ক্রিকেট
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দিল ভারত
মুম্বাইয়ে ২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া ভারত- বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে চার উইকেটে ৩৯৭ রান তোলে।
অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের দুর্দান্ত শুরু দিয়ে ইনিংস শুরু হয়। গিল চোট পেয়ে অবসর নেওয়ার পর কোহলি ক্রিজে আসেন এবং শেষ পর্যন্ত ১০৫ বলে সেঞ্চুরি করেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের
শচীন টেন্ডুলকারের রেকর্ডকে টপকে ওয়ানডেতে কোহলির ৫০তম সেঞ্চুরি। একই সঙ্গে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন বিরাট। এই ক্ষেত্রেও শচীনকে টপকে গেলেন।
কোহলির পর শ্রেয়াসও ৭০ বলে ১০৫ রান করে সেঞ্চুরি করেন। যার মধ্যে চারটি চার ও আটটি ছক্কা ছিল। গিল ব্যাট করতে গিয়ে ৬৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি তিন উইকেট নিলেও তিনি ১০ ওভারে ১০০ রান দেন।
২০১৫ সালে অস্ট্রেলিয়ার ৩২৮ রানকে অতিক্রম করে বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে ভারতের সর্বোচ্চ ৩৯৭ রান।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: শচীনকে টপকে ৫০তম ওয়ানডে সেঞ্চুরি কোহলির
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত
৭৭৪ দিন আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: শচীনকে টপকে ৫০তম ওয়ানডে সেঞ্চুরি কোহলির
শচীন টেন্ডুলকারকে টপকে ওয়ানডেতে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির মালিক হয়ে ওয়ানডে ক্রিকেটের সত্যিকারের রাজা হিসেবে নিজের রাজত্ব আরও মজবুত করলেন বিরাট কোহলি।
বুধবার মুম্বাইয়ের ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ৫০তম সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাস গড়েন কোহলি।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে পরাজয় বাংলাদেশের
এদিকে ২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে রোহিত শর্মা ও শুভমান গিলের অবদানে দ্রুত শুরু করে ভারত।
পায়ে চোট পেয়ে গিল অবসর নেওয়ার পর উইকেটে প্রবেশ করেন বিরাট।
তিনি ১০৫ বলে এই মাইলফলক স্পর্শ করেন, যা শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ডকে অতিক্রম করে।
শচীন ৪৬৩টি ম্যাচে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন, যেখানে কোহলি মাত্র ২৯১টি ম্যাচ এবং ২৮৮ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
কোহলি যখন ইতিহাস ভাঙা সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন, তখন মুম্বাইয়ের গ্যালারিতে টেন্ডুলকার তার জন্য হাততালি দিচ্ছিলেন।
তার পাশাপাশি আরও অনেক ক্রিকেটার ও বলিউড তারকারা বিরাট কোহলির ৫০তম সেঞ্চুরি উদযাপন করেছেন।
তার স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকেও গ্যালারিতে দেখা গিয়েছিল।
একই ম্যাচে বিশ্বকাপের এক সংস্করণে সবচেয়ে বেশি রানের টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেন কোহলি।
২০০৩ সালে টেন্ডুলকার করেছিলেন ৬৭৩ রান। বুধবার বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের তালিকায় জায়গা করে নিয়েছেন কোহলি।
আরও পড়ুন: বাংলাদেশের হোম সিরিজের পাশাপাশি টি-স্পোর্টসে দেখা যাবে বিপিএল
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত
৭৭৪ দিন আগে
বাংলাদেশের হোম সিরিজের পাশাপাশি টি-স্পোর্টসে দেখা যাবে বিপিএল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী দুই আসরের সম্প্রচার সত্ত্ব কিনেছে টি স্পোর্টস নেতৃত্বাধীন টি স্পোর্টস-কনসোর্টিয়াম।
টিভি পর্দায় টি স্পোর্টসের পাশাপাশি টি স্পোর্টস অ্যাপেও দেখা যাবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ আসর বিপিএল।
এদিকে, ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশের সব হোম সিরিজের সত্ত্ব কিনেছে টি স্পোর্টস নেতৃত্বাধীন টি স্পোর্টস কনসোর্টিয়াম। যথারীতি টি স্পোর্টস ও জিটিভি সম্প্রচার করবে টাইগারদের ম্যাচগুলো, দেখা যাবে টি স্পোর্টস অ্যাপেও।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের
সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের শুরুতে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের অংশগ্রহণে টুর্নামেন্ট চলবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত।
টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক বলেন, ‘দর্শক চাহিদার কথা চিন্তা করে আমরা বিপিএল দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অসংখ্য ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য। বিপিএল দেখানোর পাশাপাশি টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য বিসিবির সঙ্গে এক হয়ে আমরা কাজ করতে চাই। আশাকরি, বিপিএল প্রডাকশনেও নতুন মাত্রা যোগ হবে এবার।’
নতুন মেয়াদে দশম ও ১১তম আসরের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহবান করে বিসিবি। টি স্পোর্টসের পাশাপাশি এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড, টপ অব মাইন্ড, ব্যানটেক লিমিটেড ও জিটিভি মিলে গঠিত কনসোর্টিয়াম বিপিএলের সত্ত্ব কিনে নিয়েছে। টেলিভিশনে টি স্পোর্টসের পাশাপাশি জিটিভিতে দেখা যাবে বিপিএলের পরবর্তী ২ আসরের সব ম্যাচও।
বাংলাদেশের হোম সিরিজের পরবর্তী পর্বে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চারটি সিরিজ খেলবে টাইগাররা। বিশ্বকাপের পর যা শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত
বিপিএলের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। টাইগারদের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
এপ্রিলে ২টি টেস্ট ও ৫টি টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে জিম্বাবুয়ে আর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা আসবে ২টি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। সবগুলো ম্যাচই দেখা যাবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে।
এদিকে, ২০২৮ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের সব হোম সিরিজের সত্ত্ব কিনেছে টি স্পোর্টস। ভিরাট কোহলি-রোহিত শর্মাদের সব হোম ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস টিভি ও টি স্পোর্টস অ্যাপে।
এ সময় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা-সহ প্রায় সব দেশের সঙ্গেই দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
আগামী বছরের সেপ্টেম্বরে ২টি টেস্ট ও ৩টি টোয়েন্টি ম্যাচ খেলতে ইন্ডিয়া যাবে বাংলাদেশ দল। এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস নেটওয়ার্ক।
টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আরও সাদেক বলেন, বাংলাদেশের সব হোম ও অ্যাওয়ে ম্যাচের সম্প্রচার সত্ত্ব পাওয়া নিয়ে আমরা কাজ করছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইন্ডিয়ার রাইটস পাওয়া। টি স্পোর্টসের মাধ্যমে দেখা যাবে ইন্ডিয়ার সব হোম ম্যাচ। বাংলাদেশের দর্শকদের জন্য এটি অবশ্যই দারুণ খবর।
২০২৮ সাল পর্যন্ত ঘরের মাঠে ২৫ টেস্ট ২৪ ওয়ানডে ও ৩৯ টি টোয়েন্টি ম্যাচ খেলবে ইন্ডিয়া। এই ৮৮ ম্যাচই দেখা যাবে টি স্পোর্টসে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে পরাজয় বাংলাদেশের
৭৭৬ দিন আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের-২০২৩ লিগ খেলার শেষ ম্যাচে রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ভারত আটটি জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, যারা টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল।
সেমিফাইনালের আগে লিগ পর্বে ক্লিন সুইপ করার লক্ষ্যে নিয়ে খেলছে ভারত।
দুইবারের চ্যাম্পিয়ন ভারত আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ে প্রথম সেমিফাইনালে চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ১৬ নভেম্বর কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে, লিগ পর্বে তারা তৃতীয় স্থানে রয়েছে।
আট ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে দুই জয় নিয়ে নেদারল্যান্ডসের পয়েন্ট চার।
নেদারল্যান্ডস পয়েন্ট টেবিলে দশম স্থানে রয়েছে এবং ছয় পয়েন্টে পৌঁছাতে এবং অষ্টম স্থানে থাকা বাংলাদেশকে ছাড়িয়ে যেতে ভারতের বিপক্ষে একটি জয় প্রয়োজন তাদের। এতে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের যোগ্যতা নিশ্চিত করবে।
