এশিয়া
পাকিস্তানে ভারী বর্ষণে নিহত বেড়ে ৩৪১
১ জুলাই থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তানের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনায় মোট ৩৪১ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৬১৩ জন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে সারা দেশে ২৬ হাজার ৭৩২টি বাড়ি, ৪০টি সেতু ও বেশ কয়েকটি বিদ্যালয় আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে ২১৫
বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ। সেখানে প্রবল বৃষ্টিপাতের কারণে ১২৩ জন প্রাণ হারিয়েছে এবং ৩১৭ জন আহত হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিহত হয়েছে ৯৯ জন এবং ১৩৪ জন আহত হয়েছে।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পাকিস্তানের বেশিরভাগ অংশে গরম ও শুষ্ক পরিস্থিতি অনুভূত হয়েছে। শুক্রবারের মধ্যে বর্ষা মৌসুম পুরোপুরি শেষ হবে বলে আশা করা হচ্ছে।
৪৭৮ দিন আগে
সুপার টাইফুন ‘ইয়াগির’ আঘাতের কারণে ৩০০ ফ্লাইট বাতিল করবে ভিয়েতনাম
ভিয়েতনাম সুপার টাইফুন ইয়াগির আঘাত হানার কারণে শনিবার ২৪০টি অভ্যন্তরীণ ও ৭০টি আন্তর্জাতিক ফ্লাইটসহ ৩৩০টির বেশি ফ্লাইট বাতিল করবে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা সিনহুয়া এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।
ইতোমধ্যে শনিবার নির্দিষ্ট সময়ের মধ্যে চারটি বিমানবন্দর রাজধানী হ্যানয়ের নোই বাই, কোয়াং নিনহের ভ্যান ডন, হাই ফংয়ের ক্যাট বি এবং থান হোয়ার থো জুয়ান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
আরও পড়ুন: টাইফুন গায়েমি: ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৩
হ্যানয়, হাই ফং, থাই বিন, হা নাম সহ উত্তরে টাইফুনের সরাসরি আঘাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে শনিবার দেশটির উত্তরাঞ্চলের ১০টি এলাকার ৫৬ লাখ শিক্ষার্থীর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সুপার টাইফুন মোকাবিলায় ভিয়েতনাম ৪ লাখ ৫৭ হাজার ৪৬০ জন সামরিক সদস্য এবং ১০ হাজার ১০০ যানবাহন মোতায়েন করেছে।
ইয়াগি শনিবার ভিয়েতনামের উত্তর উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে ৪০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন: টাইফুন আম্পিল: টোকিওতে ট্রেন ও ফ্লাইট বাতিল
৪৭৯ দিন আগে
আট মাসে ১০ টন স্বর্ণ কিনেছে মঙ্গোলিয়া
চলতি বছরের প্রথম আট মাসে বৈধ প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে মোট ১০ দশমিক ৩ টন স্বর্ণ কিনেছে মঙ্গোলিয়ার কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ব্যাংক অব মঙ্গোলিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে ২০২৩ সালের এই সময়ের তুলনায় এই অঙ্ক ১ দশমিক ৬ শতাংশ কমেছে বলে ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়েছে।
আগস্ট পর্যন্ত ব্যাংক অব মঙ্গোলিয়ার কেনা স্বর্ণের গড় মূল্য ছিল প্রতি গ্রামে ২ লাখ ৬৭ হাজার ৮৩৫ দশমিক ৬৯ মঙ্গোলিয়ান টাগ্রিক (প্রায় ৭৯ মার্কিন ডলার)।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে জোরদার করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে স্বর্ণ কেনা একটি গুরুত্বপূর্ণ কৌশল বলে উল্লেখ করেছে মঙ্গোলিয়ার কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট শেষে মঙ্গোলিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৪৭০ কোটি মার্কিন ডলার, যা ২০২৩ সালের এই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬ শতাংশ বেশি।
বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সাধারণত তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অংশ হিসেবে স্বর্ণ মজুত করে।
৪৭৯ দিন আগে
ভারতে সরকারি বাহিনীর গুলিতে ৯ নকশাল নিহত
ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে সরকারি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় নারীসহ ৯ নকশাল নিহত হয়েছে।
ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৩৭৯ কিলোমিটার দক্ষিণে দান্তেওয়াড়া জেলার বাইলাডিলা পাহাড়ের কাছে জঙ্গল এলাকায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে নকশাল বাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর গুলি বিনিময় শুরু হয়।
স্থানীয় প্রসাশনের কর্মকর্তাদের মতে, ওই এলাকায় বহু নকশাল জঙ্গির উপস্থিতির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবিও করেছে সরকারি বাহিনী।
সূত্রের খবর, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাজ্যটির সরকারি বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ১৫৪ জন নকশাল নিহত হয়েছে। ভারতের মধ্য ও পূর্ব অংশে বর্তমানে নকশালরা সক্রিয়।
আরও পড়ুন: বন্যায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ২২ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ১৭ লাখ
৪৮১ দিন আগে
ভিয়েতনামে চার দিনের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২৪
৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় দিবসের ছুটির সময় ভিয়েতনামে মোট ২৫৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১২৪ জন নিহত ও ১৯৩ জন আহত হয়েছে।
ভিয়েতনামের ন্যাশনাল ট্রাফিক সেফটি কমিটি বুধবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
