এশিয়া
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের মুক্তির দাবিতে সমাবেশ
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে হাজার হাজার সমর্থক রবিবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে সমাবেশ করেছে। দেড় শতাধিক মামলায় এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন তিনি।
বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রধান প্রতিদ্বন্দ্বী খান এসব মামলা সত্ত্বেও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন। সমালোচক ও তার দলের লোকজন এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এ বছরের অন্যতম বৃহৎ সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও পুলিশের সঙ্গে কিছু নেতাকর্মীর সংঘর্ষ হয়।
ইমরান খানের মুখপাত্র জুলফি বুখারি এক বিবৃতিতে 'শান্তিপূর্ণ' সমাবেশে সমর্থকদের বিরুদ্ধে পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন।
এর আগে তার সমর্থকরা যাতে সমাবেশে যোগ দিতে না পারে সেজন্য কর্তৃপক্ষ শিপিং কন্টেইনার লাগিয়ে প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের শীর্ষ নির্বাচিত কর্মকর্তা আলী আমিন সমাবেশে বলেন, 'আল্লাহর ইচ্ছায়, আমরা শিগগিরই ইমরান খানের মুক্তি নিশ্চিত করব।’
তিনি তার নেতার মুক্তির জন্য সরকারকে দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন।
২০২৩ সালে দুর্নীতি মামলায় সাজা পেয়ে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন ইমরান খান।
৪৭৬ দিন আগে
ভারতের লখনৌতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮
ভারতের উত্তরাঞ্চলীয় শহর লখনৌতে ধসে পড়া একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও চারটি লাশ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। এর ফলে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের পরিবহন নগর এলাকার একটি তিনতলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনার পর প্রায় ৩০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অমিত ভার্মা গণমাধ্যমকে বলেন, ‘আটজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং প্রায় ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিচে কেউ যেন আটকা না পড়ে থাকেন, সেজন্য উদ্ধার অভিযান চলছে।’
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান ভার্মা।
১৫ বছরের পুরনো ভবনটি ওষুধের পাইকারি ব্যবসার জন্য ব্যবহৃত হতো।
গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণে আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার পর ভবনটি ধসে পড়ে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭
৪৭৬ দিন আগে
সুপার টাইফুন ইয়াগি: ভিয়েতনামের উত্তরাঞ্চলে নিহত ৯, আহত ১৮৬
ভিয়েতনামের উত্তরাঞ্চলে শনিবার বিকাল থেকে সুপার টাইফুন ইয়াগির আঘাতে এ পর্যন্ত নয়জন নিহত ও ১৮৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি ও গ্রামীণ উন্নয়ণ মন্ত্রণালয়।
গত ৩০ বছরের মধ্যে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাতে উপকূলীয় প্রদেশ কোয়াং নিনহের তিনজন, উত্তরাঞ্চলীয় হাই ডুয়ং প্রদেশে একজন, বন্দর নগরী হাই ফংয়ে একজন এবং উত্তরাঞ্চলীয় হোয়া বিন প্রদেশে চারজন নিহত হয়েছেন।
আহতদের মধ্যে কোয়াং নিনহের ১৫৭ জন, হাই ফংয়ের ১৩ জন, হ্যানয়ের ১০ জন, হাই ডুয়ংয়ের পাঁচজন এবং হোয়া বিনের একজন রয়েছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বড় বড় ঢেউ ও প্রবল বাতাসে কুয়াং নিনহে ২৫টি চালকবিহীন জাহাজ, বিশেষ করে মাছ ধরার নৌকা ডুবে গেছে।
আরও পড়ুন: সুপার টাইফুন ‘ইয়াগির’ আঘাতের কারণে ৩০০ ফ্লাইট বাতিল করবে ভিয়েতনাম
টাইফুনের আঘাতে কিছু বৈদ্যুতিক ট্রান্সফরমার ও ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কোয়াং নিনহ, হাই ফং, থাই বিনহ, হাই ডুয়ং ও হ্যানয়ের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, টাইফুনের আঘাতে দেশটির উত্তরাঞ্চলে প্রায় ৩ হাজার ৩০০ ঘরবাড়ি, ১ লাখ ২১ হাজার ৫০০ হেক্টর ধান ও অন্যান্য ফসল, পাঁচ হাজার হেক্টরের বেশি ফলের গাছ এবং এক হাজারের বেশি অ্যাকুয়াকালচার খাঁচা ধ্বংস হয়েছে।
ন্যাশনাল স্টিয়ারিং কমিটি ফর ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৫ আগস্ট পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রাকৃতিক দুর্যোগ, প্রধানত ঝড়, ভূমিধস ও বন্যায় ১১১ জন নিহত ও নিখোঁজ হয়েছে।
