ঢাকা
১৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু
পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে অস্থায়ী লঞ্চঘাটের র্যাম্প ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল থেকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দীর্ঘ ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে লঞ্চ চলাচল। তবে মারাত্মক ঝুঁকি নিয়ে লঞ্চে যাত্রীদের উঠতে হচ্ছে।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে অস্থায়ী ভিত্তিতে পুনরায় পাটুরিয়া ১ নাম্বার ফেরির ঘাট এলাকার পাশের কড়ইতলা এলাকা থেকে লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী।
এর আগে, পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাট বিলীন হওয়ার পর অস্থায়ীভাবে লঞ্চ সার্ভিস স্থানান্তর করা হয়েছিল পাটুরিয়া ২ নম্বর ফেরিঘাটে। তবে গতকাল প্রবল স্রোতের কারণে ওই ফেরিঘাটের র্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে লঞ্চ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
পান্না লাল নন্দী বলেন, ‘মঙ্গলবার বিকালে লঞ্চঘাটের জেটি নদীতে বিলীন হওয়ায় লঞ্চগুলোকে পাশের ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে রাখা হয়। সেখান থেকেই কোনোরকমে যাত্রী ওঠানামা করা হচ্ছিল। গতকাল সন্ধ্যার দিকে সেই ঘাটের একটি র্যাম্পের তার ছিড়ে পানিতে ডুবে যায়। আর একটি র্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। যেকোনো সময় এটার তারও ছিড়ে যাবে। তাই ঝুঁকি এড়াতে আমরা লঞ্চগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাই।’
আরও পড়ুন: পাটুরিয়ার অস্থায়ী লঞ্চঘাটও ক্ষতিগ্রস্ত, আবারও লঞ্চ লাচল বন্ধ
তিনি আরও বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আজ সকাল সাড়ে ৭টা থেকে পাটুরিয়া ১ নম্বর ফেরির ঘাট এলাকার পাশের কড়ইতলা এলাকা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে, এখানে কোনো পন্টুন নেই। আমরা খুব কষ্ট করে যাত্রী পারাপার করছি। দ্রুত আমাদের জন্য একটি স্থায়ী লঞ্চঘাটের ব্যবস্থা করা হোক। তা না হলে এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাবে।’
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অপর জেটি ঝুঁকিতে পড়ে। পরে জরুরি ভিত্তিতে লঞ্চগুলোকে ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে সীমিত আকারে যাত্রী ওঠানামা চলছিল।
পাটুরিয়া লঞ্চঘাট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান নৌপথ।
১৪২ দিন আগে
গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।
প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে আধা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলা মামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবি জানানো হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, শফিকুল ইসলাম মনি, আসাদুজ্জামান দুলাল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, মাসুদুর রহমান তরুণ, প্রমুখ।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের উপর হামলা নির্যাতন ও মামলা দেওয়া হয়। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রকাশ্য দিবালোকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই। এবং এই ঘটনার নেপথ্যের সবাইকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তা করার আহ্বান জানাই সরকারের কাছে।
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ৫
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে এটা দুঃখজনক। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে। আজও দেশের কোথাও না কোথাও সাংবাদিকদের নির্যাতন শিকার হতে হচ্ছে।
তারা বলেন, সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করাসহ সারা দেশের সাংবাদিকের নিরাপত্তার জন্য অন্তবর্তী সরকারের নিকট জোর দাবি জানান বক্তারা।
১৪২ দিন আগে
গাজীপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২
গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতে জুয়েল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তার উড়ালসেতুর নিচে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও জব্দ করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, মাওনা চৌরাস্তার গল্প ছড়া নামক অস্থায়ী চায়ের দোকানের পাশে কয়েকজন যুবক ঘুমাতে যায়। চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত জুয়েল এবং আটক রাকিব ও রবিনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় রাকিবের ছুরিকাঘাতে জুয়েলের বুক বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়।
আরও পড়ুন: মৌলভীবাজারে নিজ দোকানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে প্রথমে মাওনার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওনা চৌরাস্তার টহলরত পুলিশ খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে রাকিব ও রবিনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি জানান, নিহত জুয়েল ও গ্রেপ্তাররা সবাই ভাসমান এবং মাওনা চৌরাস্তা কেন্দ্রিক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল।
১৪২ দিন আগে
পাটুরিয়ার অস্থায়ী লঞ্চঘাটও ক্ষতিগ্রস্ত, আবারও লঞ্চ লাচল বন্ধ
পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়ার অস্থায়ী লঞ্চঘাটেও ভাঙন দেখা দিয়েছে। এতে ঘাটের পন্টুনের র্যাম্পের তার ছিড়ে গিয়ে একটি র্যাম্প নদীতে পড়ে গেছে। ফলে আবারও বন্ধ হয়ে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে প্রবল স্রোতে পাটুরিয়ার ২ নম্বর ফেরিঘাটের পন্টুনের নিচ থেকে মাটি সরে গেলে এ ঘটনা ঘটে।
পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, গত মঙ্গলবার (৫ আগস্ট) পদ্মা নদীর ভাঙনে লঞ্চঘাটটি ভেঙ্গে যাওয়ায় জরুরি ভিত্তিতে লঞ্চ সার্ভিস সরিয়ে নেওয়া হয়েছিল ২ নম্বর ফেরিঘাটে। কিন্তু প্রবল স্রোতে ওই ফেরিঘাটের র্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে লঞ্চ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান নৌপথ হচ্ছে পাটুরিয়া লঞ্চঘাট।
১৪২ দিন আগে
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম আবারও পরিবর্তন হচ্ছে
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম দ্বিতীয়বারের মতো বদলে ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’ হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে 'গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম জাতির পরিবর্তন করা হয় এটা নিয়ে এক ধরনের প্রটেস্ট হচ্ছিল। এটার আলোকেই উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, 'গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি'র নতুন নাম হবে 'ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ'।
২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। তবে অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারি মাসে কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করে।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের পর থেকেই আন্দোলনের নামেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১৪৩ দিন আগে
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, ‘নিহতের মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী এবং অন্যজন পিকআপের চালক। উদ্ধার কার্যক্রম চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’
বিস্তারিত আসছে....