কমিটির তথ্যানুসারে, এই সংখ্যা গত বছরের ছুটি চলাকালে ঘটনা দুর্ঘটনা ও হতাহতের চেয়ে কম। গত বছরের ছুটির তুলনায় এবছর দুর্ঘটনা ও প্রাণহানি কমেছে যথাক্রমে ৯ দশমিক ৮২ শতাংশ ও ২২ দশমিক ৫০ শতাংশ। তবে আহতের সংখ্যা বেড়েছে ২ দশমিক ৬৬ শতাংশ।
আরও পড়ুন: ভিয়েতনামে কারাওকে বারে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৩২
বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে সড়কে যাতে ১২৩ জন নিহত হয়েছে।
কমিটি জানিয়েছে, উল্লিখিত সময়কালে পুলিশ দেশব্যাপী ৬০ হাজার ৩৭১টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় ২৫ হাজার ৮৯৪টি বেশি।
৪৮১ দিন আগে
আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৬, আহত ১৩
আফগানিস্তানের কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
জাদরান আরও জানান, কাবুলের কালা-ই-বখতিয়ার এলাকায় এক ব্যক্তি শরীরে বিস্ফোরকযুক্ত যন্ত্র বহন করে বিস্ফোরণ ঘটান। আত্মঘাতী হামলাকারী ছাড়া নিহত ছয়জন সবাই বেসামরিক নাগরিক।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে মুখপাত্র বলেন, হামলার বিষয়ে আরও তদন্ত চলছে।
৪৮২ দিন আগে
কিরগিজস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬
কিরগিজস্তানে গাড়ির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস ও অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
স্থানীয় সময় রবিবার বিকাল ৬টার দিকে বিশকেক-নারিন-তোরুগার্ট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কিরগিজস্তানের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রধান অধিদপ্তরের প্রেস সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয় জানায়, বিশকেক-নারিন-তোরুগার্ট মহাসড়কে প্রচণ্ড গতিতে চলা একটি গাড়ির টায়ার বিস্ফোরিত হয়ে যায়। গাড়িটি সামনের লেনে ঢুকে প্রথমে একটি মিনিবাসের সঙ্গে এবং পরে অন্যান্য গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।
৪৮৩ দিন আগে
মালয়েশিয়ার স্বাধীনতার ৬৭তম বার্ষিকী পালিত
স্বাধীনতার ৬৭তম বার্ষিকী পালন করলো মালয়েশিয়া। পুত্রজায়ার প্রশাসনিক কেন্দ্রে এই জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, শনিবার (৩১ আগস্ট) এ আয়োজনে নাগরিক সমাজ সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সিভিল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীসহ মালয়েশিয়ার সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্বকারী ৫৯টি দলের হয়ে ১৭ হাজারেরও বেশি লোক এই আয়োজনে অংশ নিয়েছিল।
আয়োজনে উপস্থিত থেকে দলগুলোর কুচকাওয়াজ দেখেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মন্ত্রিসভার সদস্যরা।
এ আয়োজনে বিমান বাহিনী যুদ্ধবিমান এবং বিভিন্ন হেলিকপ্টার গঠন এবং কৌশল নিয়ে একটি শো আয়োজন করে।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে দেওয়া এক ভাষণে আনোয়ার বলেন, জাতি আজ যে স্বাধীনতা উপভোগ করছে তা অর্জিত হয়েছে ঐক্যবদ্ধ জনগণের শক্তির মাধ্যমে।
তিনি আরও বলেন, ‘সব মালয়েশীয়কে ঐক্যবদ্ধ শক্তির ভিত্তিতে অর্জিত এই স্বাধীনতা উদযাপনে স্বাগত জানাই। প্রত্যেকের আলাদা মতামত রয়েছে কিন্তু এই অর্জনে সবাইকে একমত হতে হবে। আমাদের প্রিয় দেশটির প্রত্যেক নাগরিককে সুরক্ষা দিতে হবে, ভালোবাসা দেখাতে হবে এবং পর্যাপ্ত প্রতিরক্ষা দিতে হবে।’
৪৮৪ দিন আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ১০ দিনে ৩৭ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় চলমান সামরিক অভিযানে ১০ দিনে অন্তত ৩৭ সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে আহত হয়েছে আরও অন্তত ১৪ জন।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ২০ আগস্ট থেকে সন্ত্রাসীদের উপস্থিতির ভিত্তিতে নিরাপত্তা বাহিনী খাইবারের তিরাহ এলাকায় ব্যাপক গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালনা করেছে।
বুধ ও বৃহস্পতিবার পরিচালিত সর্বশেষ অভিযানের বিবরণ দিয়ে আইএসপিআর বলেছে, সেনাবাহিনী কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে শনাক্ত করে ১২ জঙ্গিকে হত্যা করেছে।
চলমান অভিযানের ফলে সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলো বড় ধরনের বিপর্যয়ে পড়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।
আইএসপিআর জানায়, দেশজুড়ে কোথাও কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।
আরও পড়ুন: পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় নিহত ২৩
৪৮৫ দিন আগে
পাকিস্তানে ভূমিধসে এক পরিবারের ১২ জন নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভূমিধসে একটি বাড়ির ১২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে গত কয়েকদিনের ভারী মৌসুমী বৃষ্টিপাতের কারণে আপার দির জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র পরিচালিত উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২।
বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী, ছয় শিশু ও তিনজন পুরুষ রয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। দুর্ঘটনার সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন তারা।
গত কয়েক দিন ধরে পাকিস্তানের কিছু অংশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় নিহত ২৩
৪৮৫ দিন আগে