চট্টগ্রাম
অপহরণের সাত দিন পর মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী
অপহরণের সাত দিন পর মুক্তি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ পাহাড়ি শিক্ষার্থী। তবে বুধবার (২৩ এপ্রিল) তাদের ছেড়ে দেওয়া হলেও বিষয়টি প্রকাশ্যে আসে একদিন পর বৃহস্পতিবার।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) পাঁচ শিক্ষার্থীর মুক্তির বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। অপহরণকারীদের কবল থেকে মুক্ত হওয়া পাঁচ শিক্ষার্থী বর্তমানে তাদের গ্রামের বাড়িতে অবস্থান করছেন।
এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘পাহাড়ি ছাত্র পরিষদ বিবৃতি দিয়েছে যে তারা তাদের সংগঠনের শিক্ষার্থীদের ফিরে পেয়েছে। আমরা ওই ছাত্র-ছাত্রীদের পরিবারে সাথে যোগাযোগ করেছি। তারাও নিজেদের পরিবার সদস্যদের ফিরে পাওয়ার কথা জানিয়েছেন। তাহলে এখন মোটামুটি ধরে ধরে নেওয়া যায় যে ওই ছাত্র-ছাত্রীরা তাদের পরিবারের হেফাজতে আছেন।’
আরও পড়ুন: খাগড়াছড়িতে অপহৃত চবি শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ অভিযান চলছে
বিজু উৎসব উদ্যাপন শেষে ফেরার পথে ১৬ এপ্রিল সকালে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থী ও তাদের বহন করা অটোরিকশার চালককে অজ্ঞাতনামা স্থানে তুলে নিয়ে যাওয়া হয়।
অপহৃত শিক্ষার্থীরা হলেন পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র রিশন চাকমা, চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপহরণকারীরা চালককে ওই সময় ছেড়ে দিয়েছিল।
পাঁচ পাহাড়ি শিক্ষার্থী অপহরণের ঘটনায় শুরু থেকে ইউপিডিএফকে দায়ী করে আসছে জেএসএস–সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপুন ত্রিপুরা। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন ইউপিডিএফের অন্যতম জেলা সংগঠক অংগ্য মারমা।
২৪৮ দিন আগে
একসঙ্গে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে
নোয়াখালীর চাটখিল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক দম্পত্তির একসঙ্গে বিষপান করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রী ফাতেমা আক্তার (২৭) মারা গেছেন। আর স্বামী আব্দুর রহীম (৩৩) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) বিকালের দিকে চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকায় আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত ফাতেমা আক্তার ওই গ্রামের আব্দুর রহীমের স্ত্রী এবং দুই সন্তানের মা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে ফাতেমা আক্তারের সঙ্গে রাজমিস্ত্রী আব্দুর রহীমের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার বিকালে এই কলহের জেরে শ্বশুরবাড়িতে প্রথমে বিষপান করেন ফাতেমা। এরপর তার স্বামী রহীমও বিষপান করেন।
আরও পড়ুন: বগুড়ায় ‘বিষাক্ত’ অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
সন্ধ্যা ৭টার দিকে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, প্রাথমিক চিকিৎসার পর রহীমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ফাতেমার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
২৪৯ দিন আগে
চট্টগ্রামে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মোহরা বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।
এ সময় সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এদিকে সংঘর্ষের সময় অটোরিকশাচালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ৫ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
কয়েকদিন ধরে গণহারে ব্যাটারিচালিত রিকশা আটকের প্রতিবাদে সকালে শতাধিক অটোরিকশাচালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।
এ সময় তারা অটোরিকশা জব্দ ও বন্ধের প্রতিবাদে স্লোগান দেন। শুরু থেকে পুলিশ সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের সরাতে গেলে পুলিশের দিকে ইটপাটকেল ছোঁড়েন অবরোধকারীরা।
আরও পড়ুন: বনানীতে প্রাইম এশিয়া ভার্সিটিতে সংঘর্ষে শিক্ষার্থী নিহত
