ঢাকা
চাঁদপুর সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ড
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চাঁদপুর জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এক পুলিশ কনস্টেবলের সহায়তায় দ্রুতই আগুন নেভানো সম্ভব হয় বলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে ওই হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সফিকুর রহমান নামে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল এক আনসার সদস্যকে নিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভান।
ওটি রুমে ডিউটিরত আয়া মিলি ইউএনবিকে বলেন, ‘আমি বৈদ্যুতিক সুইচ বোর্ডের কাছে দরজা বন্ধ করতে গেলে পোড়া গন্ধ পাই, সঙ্গে সঙ্গে স্টাফ নার্স আছমা আপাকে জানাই। এর মধ্যেই ধোঁয়া উঠে আগুন লেগে যায়।’
আরও পড়ুন: চাঁদপুরে আগুনে ১০ লাখ টাকার মালামাল ছাই, আহত ১০
এরপর হুড়োহুড়ি করে সবাই পালাতে গেলে ওই কনস্টেবল ও আনসার সদস্য এগিয়ে এসে আগুন নেভান বলে জানান মিলি।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান ও আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজলসহ দায়িত্বশীল কর্মর্কতারা।
ডা. সৈয়দ আহমদ ইউএনবিকে বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সুত্রপাত হয়েছিল। বড় ধরনের দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পেয়েছি।’
ডা মাহবুবুর রহমান জানান, হাসপাতালের ওটি রুমে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের অন্য কোথাও যদি ত্রুটি বিচ্যুতি থাকে, সেগুলোও পরীক্ষা করা হচ্ছে।
প্রসঙ্গত, কয়েকমাস আগেও এই হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ড ঘটেছিল।
১৬৪ দিন আগে
ঘরে ঢুকে বৃদ্ধ ও নারীকে খুন: সড়ক অবরোধ করে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এমএসসি শিক্ষার্থী প্রকৌশলী শাহাব উদ্দিন শিহাবের বাবা ও ভাবীকে সন্ত্রাসী হামলায় হত্যার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৩ জুলাই) সকালে ডুয়েট ক্যাম্পাস ও গেটে ঢাকা-শিমুলতলী সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডুয়েট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটে গিয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে এ সময় তারা প্রায় ১৫ মিনিট ধরে সড়ক অবরোধ করে রাখেন। পরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে তাদের দাবি সমূহ তুলে ধরেন।
আরও পড়ুন: পুরান ঢাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত দাবি ফখরুলের
কর্মসূচিতে বক্তব্য রাখেন ডুয়েট শিক্ষার্থী লিকুনুজ্জামান, রাশেদুল ইসলাম সিফাত, মো. শাহ আলমসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী।
বক্তারা বলেন, ‘গত ৮ জুলাই গভীর রাতে শিহাবের বগুড়ার গ্রামের বাড়িতে মুখোশধারী একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে শিহাবের বাবা আফতাব উদ্দিন ও ভাবীকে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘুমন্ত মানুষের ওপর এমন বর্বর হামলায় শিক্ষার্থী শিহাব ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। এই ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের সঠিক শাস্তির দাবিসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।’
১৬৯ দিন আগে
রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের সামনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আলম (৩২) গাজীপুর জেলার জয়দেবপুর থানার কালনী গ্রামের প্রয়াত মকসেদ আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই হাসান আল আরিফ জানান, রাত সোয়া ১১টার দিকে আশরাফুল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তিন নম্বর টার্মিনালের সামনে একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
পুলিশ জানায়, খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান হাসান। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা এয়ারপোর্ট থানার পুলিশ সদস্য ইসমাইল জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১৬৯ দিন আগে
ছয় বন্ধুর পাঁচজন পেল জিপিএ ৫, আরেকজনের আত্মহত্যা
মানিকগঞ্জের শিবালয়ে জিপিএ ফাইভ না পাওয়ায় তানহা মুনতাজ প্রভা (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তার ঘনিষ্ঠ পাঁচ সহপাঠী জিপিএ ফাইভ পেলেও ওই শিক্ষার্থী না পাওয়ার ক্ষোভ থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১২ জুলাই) বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার নিজ বাসার ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থী তানহা নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে। সে সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় ৪.৯৪ পেয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পরিবার সূত্রে জানা যায়, তানহা ওই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪.৯৪ পেয়ে উক্তীর্ণ হয়। সে বরাবরই ক্লাস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে আসছিল। গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে তার বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ ৫ পায়। তবে তানহা তার কাঙ্ক্ষিত ফল না পেয়ে মনোকষ্টে ভুগছিল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন বলেন, ‘নিহত তানহাসহ ওরা ৬ জন সহপাঠী একসঙ্গে চলাফেরা করত। তানহা বাদে প্রত্যেকেই এ প্লাস পেয়েছে। এই ক্ষোভ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।’
এ ঘটনায় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বিষয়টি স্বাভাবিক একটি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।’
