এশিয়া
মিয়ানমারে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৬৮
মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে পৌঁছেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আরও অন্তত ৮৮ জন নিখোঁজ রয়েছে বলে ওইদিন রাতে জানিয়েছে দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের তথ্য দল।
ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় মিয়ানমারের নাইপিদো, কায়াহ, কায়িন, বাগো, মাগওয়ে, মান্দালয়, শান ও আইয়ারওয়াদিসহ একাধিক অঞ্চল ও রাজ্যে বন্যা দেখা দিয়েছে।
আরও পড়ুন: মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২৬
বন্যায় রাস্তাঘাট, সেতু, ঘরবাড়ি, অফিস, স্কুল ও অন্যান্য ভবন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে তথ্য প্রদানকারী দলটি।
নিহতদের পরিবারকে নগদ সহায়তা এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রার ভিত্তিতে আরও সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করেছে দেশটির সরকার।
৪৬৬ দিন আগে
ফিলিপাইনে মৌসুমি ঘূর্ণিঝড়ে নিহত ২০, নিখোঁজ ১৪
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং সাম্প্রতিক দুটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফেরদি ও জেনারের প্রভাবে ফিলিপাইনে অন্তত ২০ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আরও অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিল (এনডিআরআরএমসি) জানিয়েছে, দেশের পাঁচটি অঞ্চলে ২০ জনের মৃত্যুর খবর তারা পেয়েছে এবং প্রকৃত নিহতের সংখ্যা এখনও যাচাই করা হচ্ছে।
গত সপ্তাহ থেকে পালাওয়ান প্রদেশসহ ফিলিপাইনের কিছু অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্যা দেখা দিয়েছে।
এনডিআরআরএমসি জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশের ১২টি অঞ্চলের প্রায় ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝড়ে ৯৩০টি বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি টাইফুন আঘাত হানে।
আরও পড়ুন: সুপার টাইফুন ইয়াগি: ফিলিপাইনের ১৫ জেলে নিখোঁজ
৪৬৬ দিন আগে
উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ২৭৫ কিলোমিটার পশ্চিমে ফিরোজাবাদ জেলার শিকোহাবাদের নৌশেরা এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে যে বাড়ি থেকে কারখানাটি চলছিল, সেটি ভেঙে পড়ে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসে ৫ তীর্থযাত্রী নিহত
এ ঘটনায় পুলিশ মামলা করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন।
ভারতীয় আতশবাজি কারখানা ও দোকানগুলোতে প্রায়ই এ ধরনের বিস্ফোরণ ঘটে থাকে। মালিকরা সাধারণত সুরক্ষা মান উপেক্ষা করায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
৪৬৭ দিন আগে
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২৬
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৭৭ জন।
মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের ইনফরমেশন টিম সোমবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বন্যায় দেশটির অর্ধশতাধিক শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চল ও প্রদেশগুলোর মধ্যে রয়েছে- কায়াহ, কায়িন, বাগো, মাগওয়ে, মান্দালয়, মন, শান, আইয়ারওয়াদি ও নাইপিদো।
বন্যা দুর্গতদের জন্য মোট ৪৩৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার পর্যন্ত বন্যায় ২ হাজার ১১৬টি বাড়িঘর, ১১৭টি বিভাগীয় ভবন, এক হাজার ৪০টি স্কুল, ৩৮৬টি ধর্মীয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে ৬ লাখ ৪৩ হাজার ৮১ একর জমির ফসল। মারা গেছে ১ লাখ ২৮ হাজার ৩৪৪টি গবাদি পশু।
উল্লেখ্য, টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।
৪৬৮ দিন আগে
মিয়ানমারে ভয়াবহ বন্যায় ৭৪ জনের মৃত্যু, নিখোঁজ ৮৯
টাইফুন ইয়াগির প্রভাবে মিয়ানমারে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ৭৪ জন নিহত ও ৮৯ জন নিখোঁজ রয়েছে।
রবিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এক প্রতিবেদনে জানিয়েছে, বন্যায় নাইপিদো, বাগো, মান্দালয় ও আইয়াওয়াদির ৬৪টি শহরতলির ৪৬২টি গ্রাম ও ওয়ার্ডসহ মন, কায়িন ও শান প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: টাইফুন ইয়াগি: ভিয়েতনামে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩
বন্যা কবলিত এলাকায় ২৪টি সেতু, ৩৭৫টি স্কুল, একটি মঠ, পাঁচটি বাঁধ, চারটি প্যাগোডা, ১৪টি ট্রান্সফরমার, ৪৫৬টি ল্যাম্পপোস্ট ও ৬৫ হাজার ৭৫৯টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দুর্যোগ মোকাবিলায় নাইপিদোসহ বিভিন্ন প্রদেশ ও অঞ্চলগুলোতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, খাবার ও পানীয় জল সরবরাহের জন্য অস্থায়ী ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্যায় ৪০ প্রাণহানি, ৪ লাখ ১৪ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
