চট্টগ্রাম
ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫জুন) ভোরে উপজেলার নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অটোরিকশার যাত্রী আবুল কাসেম, তিনি উপজেলার লাপাং গ্রামের হযরত আলীর ছেলে। অপর দুজন হলেন নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে অটোরিশাচালক সোহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়েরের ছেলে নুরুল আলম।
আরও পড়ুন: নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দুর্ঘটনার বিষয়ে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, আজ (বৃহস্পতিবার) ভোরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কোম্পানিগঞ্জ যাচ্ছিল। পথে বাঁশবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই আজাদুর রহমান।
২০৭ দিন আগে
বেহাল সড়কে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ, পুড়ল দোকান
সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় একটি সিলিন্ডারবাহী ট্রাক খাদে পড়ে উল্টে গেলে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আশপাশের দোকান ও স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৪ জুন) ভোর ৪টার দিকে বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আশুগঞ্জ-আখাউড়া চার লেন সড়কের নির্মাণ কাজের জন্য বিরাসার এলাকার সড়কের অবস্থা বেহাল। সকালে সিলিন্ডারবাহী ট্রাকটি খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা যায়, তার পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায়।
তারা আরও জানান, সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলের পাশের ৩/৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কয়েকটি ভবনের জানালার কাঁচও ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটিতে বিপুলসংখ্যক গ্যাস সিলিন্ডার থাকায় খাদে পড়ে গেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে কেউ হতাহত হননি। কতসংখ্যক সিলিন্ডার বহন করা হচ্ছিল, তা নির্ধারণের চেষ্টা চলছে।
২০৮ দিন আগে
খাগড়াছড়িতে পাহার ধসের ঝুঁকি এড়াতে ১২৪টি আশ্রয় কেন্দ্র চালু
পাহাড় ধসের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে এলাকাটিতে ১২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলার প্রশাসনের পক্ষ থেকে সেখানে খাবার সরবরাহ করা হচ্ছে।
এ পর্যন্ত জন ১৫৫ সেখানে আশ্রয় নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জানিয়েছেন, বন্যা ও পাহাড় ধস মোকাবেলায় স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে। কিছু স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলে তা অপসারণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। সেজন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।
এর আগে, শুক্রবার (৩০ মে) খাগড়াছড়ি জেলায় পাহাড় ধসের আশঙ্কায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কর্মকাণ্ড ও সরেজমিন পরিদর্শন কার্যক্রম জোরদার করে জেলা প্রশাসন।
পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস এ বিষয়ে মাইকিং করাসহ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেয়।
২১০ দিন আগে
মেঘনায় ট্রলার ডুবি: সাব-পোস্টমাস্টারসহ ২ জনের মৃত্যু, নিখোঁজ ২
নোয়াখালীর উপকূলীয় হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে সাব-পোস্টমাস্টারসহ দুই জনের মৃত্যু হয়েছে।
নিহত হলেন, ভাসানচর থানার সাব-পোস্টমাস্টার ও ফেনী পৌরসভা দৌলতপুর গ্রামের মো. গিয়াস উদ্দিন (৫৩), এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের বসবাসরত স্ত্রী, হাসিনা খাতুন (২৫)।
নিখোঁজ রয়েছেন, সুধারাম থানার পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম (২৮), এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের মো. তারেকের ছেলে মো. তামিম (৩)।
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, ‘৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনকে উদ্ধার করার পর মারা যায়।’
তিনি আরও জানান, ‘রবিবার সকালে লক্ষীপুরের রামগতি থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একজন পুলিশ সদস্যসহ এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
২১০ দিন আগে
মেঘনা নদী থেকে রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় মেঘনা নদী থেকে হাসিনা খাতুন নামে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ জুন) দুপুরে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
নিহত হাসিনা খাতুন একজন রোহিঙ্গা নারী। তার বাবার নাম আবুল হাসান, মায়ের নাম মোহাম্মদ মাহমুদা খাতুন এবং স্বামীর নাম মোহাম্মদ তারেক। তার এফসিএন নম্বর ৫০৫২৩৩ এবং ক্লাস্টার নম্বর ৬১।
আরও পড়ুন: ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ‘বিবিরহাট এলাকায় নদীতে স্থানীয়রা এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। তবে কেউ এসে শনাক্ত না করা পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
২১০ দিন আগে
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. তামিম হোসেন আলিফ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) বিকালে নয়ানগর বিলে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন মো. তামিম হোসেন আলিফ। সে মোহনপুর হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে ফের সচিবালয়ে বিক্ষোভ
নিহতের বাবা কবির মিজি জানান, নয়ানগর বিলে মাছ ধরতে গিয়েছিল আলিফ। ওই সময় বজ্রপাতে পড়ে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডিউটি ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
২১০ দিন আগে
লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার চর রমণীমোহন ও চর রুহিতা গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— ইয়াছিন আরাফাত (৪), মো. আল-আমিন (৫) ও দেড় বছর বয়সী আলিফা আক্তার।
ইয়াছিন চর রমণীমোহন ইউনিয়নের চর রমণী গ্রামের সাঈদুল খোকনের ছেলে, আল-আমিন একই এলাকার আব্দুল আসাদের ছেলে। আলিফা সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর রুহিতা এলাকার সোহাগ হোসেনের মেয়ে।
স্বজনরা জানায়, ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। তারা খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল আনার পথে তারা মারা যায়। আলিফা সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে আলিফাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, ‘পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছে৷ আমরা তাদের মৃত পেয়েছি। নিহতদের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে চলে গেছে।’
২১১ দিন আগে
খালের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ডুবে মারিয়া (১১) ও সামিয়া (০৯) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মৃতরা গোকর্ণ গ্রামের মিনার আলীর সন্তান।
শনিবার (৩১ মে) উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের সংস্তার খাল থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, শুক্রবার বিকালে সংস্তার খাল পার হয়ে গরু আনতে যায় মারিয়া ও সামিয়া। দুই দিনের টানা বৃষ্টিতে খালে পানি বাড়ার পাশাপাশি স্রোত তৈরি হয়।
তিনি বলেন, ‘এ সময় খাল পার হতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় দুই বোন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার সকালে খালে দুই বোনের লাশ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
২১১ দিন আগে
চট্টগ্রামে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত দুই জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩১ মে) সকালে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াসিন (৪৩) মৃত হাফেজ গোলাম শফির ছেলে। অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আর আহতরা হলেন— আলমগীর (২৮) ও বৃষ্ণ দাশ (২৯), তাদের বাড়ি বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আব্দুল করিম বলেন, ‘বাঁশখালীর চাম্বল থেকে শহরমুখী একটি সিএনজি অটোরিকশা মাজার গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাঁশখালীমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
আরও পড়ুন: হত্যার চেষ্টা মামলায় জবির সাবেক শিক্ষিকা গ্রেপ্তার
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানা যাবে।
২১১ দিন আগে
ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের তালতলা এলাকায় আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে পরিচয়হীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ মে) দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের তালতলা বাজারের পূর্বদিকে মন্ডল বাড়ির সামনে ঘটনাটি ঘটে।
চাঁদপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ শনাক্তের চেষ্টা চলছে।’
২১৭ দিন আগে