এরপর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে অটোরিকশাচালকরা ঘটনাস্থল ত্যাগ করেন। সংঘর্ষের সময় চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেছিলেন। তাদের সরিয়ে দিতে চাইলে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
২৪৯ দিন আগে
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
চাঁদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহজাহান পাটোয়ারি (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। যাদের মধ্যে নুরু গাজী নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে সদর উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমারডুগি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শাহজাহান পাটোয়ারি সদর উপজেলার ঘোষেরহাট এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর শাহজাহান কাজ শেষ করে সিএনজি অটোরিকশায় মহামায়া বাজার থেকে সদর উপজেলার ঘোষেরহাটে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বোগদাদ বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
এতে সিএনজির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং শাহজাহান ঘটনাস্থলেই মারা যান। আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান,আহতের মধ্যে নুরু গাজীর অবস্থা গুরুতর।
বাসের হেডলাইটের আলো নিয়ন্ত্রণ না করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহজাহানের মরদেহ উদ্ধার করে। এ সময় শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।
খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহজাহান পাটোয়ারির লাশ নিয়ে আসেন। এ সময় শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিল।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া ইউএনবিকে নিশ্চিত করেছেন।
২৫০ দিন আগে
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যে কোনো ট্রেনে এই তিন যুবক কাটা পড়তে পারেন। কোন ট্রেনে কাটা পড়ছেন, বিষয়টি জানার চেষ্টা করছি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত
নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেন কাটা পড়েন। তখন দুজন জীবিত ছিলেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের চেষ্টা করেছে।
২৫০ দিন আগে
প্রবাসীর স্ত্রীকে ‘গাছে বেঁধে নির্যাতন’, দুই ভাসুর গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হওয়া মামলায় ওই গৃহবধূর দুই ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) বিকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তিন ঘণ্টারও বেশি সময় গাছের সঙ্গে বেঁধে তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীর স্বজনদের।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ভূক্তভোগী নারী আজ (মঙ্গলবার) সদর থানায় মামলা করলে তার দুই ভাসুরকে গ্রেপ্তার করে পুলিশ।
ভূক্তভোগীর নাম শারমিন আক্তার। তিনি সৌদি প্রবাসী মো. হায়দার আলির স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রায় ১৭ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে সাবিনা ও জাহিদ নামে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। শারমিনের স্বামী হায়দার দীর্ঘ ১০ বছর ধরে সৌদি প্রবাসী। শারমিন তার ছেলেমেয়েকে নিয়ে মধ্যপাড়া গ্রামে স্বামীর বাড়িতেই বসবাস করেন।
পারিবারিক কলহসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে শারমিনের ঝগড়া হতো। এই ঝগড়াকে কেন্দ্র করে সোমবার বিকালে শারমিনের দুই ভাসুরসহ বাড়ির অন্যান্য সদস্যরা তাকে নারিকেল গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এ সময় তার দুই সন্তানকেও মারধর করা হয়।
স্থানীয় এক বাসিন্দা মারধরের ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা বাড়ির উঠানে শারমিনসহ তার সন্তানদের মারধর করছে। পরে ভাসুর মঙ্গল মিয়া উঠানে থাকা একটি নারিকেল গাছে দড়ি দিয়ে শারমিনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
শারমিনের মা নূরজাহান বেগম বলেন, ‘একজন নারীকে এভাবে গাছের সঙ্গে বেঁধে পেটানো হবে, এটা কোন দেশের আইন? আমি আমার মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের দৃষ্টন্তমূলক বিচার চাই।’