১৪৪ দিন আগে
সাভারে ঘুমন্ত ব্যক্তিকে গলা কেটে হত্যাচেষ্টা
সাভার পৌর এলাকার রাজাশনের মন্ডল পাড়ায় হাসেম মিয়া নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় এঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করে।
এলাকাবাসী জানায়, ভোরে নিজ ঘরে হাশেম মিয়া নামের ওই ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় তাকে মৃত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
প্রবাস ফেরত হাসেম মিয়াকে স্ত্রী কয়েক মাস পূর্বে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যান। এর পর থেকে তিনি ওই ঘরে একাই ঘুমাতেন।
সকালে ঘরের বাহিরে রক্ত দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
১৪৪ দিন আগে
মাধবদীতে ভয়াবহ আগুনে পুড়ে গেল ৭ দোকান
নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় আগুনে জুতা, ইলেকট্রনিক, মুদি দোকানসহ সাতটি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদী ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৩০ দোকান, আহত ৫
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, আজ (বুধবার) সকাল ৭টা ২০ মিনিটে খবর পেয়ে মাধবদী ও নরসিংদীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে মাত্র তিনটি ইউনিট দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে বিস্তারিত বলা যাবে।
১৪৪ দিন আগে
১৬ বছর জুলুমের পুঞ্জীভুত ক্ষোভের বহির্প্রকাশ ৫ আগস্ট: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘ সময় ধরে তাদের এই জুলুম-অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, সেই পুঞ্জীভূত ক্ষোভের বহির্প্রকাশ ঘটে গত বছরের ৫ আগস্ট। তাই এ দিন ছাত্রজনতাসহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।’
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে নরসিংদী পলাশে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মঈন খান বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়। এসব মামলা থেকে রক্ষা পায়নি তৎকালিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী।’
আরও পড়ুন: গণতান্ত্রিক উত্তরণ বিলম্বিত হলে জনগণ আবার ফুঁসে উঠতে পারে: ড. মঈন খান
তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা প্রতিহিংসায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতি ব্যাতীত কোনো সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। তাই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।’
ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু করে বিজয় র্যালিটি নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবুবকর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা ও আওলাদ হোসেন জনি প্রমুখ।
১৪৫ দিন আগে
অধিকাংশ খালি আসন নিয়েই ফরিদপুর ছাড়ল স্পেশাল ট্রেন
ফরিদপুর থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকাগামী একটি বিশেষ ট্রেন ভাঙ্গা রেলস্টেশন থেকে যাত্রা করে।
আজ (মঙ্গলবার) বেলা ১১টা ২৩ মিনিটে ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা করে। তবে জেলাজুড়ে অতিরিক্ত বৃষ্টির কারণে জুলাইযোদ্ধাদের জন্য বরাদ্দ এই বিশেষ ট্রেনটির অধিকাংশ বগিই ছিল ফাঁকা। ৬৭৬ আসনবিশিষ্ট এই ট্রেনটি মাত্র ১৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
ভাঙ্গার স্টেশন মাস্টার জিল্লুর রহমান জানান, ‘ঢাকাগামী এই স্পেশাল ট্রেনটি ১১টা ২৩ মিনিটে ভাঙ্গা থেকে রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। ট্রেনটিতে আসন সংখ্যা ছিল ৬৭৬। তবে অধিকাংশ বগি ফাঁকা ছিল।
১৪৬ দিন আগে