ক্রিকেট
ময়মনসিংহে শেখ হাসিনা বিভাগীয় নারী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু শুক্রবার
ময়মনসিংহ বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ হাসিনা বিভাগীয় মহিলা (অনূর্ধ্ব-১৫) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠেআগামী শুক্রবার (২৪ নভেম্বর) শুরু হবে।
এদিন সকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী খেলার উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ আবিদ হোসেন।
আরও পড়ুন: সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন নারী ক্রিকেটার শারমিন
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর চারটি নারী দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।
আরও পড়ুন: নারী ক্রিকেট নিয়ে ব্যর্থতা স্বীকার করল পাপন
৭৬৭ দিন আগে
আইসিসি বিশ্বকাপ: ট্রফি ছাড়াও ৪ মিলিয়ন ডলার প্রাইজ মানি পাবে চ্যাম্পিয়নরা
আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ১৩তম সংস্করণের চ্যাম্পিয়নরা ৪০ লাখ মার্কিন ডলারের (আনুমানিক ৩৩ কোটি) প্রাইজ মানি এবং জমকালো ট্রফি পাবে।
রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যুতে বিশ্বকাপ ট্রফির জন্য আবারও ফাইনালে মুখোমুখি হয় দুই প্রাক্তন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত।
রানার্স-আপ দল পাবে ২০ লাখ মার্কিন ডলার (আনুমানিক ১৬ দশমিক ৫ কোটি)।
সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল (নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা) পাবে ৮ লাখ মার্কিন ডলার (আনুমানিক ৬ দশমিক ৫ কোটি)।
নকআউট পর্বে বাদ পড়া বাকি ছয়টি দল প্রত্যেকে পাবে ১ লাখ মার্কিন ডলার (আনুমানিক ৮৩ লাখ) পাবে।
এ ছাড়াও, প্রতিটি গ্রুপ পর্বের ম্যাচের বিজয়ী ৪০ হাজার মার্কিন ডলার (আনুমানিক ৩৩ লাখ রুপি) পরিমাণ ইনসেনটিভ পাবেন।
বিশ্ব ক্রিকেটের শীর্ষ সংস্থাটি বলেছে, পুরস্কারের অর্থ আসন্ন আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২৫ নজিরও স্থাপন করতে চলেছে।
২০২৩ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত আইসিসি বার্ষিক সম্মেলনের সময় পুরুষ ও নারীদের উভয় ইভেন্টের জন্য সমান পরিমাণের অর্থ ঘোষণা করে আইসিসি।
আইসিসি এবার ভারত জুড়ে ১০টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত ছয় সপ্তাহের ৪৮-ম্যাচের আইসিসি বিশ্বকাপের জন্য ১ কোটি মার্কিন ডলার (আনুমানিক ৮৩ কোটি রুপি) মোট প্রাইজ মানি বরাদ্দ করেছে।
রাউন্ড-রবিন লিগ ফরম্যাটে ১০টি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলেছে। যেখান থেকে শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
৭৭০ দিন আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া
আহমেদাবাদে রবিবার (১৯ নভেম্বর) আইসিসি বিশ্বকাপের ২০২৩ ফাইনালে ভারতের বিপক্ষে ২৪১ রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে অস্ট্রেলিয়া।
এই বিশ্বকাপে ভারতের সবচেয়ে সফল বোলার মোহম্মদ শামি ইনিংসের দ্বিতীয় ওভারে ডেভিড ওয়ার্নারের প্রথম উইকেট তুলে নেন।
এরপর ইনিংসের পঞ্চম ওভারে জাসপ্রিত বুমরাহর শিকার হন মিচেল মার্শ। স্টিভেন স্মিথকেও ঘরে ফেরান বুমরাহ।
২৮ ওভারের পরে তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬২ রান।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: অস্ট্রেলিয়াকে ২৪০ রানের টার্গেট দিয়েছে ভারত
আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত
৭৭০ দিন আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: অস্ট্রেলিয়াকে ২৪০ রানের টার্গেট দিয়েছে ভারত
ভারতের আহমেদাবাদে রবিবার (১৯ নভেম্বর) আইসিসি বিশ্বকাপের ২০২৩ ফাইনালে ৫০ ওভারে ২৪০ রান করেছে ভারত।
টস হেরে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়ান পেস আক্রমণে ভারতীয় ব্যাটিং লাইন ছিন্ন-ভিন্ন হয়ে যায়।
বিরাট কোহলি ও লোকেশ রাহুল দুজনেই হাফ সেঞ্চুরি করেছেন।
মিচেল স্টার্ক ১০ ওভারে ৫৫ রানে তিন উইকেট নিয়েছেন। শুভমান গিলকে আউট করে তিনি এই সাফল্যের সূচনা করেন।
১০০ রানে পৌঁছানোর আগেই তিন উইকেট হারিয়ে ফেলে ভারত।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত
অন্যান্য ম্যাচের মতো রোহিত শর্মা ঝোড়ো সূচনা করেছিলেন, কিন্তু ভারতীয় অধিনায়ক তার আগ্রাসি ব্যাটিং ধরে রাখতে পারেননি।
গিলের মতো শ্রেয়াস আইয়ারও তার জীবনের সবচেয়ে বড় ম্যাচে উল্লেখযোগ্য রান করতে ব্যর্থ হন।
উইকেটের পেছনে পাঁচটি ক্যাচ নেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক জশ ইঙ্গলিস।
অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক তিনটি উইকেট নেন এবং জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স দুটি করে উইকেট নেন।
এই ম্যাচের আগে আইসিসি বিশ্বকাপের আরেকটি ফাইনালে অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি হয়েছিল, যেটি অস্ট্রেলিয়া জিতেছিল।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত
৭৭০ দিন আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত
ভারতের আহমেদাবাদে রবিবার (১৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে ১০০ রানে পৌঁছানোর আগেই তিনটি উইকেট হারিয়ে কিছুটা বিপাকেই পড়েছে ভারত।
অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।
২০তম ওভারের পর ভারতের দাঁড়ায় তিন উইকেটে ১১৫ রান।
এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। তাদের আগের ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দিল ভারত
৭৭১ দিন আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া
আহমেদাবাদে আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে বল করছে অস্ট্রেলিয়া।
