ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম হয় তারা। দুজনেই ১০০ ছাড়িয়ে স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন এবং মুশফিকুর রহিমও তাদের পথ অনুসরণ করে ১০৮ স্ট্রাইক রেটে ব্যাট করেন।
বরিশালের হয়ে মেহেদী ও মালিক তাদের খেলার ধরন পরিবর্তন করেন এবং শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে বরিশালের তৃতীয় জয় এটি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: মিঠুনের দুর্দান্ত খেলায় প্রথম জয় পেল সিলেট
৬৯৫ দিন আগে
বিপিএল ২০২৪: মিঠুনের দুর্দান্ত খেলায় প্রথম জয় পেল সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪ -এর ষষ্ঠ ম্যাচে শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরি এবং জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভার চার উইকেটের সুবাদে অবশেষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স।
দুর্দান্ত ঢাকার বিপক্ষে সিলেট ১৫ রানের জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৪২ রান। ম্যাচের শুরুতে শামসুর রহমান ও নাজমুল হোসেন শান্তর দ্রুত আউটের বিপর্যয় সত্ত্বেও সিলেট স্ট্রাইকার্স তাদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে।
অধিনায়ক মিঠুন ৫৯ রানের বড় স্কোর নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সামিত প্যাটেল, বেনি হাওয়েল এবং আরিফুল হকের মূল্যবান সমর্থন পেয়েছিলেন এবং মাত্র ৯ বলে ২১ রান করেছিলেন তিনি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রামের জয়ের ধারা অব্যাহত
ঢাকার হয়ে শরিফুল ইসলাম ৪টি ও আরাফাত সানি ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন।
জবাবে ঢাকাকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সাইফ আইয়ুব ও সাইফ হাসানের প্রতিরোধ সত্ত্বেও রিচার্ড এনগারাভার ব্যতিক্রমী বোলিং ঢাকার ব্যাটিং লাইনআপকে নাড়া দেয়। ৩০ রানে এনগারাভার চার উইকেট নিয়ে প্রতিপক্ষকে প্রচণ্ড চাপের মধ্যে ফেলে।
জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্য নিয়ে নেমে দুরদান্ত ঢাকা ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান করতে সমর্থ হয়। তাসকিন আহমেদের ১১ বলে ২৭ রানের শেষ দিকে আক্রমণ কিছুটা আনন্দদায়ক হলেও ঢাকার পক্ষে জোয়ার ঘুরিয়ে দিতে ব্যর্থ হন।
সিলেট মৌসুমের ষষ্ঠ ম্যাচে নিজেদের প্রথম জয় উদযাপন করলেও পাঁচ ম্যাচে চতুর্থ হারের মুখোমুখি হয় ঢাকা।
আরও পড়ুন: ‘স্বপ্ন পূরণে’ ধরলায় জেগে ওঠা চরে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা
৬৯৫ দিন আগে