৪৭০ দিন আগে
টাইফুন ইয়াগি: ভিয়েতনামে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩
ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় শুক্রবার উদ্ধারকর্মীরা আরও মৃতদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম হতাহতের এই তথ্য জানিয়েছে।
রাজধানী হ্যানয়ের ফেঁপে ওঠা লোহিত নদী থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু উত্তরাঞ্চলের অনেক এলাকা এখনো তলিয়ে রয়েছে। বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন বর্তমান থেকে মুক্তি পেতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
টাইফুন ইয়াগি শনিবার স্থলভাগে আঘাত হানার পর ভারী বৃষ্টিপাতের ফলে বিশেষ করে ভিয়েতনামের পার্বত্য উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। সারা দেশে এখনও ১০৩ জন নিখোঁজ রয়েছেন। আর আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি মানুষ।
আরও পড়ুন: টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩, নিখোঁজ শতাধিক
হ্যানয়ের উপকণ্ঠের একটি গ্রামের বাসিন্দা নগুয়েন থি লোন সোমবার বন্যার পানি বেড়ে যাওয়ায় তড়িঘড়ি করে নিরাপদে সরে গিয়েছিলেন। তিনি আবার বাড়িতে ফিরে এসেছেন। আ লাক গ্রামের বেশিরভাগ অংশ এখনও পানির নিচে। তিনি ক্ষয়ক্ষতির হিসাব করছিলেন আর ভাবছিলেন- তিনি এবং অন্যরা কীভাবে তাদের জীবন-জীবিকা চালাবেন।
তিনি বলেন, 'বন্যা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।‘আমাদের ধানের ফসল নষ্ট হয়ে গেছে এবং বাড়িতে ওয়াশিং মেশিন, টিভি এবং ফ্রিজের মতো বৈদ্যুতিক সরঞ্জাম পানির নিচে রয়েছে।’
আরও পড়ুন: টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহত বেড়ে ২২৬
৪৭১ দিন আগে
মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে দেওয়াল ধসে নিহত ৭
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে দুটি ঘরের দেওয়াল ধসে এক পরিবারের সাত সদস্য নিহত হয়েছে। ওই ঘটনায় আরও দুজনকে জীবীত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৪০৯ কিলোমিটার উত্তরে দাতিয়া জেলার খালকাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সন্দীপ মাকিন বলেন, রাজগড় দুর্গের ৪০০ বছরের পুরনো একটি দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রাচীরটি খুব বড় ব্লক দিয়ে গঠিত। দুদিনের বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাতের কারণে এর কাঠামো দুর্বল হয়ে একসময় তা ধসে পড়ে।
আরও পড়ুন: বন্যায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ২২ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ১৭ লাখ
৪৭২ দিন আগে
৬ মাস কারাভোগের পর দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জামিনে মুক্ত
নয়া দিল্লির মুখ্যমন্ত্রী ও প্রভাবশালী বিরোধী দলীয় নেতা অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতের সর্বোচ্চ আদালত তাকে জামিন দেন।
কেজরিওয়াল প্রায় ছয় মাস আগে জাতীয় নির্বাচনের আগে একজন মদ বিতরণকারীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া তাকে জামিন দেন।
নয়া দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি বা কমন ম্যানস পার্টির নেতা কেজরিওয়াল। তিনি গত এক দশকের মধ্যে ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের একজন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচক।
জাতীয় নির্বাচনের কয়েক সপ্তাহ আগে মার্চ মাসে কেজরিওয়ালকে প্রথম গ্রেপ্তার করা হয়। তিনি তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলোকে অস্বীকার করেছেন এবং সেগুলোকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেছেন।
বিরোধী দলগুলোর একটি বিস্তৃত জোট ‘ইন্ডিয়া’র অংশ তার দল। জোটটি গত জুন মাসে শেষ হওয়া নির্বাচনে মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল।
কেজরিওয়ালের গ্রেপ্তারকে মোদি সরকারের বিরোধীদের দমনের একটি পদক্ষেপ হিসেবে ব্যাপকভাবে নিন্দা করেছিল বিরোধী দলগুলো। তারা সরকারকে তার রাজনৈতিক বিরোধীদের হয়রানি ও দুর্বল করার জন্য ফেডারেল তদন্ত সংস্থাগুলোর অপব্যবহারের অভিযোগ করেছে। নির্বাচনের কয়েক মাস আগে প্রধান বিরোধী নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান, গ্রেপ্তার ও দুর্নীতির তদন্তের দিকে ইঙ্গিত করেছিল বিরোধী দলের নেতারা।