এই বিশ্বকাপের লিগ পর্বের শীর্ষ আট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে।
ভারত ও নেদারল্যান্ডস উভয়ই তাদের আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দীপাবলির শুভ উৎসবের দিনে ভারতের ম্যাচে উপচে পড়া ভিড় কাম্য।
তারকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলি আজও স্পটলাইটে থাকবেন। তিনি আট ম্যাচে ৫৪৩ রান করেছেন, এখন পর্যন্ত টুর্নামেন্টে যা তৃতীয় সর্বোচ্চ।
আরও গুরুত্বপূর্ণ তথ্য হলো, তিনি বর্তমানে ৪৯টি ওডিআই সেঞ্চুরি করে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন।
রবিবার ঘরের মাঠে রেকর্ড ৫০তম সেঞ্চুরির প্রত্যাশা করছেন তারা ফ্যানরা। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন।
বেঙ্গালুরুর পিচ ব্যাটারদের সাহায্য করবে এবং কোহলিকে রান তুলতে সাহায্য করবে।
লাইনআপ:
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
নেদারল্যান্ডস: ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিডে, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ
আইসিসি বিশ্বকাপ ২০২৩: শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে নেদারল্যান্ডস
৭৭৮ দিন আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে পরাজয় বাংলাদেশের
ভারতের পুনেতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এর শনিবারের (১১ নভেম্বর) ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শের ১৭৭ রানের অপরাজিত ইনিংস ৩২ বল হাতে রেখেই অজিদের ইনিংস জিততে পথ দেখিয়েছে।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বোলারদের সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও বাংলাদেশি ব্যাটাররা ৩০৬ রানের দারুণ একটি ইনিংস খেলে।
বাংলাদেশের শুরুটা আজ ভালো ছিল। ওপেনাররা তুলনামূলক নির্ভরযোগ্য স্কোর করে।
এরপর শন অ্যাবটের বলে সাজঘরে ফেরেন ৩৬ রান নেওয়া তানজিদ হাসান।
তবে তৌহিদ হৃদয়ের ৭৪ এবং লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর অবদানও বাংলাদেশকে প্রতিযোগিতামূলক স্কোর করতে সাহায্য করে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ
অ্যাবট তার নির্ধারিত দশ ওভারে ৬১ রান দিয়ে ২ উইকেট নেন।
জবাবে ব্যাট করেত নেমে অস্ট্রেলিয়া মাত্র ৮ দশমিক ১ ওভারেই ৫০ রানে পৌঁছে যায়।
যদিও, শুরুতেই ট্র্যাভিস হেডকে হারায় অজিরা এরপর মিচেল মার্শ ও অ্যাডাম জাম্পা ও ডেভিড ওয়ার্নারের মূল্যবান রানের সংগ্রহ অস্ট্রেলিয়াকে জয়ের দ্বারপ্রান্তে উড়িয়ে নিয়ে যায়।
মার্শ ১৭টি বাউন্ডারি এবং ৯টি ছক্কা সহযোগে ১৩২ বলে অপরাজিত ১৭৭ রান করেন।
স্টিভেন স্মিথের অপরাজিত ৬৩ রান ফিনিশিং টাচ দেয়, এর মাধ্যমে অস্ট্রেলিয়া ৪৪ দশমিক ৪ ওভারে তাদের জয়ের লক্ষ্য পূরণ করে।
মাত্র দুটি জয় ও সাতটি পরাজয় নিয়ে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান (যার বিশ্বকাপ অভিযান শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর শেষ হয়েছিল) মন্তব্য করেছিলেন, এই বিশ্বকাপটি বাংলাদেশের সবচেয়ে বাজে স্মৃতি হিসেবে স্মরণ করা হবে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
আইসিসি বিশ্বকাপ ২০২৩: টস জিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া
৭৭৮ দিন আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের
আইসিসি বিশ্বকাপে শনিবার (১১ নভেম্বর) পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
আজকের ম্যাচে জয় পেতে দুই দলই একটি মরিয়া হয়ে আছে।
২০১৯ সালের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড এবারের বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বিশাল পরাজয় দিয়ে। ইংল্যান্ড এ পর্যন্ত আট ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে।
পাকিস্তানও টুর্নামেন্টে টিকে থাকতে লড়ছে। আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের পরাজয় এবং চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে এক উইকেটের পরাজয়সহ টানা চার ম্যাচে হেরেছে বাবর আজমের দল।
পাকিস্তান এ পর্যন্ত চার ম্যাচে জয় পেয়ে আট পয়েন্ট পেয়েছে।
ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ায় নেট রান রেটে তালিকায় চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ হারিয়ে স্পষ্টতই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ল পাকিস্তান।
