ক্রিকেট
নারী ও পুরুষ খেলোয়াড়দের জন্য সমান বেতন ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের
ভারতের ক্রিকেট বোর্ড পুরুষ ও নারী খেলোয়াড়দের জন্য সমান বেতন ঘোষণা করেছে। তরুণ নারী খেলোয়ারদের উদ্বুদ্ধ করার জন্য এটিকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে বোর্ডের এই সিদ্ধান্তকে।
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এক টুইটে এ সিদ্ধান্ত জানায়।
এখন পর্যন্ত শীর্ষ ক্যাটাগরির পুরুষ ক্রিকেটাররা নারীদের তুলনায় ম্যাচপ্রতি অনেক বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন।
বিসিসিআই সচিব জয় শাহ টুইটে জানান, বৈষম্য মোকাবিলায় @BCCI (বিসিসিআই-এর টুইটার অ্যাকাউন্ট) এর প্রথম পদক্ষেপ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। আমরা আমাদের চুক্তিবদ্ধ @BCCIWomen (বিসিসিআই নারী-এর টুইটার অ্যাকাউন্ট) ক্রিকেটারদের জন্য বেতন সমতা নীতি বাস্তবায়ন করছি।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল দ. আফ্রিকা
তিনি আরও বলেন, ভারতীয় ক্রিকেটে লিঙ্গ সমতার নতুন যুগে পদার্পণ করার সময় পুরুষ ও মহিলা ক্রিকেটারদের ম্যাচ প্রতি পারিশ্রমিক একই হবে।
শাহ বলেন, নারী ক্রিকেটারদের পুরুষদের মতোই পারিশ্রমিক দেয়া হবে। তারা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য যথাক্রমে ১৫ লাখ, ছয় লাখ ও তিন লাখ ভারতীয় রুপি পাবেন। বেতন সমতা নীতি নারী ক্রিকেটারদের প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং আমি তাদের সমর্থনের জন্য শীর্ষ কাউন্সিলকে ধন্যবাদ জানাই।
সাবেক ভারতীয় অলরাউন্ডার রজার বিনি ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের প্রধান হিসেবে সৌরভ গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হওয়ার মাত্র ১০ দিন পরে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
দুইশ’ কোটি মার্কিন ডলার অর্থ নিয়ে বিসিসিআই হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা। যা বিশ্ব ক্রিকেট অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে।
বিনি ঐতিহাসিক ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়ার। তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে মোট ২৭টি টেস্ট ও ৭২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাকে একজন বিচক্ষণ অলরাউন্ডার হিসেবে গণ্য করা হতো।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: রুশোর সেঞ্চুরিতে দ. আফ্রিকার বিশাল সংগ্রহ
টি-২০ বিশ্বকাপ ২০২২: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে মিরাজ
১১৫৮ দিন আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল দ. আফ্রিকা
সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
২০৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার পক্ষে অ্যানরিচ নর্টজে ১০ রানে চার উইকেট নেন। এছাড়া তাবরেজ শামসি ২০ রানে তিনটি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: রুশোর সেঞ্চুরিতে দ. আফ্রিকার বিশাল সংগ্রহ
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে অধিনায়ক টেম্বা ভাবুমাকে হারালেও রাইলি রুশোর সেঞ্চুরিতে ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৫ রানের বিশাল স্কোর করে দক্ষিণ আফ্রিকা।
রুশো সাত চার ও আট ছয়ে ৫৪ বলে ১০৭ রানের চমৎকার ইনিংস খেলেন। এছাড়া ওপনোর কুইন্টন ডি কক সাত চার ও তিন ছয়ে ৩৮ বলে ৬৩ রান করেন।
বাংলাদেশের পক্ষে সাকিব দুটি, তাসকিন, আফিফ ও হাসান মাহমুদ একটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে মিরাজ
টি-২০ বিশ্বকাপ ২০২২: পেসারদের ওপর আস্থা বেড়েছে সাকিবের
১১৫৯ দিন আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: রুশোর সেঞ্চুরিতে দ. আফ্রিকার বিশাল সংগ্রহ
সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে অধিনায়ক টেম্বা ভাবুমাকে হারালেও রাইলি রুশোর সেঞ্চুরিতে ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৫ রানের বিশাল স্কোর করে তারা।
রুশো সাত চার ও আট ছয়ে ৫৪ বলে ১০৭ রানের চমৎকার ইনিংস খেলেন। এছাড়া ওপনোর কুইন্টন ডি কক সাত চার ও তিন ছয়ে ৩৮ বলে ৬৩ রান করেন।
বাংলাদেশের পক্ষে সাকিব দুটি, তাসকিন, আফিফ ও হাসান মাহমুদ একটি করে উইকেট শিকার করেন।
১১৫৯ দিন আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে মিরাজ
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার অন্যান্য মাঠের তুলনায় সিডনিতে স্পিানাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। সেইজন্য দু’দুলই তাদের একাদশে একজন করে বাড়তি স্পিনার যুক্ত করেছে।
বাংলাদেশ একাদশে ইয়াসির আলীর পরিবর্তে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ অন্তর্ভুক্ত হয়েছেন।
অপরদিকে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির পরিবর্তে স্পিনার তাবরেজ শামসিকে নেয়া হয়েছে।
২৪ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নেদারল্যান্সেকে ৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। তবে খারাপ আবহাওয়ার কারণে জিম্বাবুয়ের সঙ্গে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল।
পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: পেসারদের ওপর আস্থা বেড়েছে সাকিবের
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি
১১৫৯ দিন আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: পেসারদের ওপর আস্থা বেড়েছে সাকিবের
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তাসকিন আহমেদ। একই ম্যাচে তরুণ পেসার হাছান মাহমুদও ভালো করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, আশা করি বিশ্বকাপে পেসাররা এভাবেই পারফর্ম করে যাবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘তাসকিন আমাদের দলের একজন অন্যতম নেতা। মাশরাফি জাতীয় দল ছাড়ার পর গত কয়েক বছরে তাসকিনের অনেক উন্নতি হয়েছে। তিন ফরম্যাটেই আমাদের দুর্দান্ত পেস-বোলিং আক্রমণ রয়েছে। আশা করি বিশ্বকাপেও তারা একই ধারা অব্যাহত রাখবে।’
হোবার্টে শেষ ম্যাচে বাংলাদেশ ঠাণ্ডা পরিবেশে খেলতে হলেও সিডনিতে ভালো আবহাওয়া পেতে যাচ্ছে। এটি টাইগারদের আরও ভালো পারফর্ম করতে সাহায্য করতে পারে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হারল ইংল্যান্ড
একই ভেন্যুতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০ রানের বিশাল সংগ্রহ করেছিল। সিডনির উইকেট ব্যাটসম্যানদের জন্য সহয়াক হবে বলে মনে করা হচ্ছে। টস জেতা বড় ভূমিকা রাখতে পারে।
তবে টস জেতা বা না নিয়ে আলোচনায় সাকিবকে আগ্রহী মনে হয়নি।
টস খেলায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘টস আমাদের হাতে নেই, আমরা এই ম্যাচটি জেতার জন্য খেলবো, প্রথমে যাই করি না কেন আমাদের ভালো খেলতে হবে-সেটা বোলিং বা ব্যাটিং হোক।’
খারাপ আবহাওয়ার কারণে জিম্বাবুয়ের সঙ্গে গত ম্যাচে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে হেরে গেলে ইভেন্টের পরবর্তী পর্বে খেলার সুযোগ তাদের সঙ্কুচিত হয়ে যাবে। সাকিব বলছেন, এই পরিস্থিতি দক্ষিণ আফ্রিকা আক্রমণাত্বক ক্রিকেট খেলবে।
বাংলাদেশ অধিনায়ক মনে করেন, সিডনির মাঠে স্পিনাররা কিছুটা সহায়তা পেতে পারেন। অধিনায়কের কথায় এটা স্পষ্ট যে পরের ম্যাচে অতিরিক্ত স্পিনার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে ইয়াসির আলীর জায়গায় মেহেদি হাসান মিরাজ একাদশে ঢুকতে পারেন।