গত ২ জুন কারাগারে ফেরার আগে নির্বাচনে প্রচারণার জন্য কেজরিওয়ালকে মে মাসে অস্থায়ীভাবে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। জুলাই মাসে সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তী জামিন দিলেও অন্য একটি সরকারি সংস্থা আরেকটি মামলায় তাকে ফের গ্রেপ্তার করে তার মুক্তিকে আটকে দেয়। শুক্রবার ওই মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন: ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসে ৫ তীর্থযাত্রী নিহত
সরকারি সংস্থাগুলোর অভিযোগ, কেজরিওয়ালের দল ও মন্ত্রীরা প্রায় দুই বছর আগে বেসরকারি সংস্থাগুলোকে আরও বেশি লাভের সুযোগ করে দিতে নয়া দিল্লিতে মদ বিক্রয় নীতি সংশোধনের বিনিময়ে এক মদ বিতরণকারীর কাছ থেকে ১০০ কোটি রুপি (১ কোটি ২০ লাখ ডলার) ঘুষ নিয়েছেন।
কেজরিওয়ালের মুক্তি তার দলকে চাঙ্গা করবে এবং দলটি আগামী বছরের ফেব্রুয়ারিতে নয়া দিল্লিতে নতুন নির্বাচনে অংশ নেবে।
ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা ও প্রশাসনকে দুর্নীতি ও অদক্ষতা থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে প্রাক্তন সরকারি কর্মকর্তা কেজরিওয়াল ২০১২ সালে আম আদমি পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।
দলটির প্রতীক ‘একটি ঝাড়ু’। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে কেজরিওয়ালের প্রতিশ্রুতি নয়া দিল্লির বাসিন্দাদের মনে আলোড়ন তুলে। লাগামহীন মুদ্রাস্ফীতি ও ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিরক্ত ছিল দিল্লিবাসী
আরও পড়ুন: ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেপ্তার ৫
৪৭২ দিন আগে
টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩, নিখোঁজ শতাধিক
ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগি ও এর কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি এবং নিখোঁজ ১০৩ জন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
হ্যানয়ে রেড নদীতে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনও অনেক এলাকা তলিয়ে আছে।
গত শনিবার স্থলভাগে আঘাত হানে টাইফুন ইয়াগি। এক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের ফলে বিশেষ করে ভিয়েতনামের পার্বত্য উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।
দেশটির লাও কাই প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার আকস্মিক বন্যায় প্রদেশটির লাং নু গ্রাম পুরো তলিয়ে গেছে।
শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস সংবাদপত্র জানায়, লাং নু থেকে ৪৮ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং আরও ৩৯ জন নিখোঁজ রয়েছে। গ্রামটিতে সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় উদ্ধারকার্য চালাতে ভারী সরঞ্জাম আনা অসম্ভব হয়ে পড়েছে। প্রায় ৫০০ উদ্ধারকর্মী গ্রামটিতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ফাম মিন চিন প্রতিশ্রুতি দেন, ‘তারা নিখোঁজদের সন্ধানে পিছপা হবেন না।’
চীনের সীমান্তবর্তী আরেক উত্তরাঞ্চলীয় প্রদেশ কাও বাংয়ে ভূমিধসের চার দিন পর শুক্রবার পর্যন্ত ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানায়, টাইফুন ও এর ফলে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বৈদ্যুতিক গাড়ি কোম্পানি ভিনফাস্ট, অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী এবং অন্যান্য ইলেকট্রনিক নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।
টাইফুন ইয়াগিতে ক্ষতিগ্রস্তদের জন্য অস্ট্রেলিয়া এরই মধ্যে ২০ লাখ ডলার সহায়তার অংশ হিসেবে মানবিক ত্রাণ সরবরাহ শুরু করেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও ২ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। শুক্রবার মার্কিন দূতাবাস জানায়, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডির মাধ্যমে ১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।
কয়েক দশকের মধ্যে ভিয়েতনামে আঘাত হানা টাইফুনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ইয়াগি।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উষ্ণতা বাড়তে থাকায় টাইফুন ইয়াগির মতো ঝড় আরও শক্তিশালী হচ্ছে। যার প্রভাবে তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে।
৪৭২ দিন আগে
আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত
আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় দাইকুন্দি প্রদেশে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত ও চারজন আহত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।
হতাহতরা দাইকুন্দি প্রদেশের বাসিন্দা ছিলেন। তারা হজযাত্রীদের স্বাগত জানাতে গিয়েছিলেন।
রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন কানি। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এদিকে বিদ্রোহী গোষ্ঠী দায়েশ বা ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
৪৭২ দিন আগে