ইংলিশ অধিনায়ক জস বাটলার ইডেন গার্ডেনে প্রথমে ব্যাট করতে চেয়েছেন এবং পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে শক্তিশালী স্কোর গড়ার আশা করেছেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ
বাটলার বলেন, ‘মাথা উঁচু করে ভারত ছাড়তে চাই।’
ডেভিড উইলির এটিই শেষ আন্তর্জাতিক ওয়ানডে, এই বিশ্বকাপের পর তিনি অবসরের ঘোষণা দিয়েছেন।
বাটলার বলেন, ‘ডেভিড উইলির জন্য একটি আবেগপূর্ণ দিন, তাই আমরা এই দিনটি উপভোগ করার এবং এটি জেতার সব ধরনের চেষ্টা করার বিষয়ে কথা বলেছি।’
ইংল্যান্ড তাদের অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে, যারা শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে তার পাঁচ ম্যাচের পরাজয়ের ধারা শেষ করেছে।
অন্যদিকে, পাকিস্তান ফের লেগস্পিনার শাদাব খানকে দলে নিয়েছে। তিনি চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং ফাস্ট বোলার হাসান আলীর জায়গায় দলে এসেছেন।
আরও পড়ুন: পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে নারী ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ
নারী ওয়ানডে সিরিজ: শুক্রবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ
৭৭৮ দিন আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ
শনিবার ভারতের পুনেতে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
এই ম্যাচের আগে বাংলাদেশ ৮টি ম্যাচে অংশ নিয়েছে। যার ৬টিতে পরাজিত হয়েছে। টাইগাররা জয় পেয়েছে উপমহাদেশের প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে।
এই ম্যাচে সাকিব আল হাসান নেই। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে আঙুলে চোট পেয়ে দলের বাইরে বাংলাদেশের নিয়মিত ওয়ানডে অধিনায়ক।
তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের ওয়ানডে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগের বিশ্বকাপে ৩ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েও জয় নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব
আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইনজুরিতে থাকা সাকিবের বদলি খেলবেন এনামুল হক
৭৭৯ দিন আগে
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে নারী ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ
রাজধানীর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (১০ নভেম্বর) তিন ম্যাচের নারী ওয়ানডে সিরিজে সফরকারী পাকিস্তান নারী দলকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এর মধ্যদিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এর আগে, গত মাসে প্রথমবারের মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ নারী দল পাকিস্তানের বিপক্ষে তাদের ঐতিহাসিক নারী টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল।
শেষ ওয়ানডেতে পাকিস্তান দল টস জিতে প্রথমে ব্যাট করে এবং নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটিতে পাকিস্তান ১৯ দশমিক ২ ওভারে ৬৫ রান তুলেছিল।
ওপেনার দিদরা আমীন ম্যাচের সর্বোচ্চ রানকারী হিসেবে ১৪৩ বলে অপরাজিত ৮৪ রান করেন এবং অপর ওপেনার সাদাফ শামাস ৬১ বলে ৩১ রান করেন।
এ ছাড়া, মুনিবা আলী ১৪ এবং টেইলেন্ডার ডায়ানা বেগ ১১ রান করেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাহিদা আক্তার। তিনি ২৬ রানে তিন উইকেট নেন।
আরও পড়ুন: নারী ওয়ানডে সিরিজ: শুক্রবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ
রাবেয়া খান ৩৫ রানে দুটি উইকেট নেন এবং ঝর্ণা আক্তার, নিশিতা আক্তার ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নেন।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ নারী দল ৪৫ দশমিক ৪ ওভারে তিন উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত ১৬৭ রান সংগ্রহ করে। বাংলাদেশের নারী দল উদ্বোধনী জুটিতে রেকর্ড ১২৫ রান করে।
নারীদের ওয়ানডেতে বাংলাদেশের আগের ওপেনিং জুটির রেকর্ড ছিল শুকতারা রহমান ও শারমিন আক্তারের ১১৩ রান।