এই ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ সাতটি টি-টোয়েন্টি খেলেছে। তার মধ্যে কোনো ম্যাচেই জয়লাভ করতে পারেনি বাংলাদেশ। তবে এবার বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে, বিশেষ করে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টাইগাররা জয়ের ধারা অক্ষুণ্ণ রাখতে আত্মবিশ্বাসী।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ: নেদারল্যান্ডসকে চেপে ধরেছে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ ২০২২: আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
১১৬০ দিন আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হারল ইংল্যান্ড
বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরেছে ইংল্যান্ড।
আয়ারল্যান্ডের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১০৫ রান করে ইংল্যান্ড। এরপর বৃষ্টি নামায় ডিএল নিয়মে ইংল্যান্ডের তখন প্রয়োজন ছিল ১১০ রান। ফলে ম্যাচটি ইংল্যান্ড পাঁচ রানে হেরে যায়।
এর আগে মেলবোর্নে টস হেরে প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৭ রান করে আইরিশরা। দলের পক্ষে আধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি ৪৭ বলে সর্বোচ্চ ৬২ রান করেন।
আরও পড়ুন: বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরেছে ইংল্যান্ড
ইংল্যান্ডের মার্ক উড লিয়াম ও লিভিংস্টোন তিনটি করে এবং স্যাম কারেন দুটি উইকেট শিকার করেন।
জবাবে ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো রান না করেই আউট হন অধিনায়ক জস বাটলার। ডেভিড মালান করেন ৩৫ রান। এছাড়া মঈন আলী ২০ রানে অপরাজিত ছিলেন।
আইরিশদের জশুয়া লিটল দুটি উইকেট নিয়েছেন।
সুপার টুয়েলভে আগের ম্যাচে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপ যাত্রা করেছিল ইংল্যান্ড। অপরদিকে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে সুপার টুয়েলভ মিশন শুরু করে আইরিশরা।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
টি-২০ বিশ্বকাপ ২০২২: নেদারল্যান্ডসকে ৯ রানে হারাল বাংলাদেশ
১১৬০ দিন আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে মেলবোর্নে বুধবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ড মুখোমুখি হয়েছে।
টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
সুপার টুয়েলভে আগের ম্যাচে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপ যাত্রা করে ইংল্যান্ড। অপরদিকে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে সুপার টুয়েলভ মিশন শুরু করেছে আইরিশরা।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক ও অধিনায়ক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড
আয়ার্যলান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল
১১৬০ দিন আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: নেদারল্যান্ডসকে ৯ রানে হারাল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার হোবার্টে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলিন অ্যাকারম্যানের ৬২ রান স্বত্ত্বেও ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে ডাচরা।
বাংলাদেশের পক্ষে পেসার তাসকিন আহমেদ ২৫ রানে চারটি, হাসান মাহমুদ ১৫ রানে দুটি উইকেট নেন।
এর আগে আট উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ।
দলের পক্ষে দুই চার ও দুই ছয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন। এছাড়া ওপেনার নাজমুল শান্ত ২০ বলে ২৫ রান করেন।
শেষে দিকে মোসাদ্দেক হোসেন ১২ বলে ২০ রান করে বাংলাদেশকে সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন।
ডাচদের হয়ে পল ভ্যান মিকারেন ও ডি লিডে দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে তাসকিন আহমেদের প্রথম ওভারেই দুই উইকেট হারায় নেদারল্যান্ডস। পরে ডাচদের দুই ব্যাটারকে রান আউট করে চেপে ধরে টাইগাররা।
পঞ্চম উইকেটে স্কট এডওয়ার্ডস ও অ্যাকারম্যান ৪৪ রানের জুটি গড়েন, তবে এটি ডাচদের জয়ের জন্য যথেষ্ট ছিল না।
