গাজীপুরে এনসিপির কর্মী হাবিব চৌধুরীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর এনসিপি নেতা ইব্রাহিম মুসা জানান, মোটরসাইকেল কেনার বাহানা ধরে হাবিবকে হত্যার উদ্দেশ্যে নগরের মোগর খাল এলাকায় এসে দুই যুবক কথা বলতে থাকেন তার সঙ্গে। একপর্যায়ে তাদের একজন মোটরসাইকেলে চড়ে বসেন এবং অপরজন মোটরসাইকেলের কাগজপত্র দেখার ভান ধরে হাবিবকে উদ্দেশ্য করে গুলি ছোড়েন।
তিনি আরও জানান, হাবিবের কানের কাছ দিয়ে গুলি চলে গেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। আত্মরক্ষার্থে কিছুটা দূরে সরে গেলে আরও এক রাউন্ড গুলি করা হয় তাকে।
ইব্রাহিম মুসা জানান, হাবিব কয়েকদিন আগে আওয়ামী লীগবিরোধী মিছিল করায় তিনি নানা ধরনের হুমকির মুখে ছিলেন। তারই ধারাবাহিকতায় গুলি ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ধারণার কথা জানান তিনি।
গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মোটরসাইকেলটি বিক্রি করার জন্য বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দিয়েছিলেন হাবিব। সেটি কেনার জন্য এসে দুই যুবক যখন মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছিল, তখন হাবিব চৌধুরী বাধা দিলে তার দিকে গুলি ছোড়েন তারা। ঘটনাস্থল থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলে জানান এ কর্মকর্তা।