ওপেনার ফারজানা হক ১১৩ বলে পাঁচটি ছক্কায় দলের সর্বোচ্চ ৬২ রান করেন এবং ম্যাচ সেরা নির্বাচিত হন। অপর ওপেনার মুর্শিদা খাতুন ১০৬ বলে ৫৪ রান করেন।
সাত উইকেট শিকারি বাংলাদেশের নাহিদা আক্তার সিরিজ সেরা নির্বাচিত হন।
৩৭ দশমিক ১ ওভারে ১২৮ রানে তৃতীয় উইকেট হারানোর পর মিডল অর্ডারে নামা সোবহানা মোস্তারি (১৯ রানে অপরাজিত) এবং অধিনায়ক নিগার সুলতানা (১৮ রানে অপরাজিত) দলকে পাকিস্তানের বিরুদ্ধে তাদের স্বপ্নের সিরিজ জয়ের পথ দেখান।
২৭ রানে ২ উইকেট নেন নাশ্রা সান্ধু।
এর আগে গত শনিবার একই ভেন্যুতে প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে যায় পাকিস্তান দল।
কিন্তু, গত মঙ্গলবার ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতেও পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় আনে স্বাগতিক বাংলাদেশ।
আরও পড়ুন: নারী ওয়ানডে সিরিজ: দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে বাঘিনীদের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়
৭৭৯ দিন আগে
বিসিবিকে বিদায় জানালেন বাংলাদেশ দলের পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস
বাংলাদেশ ক্রিকেট দলের দীর্ঘদিনের পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেকারন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর থাকছেন না।
শুক্রবার (১০ নভেম্বর) ভারতীয় এই বিশ্লেষক জানিয়েছেন তিনি আর বিসিবির সঙ্গে যুক্ত থাকবেন না।
আগামীকাল শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশের শেষ ম্যাচের মাধ্যমে তিনি তার দায়িত্ব শেষ করবেন।
শ্রীনিবাস ২০১৮ সালে বাংলাদেশ দলে যোগ দেন এবং তখন থেকেই তিনি এর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালান ডোনাল্ড
শ্রীনিবাস তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর আমি ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানাচ্ছি!!’
তিনি আরও লিখেছেন, ‘এটি শিক্ষা, স্মৃতি, উত্থান-পতনে পূর্ণ একটি যাত্রা। তবে বাকি জীবন আমি আমার হৃদয়ে এই স্মৃতি লালন করব।’
শ্রীনিবাস ২৫টি টেস্ট, ৭৫টি টি-টোয়েন্টি এবং ৮৩টি ওয়ানডেতে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইনজুরিতে থাকা সাকিবের বদলি খেলবেন এনামুল হক
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব
৭৮০ দিন আগে
বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালান ডোনাল্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আর যুক্ত থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শেষে ঢাকায় ফিরবেন না বলে সাফ জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার বিশ্বকাপ ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সিদ্ধান্তের সমালোচনা করে বিতর্কের মুখে পড়েন দক্ষিণ আফ্রিকার সাবেক সুপারস্টার ডোনাল্ড।
আরও পড়ুন: নারী ওয়ানডে সিরিজ: দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো কোনো ব্যাটসম্যানকে টাইমড আউট করার ঘটনা ঘটল, যা ক্রিকেট মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ যুক্তি দিচ্ছেন এই পদক্ষেপটি ক্রিকেটের আইনের মধ্যে আছে। আবার অন্যরা যুক্তি দিচ্ছেন আইনি সবকিছুই যে নৈতিকভাবে সঠিক হবে তা নাও হতে পারে।
এই ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ডোনাল্ড বলেন, তিনি বাংলাদেশকে এমন এক দল হিসেবে বিবেচনা করেন, যাদের এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া উচিৎ নয়। তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে, আমরা সেরকম দল নই।’
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইনজুরিতে থাকা সাকিবের বদলি খেলবেন এনামুল হক
চলে যাওয়ার বিষয়ে তার মন্তব্য জনসমক্ষে প্রচারের পর বিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। মনে হচ্ছে ডোনাল্ড এটিকে হালকাভাবে নেননি। কারণ ভারত থেকে সরাসরি দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন।
২০২২ সালের মার্চে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ডোনাল্ড এবং ইবাদত হোসেন ও তাসকিন আহমেদের মতো খেলোয়াড়সহ পেস অ্যাটাকের মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন: নারী ওয়ানডে সিরিজ: শুক্রবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ
৭৮০ দিন আগে