১৬৯ দিন আগে
চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামি জেলহাজতে
চাঁদপুরে ‘রাসূল (সা.) বার্তা বাহক’ এমন বক্তব্যকে কেন্দ্র করে মসজিদের ভেতরে খতিবের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামি বিল্লাল হোসেনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১২ জুলাই) তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ।
আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকালে তাকে আদালতে হাজির করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি। এরপর আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে, শুক্রবার (১১ জুলাই) এই ঘটনায় আহত খতিব মাওলানা আ ন ম নুরুর রহমান মাদানীর ছেলে আফনান তাকি বাদী হয়ে থানায় মামলা করেন।
এসব তথ্য ইউএনবিকে নিশ্চিত করেছেন সরকার পক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আব্দুল কাদের খান ও জেলা জজ আদালতের এপিপি ইয়াসিন আরাফাত ইকরাম।
আরও পড়ুন: চাঁদপুর পৌর লেক থেকে স্কুলছাত্রের লাশ উদ্বার, আটক ৭
চাঁদপুর কোর্ট পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ ইউএনবিকে জানান, শনিবার বিকাল ৩টার দিকে আসামিকে আদালতে আনা হয়। এরপর আসামি বিচারকের কাছে জবানবন্দী দেন। জবানবন্দী শেষে বিকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন— চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।
এদিকে, শনিবার দুপুর থেকে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায়, খতিব নুরুর রহমান মাদানী মারা গেছেন।
তবে মামলার বাদী আহত খাতিবের ছেলে আফনান তাকী জানান, তারা বাবা প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা হলি কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং শঙ্কামুক্ত আছেন।
গুরুতর আহত খতিব মাওলানা নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। তিনি মোল্লাবাড়ি জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে প্রায় শুক্রবার খুতবা দেন।
অভিযুক্ত বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহর খাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় বসবাস করেন তিনি।
স্থানীয়রা জানান, শুক্রবার বাদ জুমা মোল্লাবাড়ি জামে মসজিদে হামলার শিকার হন মাওলানা নূরুর রহমান মাদানী। আগেই জুম্মার নামাজে আলোচনা ও খুতবা নিয়ে ক্ষিপ্ত ছিলেন ওই এলাকার ভ্রাম্যমাণ সবজি ব্যবসায়ী বিল্লাল হোসেন। ঘটনার দিন নামাজ শেষে তিনি মসজিদের ভেতরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে খতিবের ওপর হামলা চালান। এতে খতিবের কানে ও মাথায় মারাত্মক জখম হয়। পরবর্তীতে মুসল্লিরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: চাঁদপুরে শিয়ালের কামড়ে আহত ১০
এ সময় হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করে পুলিশ সোপর্দ করেন মুসল্লিরা।
এদিকে, এই ঘটনায় শহরে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য বিকাল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
এ ছাড়া, বিকাল ৫টায় শহরের রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।
১৬৯ দিন আগে
চাঁদপুর পৌর লেক থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, আটক ৭
চাঁদপুর পৌর শহরের লেক থেকে আল আমিন (১৭) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ৭ সহপাঠীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আল আমিনের বাড়ি সদর উপজেলার রাজরাজেশ্বর। সে এ বছর শহরের গণি মডেল হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে সে। শহরের মমিনপাড়া রোডে বাস করতেন তারা।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে পৌর লেকে নির্মিত ‘স্বাধীনতার স্মারক অঙ্গীকারের’ পাশে কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। পরে রাত ৯টার দিকে লেকের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্বার করে দ্রত জেলা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল আমিনের গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন তার স্বজনরা।
আরও পড়ুন: চাঁদপুরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
স্বজন ও বন্ধুদের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে মেরে পানিতে ফেলে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।
খবর পেয়ে হাসপাতালে যান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া ও সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার।
স্বজনদের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনের সহপাঠী দিদার গাজী, মামুন, জাহেদ, দিদারুল ইসলাম, মইন ইসলাম ও শামীমসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন ওসি বাহার মিয়া।
১৬৯ দিন আগে
নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিএনপি নেতাকে গাছের সঙ্গে বাঁধল গ্রামবাসী
প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অনৈতিক সম্পর্কের অভিযোগে হাতেনাতে আটক হয়েছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫)। স্থানীয়রা তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে সামাজিকভাবে বিচার বসিয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে।
স্থানীয়রা জানায়, চরদেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় দীর্ঘদিনের চাঞ্চল্য ছিল। এরই ধারাবাহিকতায় গত রাতেও ওই ব্যক্তি প্রবাসীর স্ত্রীর ঘরে ঢোকার পর এলাকার লোকজন তাকে হাতে-নাতে আটক করে এবং গভীর রাত পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখে।
অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেল উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে।
ধামশ্বর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন, রাত দুইটার দিকে এলাকাবাসী তাদের দুজনকে আটক করে গাছে বেঁধে রাখে। তারা দুজনেই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। ওই নারীর প্রবাসী স্বামী এখন তাকে নিয়ে সংসার করবে না বলে জানিয়েছেন। তবে অভিযুক্ত দুজনেই দুজনকে বিয়ে করতে রাজি আছেন। এখন সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে।
এদিকে,খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরকীয়ার সম্পর্কে দুইজনই বিয়েতে সম্মত হয়েছেন। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, অন্যায় ও গর্হিত কাজে অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেলের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১৬৯ দিন আগে
আশুলিয়ায় সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার
সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক থেকে বায়জিদ ইসলাম (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) মধ্যরাতে রাতে এই ঘটনা ঘটে।
বায়জিদ আশুলিয়ার জিরানী এলাকার কোনাপাড়া এলাকার রোজেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে শিশু বায়জিদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু
পরে স্থানীয়রা পাশের বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষিকা নাসরিন খানমের নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংকের ভেতরে শিশুটির লাশ দেখতে পান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য তা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত শিশুর বাবা রোজেল মিয়া দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার সন্তানকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে সেফটিক ট্যাংকে ফেলে গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে আমরা তদন্ত শুরু করেছি।’
১৬৯ দিন আগে
বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাৎকারী রাজবাড়ীর সেই মিটার রিডারম্যান গ্রেপ্তার
রাজবাড়ীতে বিদ্যুৎ বিল সংগ্রহের নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেওয়া ওজোপাডিকোর পিচরেট কর্মচারী (মিটার রিডারম্যান) রেজাউল ইসলাম ওরফে মোক্তারকে (৪৩) গ্রেপ্তার করেছে রাজবাড়ী থানা ও ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের শিমুলতলী থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি রেজাউল ইসলাম ওরফে মোক্তার রাজবাড়ী সদর উপজেলার চর নারায়নপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, রেজাউল ইসলাম সদর উপজেলার আলীপুর ও শহিদ ওহাবপুর ইউনিয়নে প্রায় ১৫ বছর ধরে ওজোপাডিকোর বিদ্যুতের মিটার রিডারম্যান হিসেবে কাজ করছিলেন। রাজবাড়ী ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নিয়োগকৃত কর্মচারী মিটার রিডারম্যান হিসেবে পরিচয় দিয়ে আলীপুর ও শহিদ ওহাবপুর ইউনিয়নে বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ, বিকাশের মাধ্যমে বিল আদায় এবং নতুন সংযোগের নামে অর্থ আদায় করতেন।
২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বছরে দুটি ইউনিয়নের শতাধিক গ্রাহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পরিশোধের নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্প্রতি গা ঢাকা দেন তিনি। বিদ্যুৎ বিভাগ থেকে গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের জন্য নোটিশ দেওয়া হলে রেজাউল ইসলামের প্রতারণার বিষয়টি ফাঁস হয়।
অভিযোগের ভিত্তিতে ২ জুলাই রেজাউল ইসলাম মুক্তারের বিচারের দাবিতে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন ভুক্তভোগীরা। পরে জেলা প্রশাসকের কাছে তাকে গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে স্মারকলিপি দেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা এবং জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের দল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গাজীপুর সদর থানার শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে মোক্তার বিশ্বাসকে গ্রেপ্তার করেন।
এর আগে, ১ জুলাই রাতে ওজোপাডিকো রাজবাড়ীর সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মিটার রিডারম্যান রেজাউল ইসলাম মুক্তারের নামে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তথ্য প্রযুক্তির ব্যবহার ও সোর্সের মাধ্যমে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
আজ (শুক্রবার) তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
১৭১ দিন আগে
মুন্সীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল জমি ব্যবসায়ীর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাহেব আলী (৫৩) নামের এক জমি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী ওই গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে এবং পেশায় জমি-জমার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, সাহেব আলী বৃহস্পতিবার রাতে মদিনানগর জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মো. জয়নাল বলেন, ‘জমি নিয়ে ব্যবসার কারণে আমার বাবাকে খুন করা হয়েছে। বাবার মোবাইল ফোনেও হত্যার হুমকি দিয়েছিল তারা।’
আরও পড়ুন: হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি ফল প্রত্যাশী শিক্ষার্থী নিহত
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সাহেব আলী জমি-জমার ব্যবসা করতেন। জমি-সংক্রন্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা চলমান।
১৭১ দিন আগে