১ লাখ ৩০ হাজারেরও বেশি দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হলো ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ৫টি বিশ্বকাপ জিতেছে এবং ভারত এখন পর্যন্ত দু'বার জয়ের স্বাদ পেয়েছে।
ভারত এই বিশ্বকাপে ১০টি ম্যাচের সবকটি জিতে ফাইনালে উঠেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া চ্যালেঞ্জিং অবস্থায় শুরু করলেও পরে তা কাটিয়ে উঠে বর্তমান অবস্থায় এসেছে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ-২০২৩: সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ. আফ্রিকার সংগ্রহ ২১২ রান
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রিত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজি
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
৭৭১ দিন আগে
ঘরের মাঠে নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন।
সিরিজের প্রথম ম্যাচটি ২৮শে নভেম্বর সিলেটে শুরু হওয়ার কথা রয়েছে।
সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ অংশ।
টেস্ট দলে প্রথম ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ২২ বছর বয়সী এই ক্রিকেটার দুর্দান্ত সূচনা করেছেন। ২০২১ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে অভিষেকের পর থেকে ২৫ ম্যাচে ১২১ উইকেট অর্জন করেছেন তিনি।
চট্টগ্রাম বিভাগের টপ অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু ও পেস বোলার হাসান মাহমুদকেও দলে রাখা হয়েছে।
আঙুলের চোটের কারণে এই সিরিজে খেলছেন না নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার সহঅধিনায়ক লিটন দাসও এক মাসের ছুটিতে রয়েছেন।
নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
৭৭১ দিন আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত
চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবি মিডিয়া লাউঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে জালাল বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন শান্ত।
বিশ্বকাপে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে পড়লে শান্ত দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের হোম সিরিজের পাশাপাশি টি-স্পোর্টসে দেখা যাবে বিপিএল
আঙুলের চোটের কারণে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অনুপস্থিত সাকিব আসন্ন টেস্ট সিরিজেও থাকবেন না।
ওপেনার লিটন দাসকেও এক মাসের ছুটি দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি একটি শিশুকন্যার বাবা হয়েছেন।
জালাল বলেন, ‘লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছিল, আমরা এক মাস মঞ্জুর করেছি।’
অন্যদিকে, বাংলাদেশের পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যালান ডোনাল্ড।
শিগগিরই নতুন পেস বোলিং কোচ নিয়োগ দেবে বিসিবি।
আরও পড়ুন: বিসিবিকে বিদায় জানালেন বাংলাদেশ দলের পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস
বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালান ডোনাল্ড
৭৭২ দিন আগে
আইসিসি বিশ্বকাপ-২০২৩: সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ. আফ্রিকার সংগ্রহ ২১২ রান
আইসিসি বিশ্বকাপ-২০২৩-এর দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১২ রানের স্কোর করতে সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভারতের কলকাতায় অনুষ্ঠিত এই ম্যাচে ডেভিড মিলার শক্তিশালী অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণকে মোকাবিলা করে একটি সেঞ্চুরি করতে সক্ষম হন।
দক্ষিণ আফ্রিকা দ্রুতই তাদের প্রথম চার উইকেট হারিয়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তবে তারা ঝুঁকি কাটিয়ে উঠতে লড়াই করেছিল। হেনরিখ ক্লাসেন আরেকটি উল্লেখযোগ্য পারফরম্যান্সের মাধ্যমে ৪৭ রান করে দলের পক্ষে অবদান রাখেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দিল ভারত
মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড প্রথম চারটি উইকেট যৌথভাবে নেন এবং স্টার্ক আরও একটি উইকেট নেন। প্যাট কামিন্সও তিনটি উইকেট নেন এবং নিয়মিত বোলার না হওয়া সত্ত্বেও ট্রাভিস হেড টানা দুর্দান্ত দুটি উইকেট নেন।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি সেমিফাইনাল খেললেও দক্ষিণ আফ্রিকা এই পর্যায়ে কখনো বিজয়ী হতে পারেনি।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
৭৭৩ দিন আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
কলকাতায় আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা এর আগে দু'বার সেমিফাইনালে উঠলেও এখনও ফাইনালে উঠতে পারেনি। এবার অবশ্য লিগ পর্বে উল্লেখযোগ্য জয় নিয়েই তারা সেমিফাইনালে উঠেছে।
সবচেয়ে বেশি বিশ্বকাপ জয় করা অস্ট্রেলিয়া ভারতেও দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের শেষ ৫ ম্যাচের সবকটিতেই তারা জয় পেয়েছে। এর আগে ১৯৯৯ ও ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ম্যাচটি প্রভাবিত হতে পারে। টসের সময় আবহাওয়ার বিষয়টির মুখোমুখি হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া মাত্র তিনটি ওয়ানডে খেলেছে, দুটিতে জিতেছে এবং সর্বশেষটি ২০১৭ সালে ভারতের কাছে হেরেছে। দক্ষিণ আফ্রিকা ইডেনে ছয়টি ম্যাচ খেলেছে এবং এর মধ্যে মাত্র দুটিতে জিতেছে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: শচীনকে টপকে ৫০তম ওয়ানডে সেঞ্চুরি কোহলির
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েৎজি ও তাব্রেইজ শামসি
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দিল ভারত
৭৭৪ দিন আগে