আরও পড়ুন: সুপার টাইফুন ইয়াগির আঘাতে চীনে ২ জনের মৃত্যু
৪৭৬ দিন আগে
উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে শুক্রবারের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় ৩৮৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে হাথরসের কাছে রাজ্য সরকার পরিচালিত একটি যাত্রীবাহী বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় গাড়িটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় ১৬ জন আহত হন এবং তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানা যায়।
রাজ্য পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আজ আরও দুই শিশুর মৃত্যু হয়েছে এবং এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।’
তিনি বলেন, ‘ভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে একটি বাসের ধাক্কায় চার নারীসহ ১৫ জন নিহত হন। আহত ১৬ জনের মধ্যে ১১ জন হাথরাসের হাসপাতালে এবং ৫ জন আলিগড়ের হাসপাতালে ভর্তি রয়েছেন।’
আরও পড়ুন: ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১২
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনের কর্মকর্তাদের ক্ষতিগ্রস্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ২ হাজার ৩৮১ মার্কিন ডলার এবং আহতদের প্রত্যেককে ৫৯৫ ডলার করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
অতিরিক্ত যাত্রী পরিবহন, রাস্তার খারাপ অবস্থা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে ভারতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, দেশটিতে প্রতি বছর প্রায় পাঁচ লাখ সড়ক দুর্ঘটনায় অন্তত দেড় লাখ মানুষ নিহত হয়।
৪৭৬ দিন আগে
এক সপ্তাহে দেশে ফিরেছে ৩০ হাজার আফগান শরণার্থী
গত সপ্তাহে পাকিস্তান, ইরান ও তুরস্ক থেকে ৩০ হাজারেরও বেশি আফগান শরণার্থী মাতৃভূমিতে ফিরে এসেছে বলে জানিয়েছে আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মুতালিব হাক্কানি বলেন, 'ফেরত আসাদের মধ্যে প্রায় আড়াই হাজার পাকিস্তান থেকে, ১৯০ জন তুরস্ক থেকে এবং বাকিরা ইরান থেকে এসেছে।’
গত এক বছরে মোট ১৭ লাখ ৮০ হাজার আফগান শরণার্থী বিদেশ থেকে দেশে ফিরেছে।
আফগান শরণার্থীদের শরণার্থী হিসেবে বিদেশে বসবাস বন্ধ করে যুদ্ধবিধ্বস্ত স্বদেশ পুনর্গঠনে অবদান রাখতে দেশে ফিরতে দীর্ঘ সময় ধরে আহ্বান জানিয়ে আসছে দেশটির তত্ত্বাবধায়ক সরকার।
৪৭৭ দিন আগে
ভারতের মণিপুরে নতুন করে সহিংসতায় নিহত ৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছে।
শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম অল ইন্ডিয়া রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ২২৯ কিলোমিটার পশ্চিমে জিরিবাম জেলার নুংচাপ্পি গ্রামে শনিবার ঘুমন্ত অবস্থায় এক বেসামরিক নাগরিককে হত্যা করা হয়।
পরে নুংচেপি এলাকায় দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়।
এর আগে শুক্রবার বিষ্ণুপুর জেলার মৈরাং শহরে বোমা বিস্ফোরণে এক বেসামরিক নাগরিক নিহত ও ছয়জন আহত হন।
শুক্রবার রাতে বিপুলসংখ্যক মানুষ একত্রিত হয়ে মণিপুর রাইফেলসের পৃথক দুটি ব্যাটালিয়ন ঘেরাও করে অস্ত্র ও গোলাবারুদ লুটের চেষ্টা করে। তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সরকারি বাহিনী।
সুবিধাবঞ্চিত আর্থ-সামাজিক গোষ্ঠীগুলোর শিক্ষা ও সরকারি চাকরির জন্য যে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়া হয়, সে তালিকায় অ-উপজাতি মেইতেই সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গত বছরের ৩ মে থেকে মণিপুরে বড় আকারের সহিংসতা শুরু হয়।
এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি নিহত এবং ১,১০০ জনেরও বেশি আহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৬০ হাজারেরও বেশি মানুষ।
এছাড়াও সহিংসতার মধ্যে রাজ্যের বিভিন্ন থানা ও পুলিশের থেকে পাঁচ হাজারের বেশি অস্ত্র লুট হয়েছে।
৪৭৭ দিন আগে
পাকিস্তানে ৪ আত্মঘাতী বোমা হামলাকারী নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সামরিক সদরদপ্তরে হামলার আগে চার আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, প্রদেশের মোহমান্দ জেলায় আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের সদর দপ্তরে হামলা চালানোর আগমুহূর্তে চার সন্ত্রাসীকে হত্যা করা হয়।
আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাসীদের দপ্তরে প্রবেশের চেষ্টা কার্যকরভাবে ব্যর্থ করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং ক্ষতি করার আগেই তাদের নিষ্ক্রিয় করা হয়।
আরও পড়ুন: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ১০ দিনে ৩৭ সন্ত্রাসী নিহত
এরপর ওই এলাকায় আরও কোনো জঙ্গি আছে কি না, সে উদ্দেশ্যে ক্লিয়ারেন্স অপারেশন চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, দেশজুড়ে কোথাও কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।
৪৭৭ দিন আগে
সুপার টাইফুন ইয়াগি: ফিলিপাইনের ১৫ জেলে নিখোঁজ
সুপার টাইফুন ইয়াগির কারণে ফিলিপাইনের ১৫ জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড (পিসিজি)।
শনিবার (৭ সেপ্টেম্বর) কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড়ের কবলে পড়ে গত ১ সেপ্টেম্বর লুজন দ্বীপের পূর্বাঞ্চলীয় ইসাবেলা প্রদেশের ফিলিপাইন রাইজের নিকটবর্তী জলসীমায় অন্য নৌকা থেকে আলাদা হয়ে যায় নিখোঁজ জেলেদের নৌকাটি।
পিসিজি জানিয়েছে, ইয়াগি এগিয়ে আসার কথা শুনে জেলেরা তাদের মাছ ধরার কার্যক্রম বন্ধ করার চেষ্টা করেছিল। ঝড়টি পরবর্তীতে একটি সুপার টাইফুনে পরিণত হয়ে শুক্রবার চীনের উপকূলে আঘাত হানে।
দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের (এনডিআরআরএমসি) মতে, এই টাইফুনের আঘাতে অন্তত ২০ প্রাণহানি হয়েছে। এছাড়া ফিলিপাইনজুড়ে এখনও কমপক্ষে ২৬ জন নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: সুপার টাইফুন ইয়াগির আঘাতে চীনে ২ জনের মৃত্যু
৪৭৭ দিন আগে
ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১২
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও প্রায় ১৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) উত্তর প্রদেশের হাথরস এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় গাড়িটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সম্প্রতি প্রয়াত এক আত্মীয়ের শোকসভায় যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগীরা।
আরও পড়ুন: নেপালে ভারতীয় বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ২৭
৪৭৭ দিন আগে
সুপার টাইফুন ইয়াগির আঘাতে চীনে ২ জনের মৃত্যু
সুপার টাইফুন ইয়াগির আঘাতে চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৯২ জন। শনিবার (৭ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
সরকারি তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত ডিং'আন কাউন্টিতে দুজন, ওয়েনচ্যাং সিটিতে ১২ জন এবং হাইকু সিটিতে ৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাতাস ও বৃষ্টিপাত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে হাইনান তার টাইফুন সতর্কতা হ্রাস করে এবং প্রদেশের ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
১৫ লাখের বেশি ক্ষতিগ্রস্ত বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনস্থাপনে ২ হাজার ২০০ কর্মীকে মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল সাতটা নাগাদ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর এক-পঞ্চমাংশেরও বেশি গ্রিডের সঙ্গে পুনরায় সংযোগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: টাইফুন আম্পিল: টোকিওতে ট্রেন ও ফ্লাইট বাতিল
সড়ক মেরামতের কাজও চলছে। অবরুদ্ধ ৮৯টি প্রধান সড়কের মধ্যে এরই মধ্যে ৫১টি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।
আশা করা হচ্ছে আজ বিকাল থেকে দ্বীপটিকে ঘিরে দ্রুতগতির রেল পরিষেবা পুনরায় শুরু হবে। আর রবিবার সন্ধ্যার মধ্যে কিয়াংঝো প্রণালীতে ফেরি পরিষেবা পুনরায় শুরু হবে।
টাইফুন ইয়াগির প্রভাব এখনো থাকার কারণে হাইকু মেইলান আন্তর্জাতিক বিমানবন্দর রবিবার দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে বন্ধ থাকবে। জনপ্রিয় পর্যটন শহর সানিয়া ফনিক্স আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার সকাল ১০টা থেকে ধীরে ধীরে ফ্লাইট পরিষেবা পুনরায় শুরু করেছে।
এদিকে, উদ্ধারকারী দলগুলো যোগাযোগ পুনরুদ্ধারের জন্য দৌড়ঝাঁপ করছে। কারণ প্রদেশজুড়ে সাড়ে ১২ হাজারের বেশি বেস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েনচ্যাং সিটির যোগাযোগ পরিষেবাগুলো।
চলতি বছরের ১১তম টাইফুন সুপার টাইফুন ইয়াগি শুক্রবার চীনে প্রথমে হাইনান ও পরে গুয়াংডং প্রদেশে আঘাত হানে।
আরও পড়ুন: সুপার টাইফুন ‘ইয়াগির’ আঘাতের কারণে ৩০০ ফ্লাইট বাতিল করবে ভিয়েতনাম
৪৭৮ দিন আগে