১৯তম ওভারে মুস্তাফিজুর রহমান মাত্র আট রান দিয়ে নেদারল্যান্ডসের জন্য জয় কঠিন করে তোলেন। শেষ ওভারে নেদারল্যান্ডসের ২৪ রান প্রয়োজন ছিল। সৌম্য সরকার সেই ওভারে ওভারে ১৪ রান দিয়ে একটি উইকেট নেন।
শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে।
২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
পড়ুন: টি-২০ বিশ্বকাপ: নেদারল্যান্ডসকে চেপে ধরেছে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ ২০২২: প্রথম ২ বলে ২ উইকেট তাসকিনের
টি-২০ বিশ্বকাপ ২০২২: ডাচদের ১৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
১১৬২ দিন আগে
টি-২০ বিশ্বকাপ: নেদারল্যান্ডসকে চেপে ধরেছে বাংলাদেশ
বাংলাদেশের দেয়া ১৪৪ রানের জবাবে তাসকিন আহমেদের প্রথম ওভারেই দুই উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। পরে ডাচদের দুই ব্যাটারকে রান আউট করে চেপে ধরেছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৫ ওভারে ৬৬ রানে ছয় উইকেট হারিয়েছে ডাচরা। জিততে হলে তাদের ৪৩ বলে আরও ৭৯ রান করতে হবে। আর বাংলাদেশের প্রয়োজন মাত্র চারটি উইকেট।
এর আগে আট উইকেটে ১৪৪ রান করেছে বাংলাদেশ।
দলের পক্ষে দুই চার ও দুই ছয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন। এছাড়া ওপেনার নাজমুল শান্ত ২০ বলে ২৫ রান করেন।
ডাচদের হয়ে পল ভ্যান মিকারেন ও ডি লিডে দুটি করে উইকেট শিকার করেন।
ওপেনারদের ভালো শুরুর পরও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে ৪৩ রান করে। কিন্তু ষষ্ঠ ওভারের প্রথম বলে পল ভ্যান মিকেরেন বোল্ড হয়ে ১৪ বলে ১৪ রান করা সৌম্যকে হারায় বাংলাদেশ।এরপর পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভারের প্রথম বলে ভালো খেলতে থাকা শান্তকেও (২০ বলে ২৫) হারায় বাংলাদেশ।
ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন লিটন। ভ্যান বিনের একটি শর্ট বলে অফে ক্লিয়ার করতে গিয়ে ধরা পড়েন লিটন।
শারিজ আহমেদের শিকার হয়েছেন সাকিব। বাঁ-হাতি ব্যাটার বড় শট খেলার চেষ্টা করলেও ডি লিড ডিপ মিডউইকেটে বাউন্ডারিতে অসামান্য ক্যাচ নেন।
শেষ দিকে মোসাদ্দেক হোসেন ১২ বলে ২০ রান করে বাংলাদেশকে সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন।
১১৬২ দিন আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: প্রথম ২ বলে ২ উইকেট তাসকিনের
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই বলে দুই উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। প্রথমে বাঁহাতি ব্যাটারর বিক্রমজিত সিংকে পরের বলে ডানহাতি বাস ডি লিডে তুলে নিয়ে দারুণ সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে।
এর আগে নেদারল্যান্ডসকে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
দলের পক্ষে দুই চার ও দুই ছয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন। এছাড়া ওপেনার নাজমুল শান্ত ২০ বলে ২৫ রান করেন।
ডাচদের হয়ে পল ভ্যান মিকারেন ও ডি লিডে দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনারদের ভালো শুরুর পরও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে ৪৩ রান করে। কিন্তু ষষ্ঠ ওভারের প্রথম বলে পল ভ্যান মিকেরেন বোল্ড হয়ে ১৪ বলে ১৪ রান করা সৌম্যকে হারায় বাংলাদেশ।এরপর পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভারের প্রথম বলে ভালো খেলতে থাকা শান্তকেও (২০ বলে ২৫) হারায় বাংলাদেশ।
ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন লিটন। ভ্যান বিনের একটি শর্ট বলে অফে ক্লিয়ার করতে গিয়ে ধরা পড়েন লিটন।
শারিজ আহমেদের শিকার হয়েছেন সাকিব। বাঁ-হাতি ব্যাটার বড় শট খেলার চেষ্টা করলেও ডি লিড ডিপ মিডউইকেটে বাউন্ডারিতে অসামান্য ক্যাচ নেন।
শেষের দিকে মোসাদ্দেক হোসেন ১২ বলে ২০ রান করে বাংলাদেশকে সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন।
১১৬২ দিন আগে