এ বিষয়ে শারমিনের অভিযোগ, ‘শ্বশুরবাড়ির লোকজন আমার স্বামীর কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছিল, কিন্তু সেই টাকা তারা ফেরত দেয়নি। আমার স্বামী বারণ করায় আমি তাদের কাছে টাকা চাইনি, কিন্তু ভাসুরসহ অন্যরা প্রতিনিয়ত আমার সঙ্গে ঝগড়া করায় সোমবার বিকালে আমি অন্যত্র বাসা নিয়ে চলে যাওয়ার বিষয়ে স্বামীর সঙ্গে কথা বলছিলাম। এ সময় আমার দুই ভাসুর মঙ্গল মিয়া ও জয়নাল আবেদীনসহ জা ও ভাতিজারা এসে আমাকে ঘর থেকে ধরে বাইরে নিয়ে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। গ্রামের মানুষ তাদের নিষেধ করলেও তারা তা শোনেনি। পরে স্থানীয় (ইউপি) মেম্বার এসে আমাকে উদ্ধার করে। পরে আমি হাসপাতালে চিকিৎসা নেই।’
আরও পড়ুন: চুরির অভিযোগে ২ যুবকের হাত-পা বেঁধে নির্যাতন, দোকান মালিক আটক
তিনি বলেন, ‘এ ঘটনায় আমি দুই ভাসুর, দুই জা মর্জিনা ও ময়না বেগমসহ ভাতিজা জুবায়ের, আকাশ ও সাইফুলকে আসামি করে রাতে থানায় অভিযোগ দেই। মঙ্গলবার সকালে মামলা নথিভুক্ত হয়। আমি এই ঘটনার সঙ্গে জড়িত সবার বিচার চাই।’
সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. রিপন মিয়া বলেন, ‘শুনেছি, শারমিন তার শ্বশুরকে মারধর করায় তারা তাকে গাছের সঙ্গে বেধে নির্যাতন করে। আমি খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে শারমিনকে উদ্ধার করি। তবে ঘটনাটি অত্যন্ত ঘৃণ্য।’
শারমিনের শ্বশুর মন্তাজ মিয়া ও জা ময়না বেগম বলেন, শারমিন বিভিন্ন সময় ঘরে তালা ঝুলিয়ে বাড়ির বাইরে চলে যায়। তার বেপরোয়া চলাচলে বাধা দেওয়ায় সে শ্বশুরের ওপর ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। এর জেরেই ঘটনার সূত্রপাত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় মামলা হলে অভিযুক্ত দুই ভাসুর মঙ্গল মিয়া ও জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
২৫০ দিন আগে
কুমিল্লায় ট্রাকচাপায় যুবকের মৃত্যু
কুমিল্লা নগরীর টমছম সেতু রামমালা বাজারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইমন সরকার (২২) নামের একজন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইমন সরকার তার ভাই সুমন সরকারসহ এ রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের টমছম সেতুর দিকে যাচ্ছিল। পথে রামমালা পানির টাংকি মোড়ে রাস্তার পাশে দাঁড়ানো অটোর সঙ্গে ধাক্কা খেয়ে পিছন দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। এ ঘটনায় নিহতের ভাই সুমন সরকার আহত হয়ে হলি ফ্যামিলিতে চিকিৎসাধীন।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল অপর ট্রাকের চালক-হেলপারের
প্রত্যক্ষদর্শী শাহাদাৎ হোসেন বলেন, ‘প্রতিদিন রাস্তার এই অংশটায় আশেপাশের দোকানদাররা রাস্তার উপর ফলের ক্যারেট রেখে দেয় এবং অটো-মিশুক চালকরা রাস্তার অর্ধেক দখল করে রাখে। এতে রাস্তা সংকীর্ণ হয়ে যায়, আজকে সেই অটো-মিশুকের জন্যই এতোবড় দুর্ঘটনা।
আরেক প্রত্যক্ষদর্শী ওহাব মিয়া বলেন, ‘দোকানদারদের ডাক দিয়েও আমরা তাদেরকে রাস্তার উপর থেকে সরাতে পারি না। আজকের এই দুর্ঘটনার জন্য এখানকার অবৈধ দোকানদাররা দায়ী।
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এএসআই হান্নান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে চলে আসি। নিহতের মৃতদেহ আমরা সেনাবাহিনীর উপস্থিতিতে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
২৫১ দিন আগে
চাঁদপুরে ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে মো. সালামত মিয়াজী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে মতলব উত্তর উপজেলার ঘাসিরচরের ঘোষ বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালামত মিয়াজী মারা যান।
সালামত মিয়াজির বাড়ি মতলব উত্তর উপজেলার বড় দুর্গাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। সালামত মিয়াজি ‘আলোর সন্ধ্যানে বহুমুখী সমবায় সমিতি’ নামে একটি সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে সালামত মিয়াজি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে হঠাৎ অনেকগুলো ভিমরুল এসে কামড়ায়। এতে তারা আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকার বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ভিমরুলের কামড় কতটা ভয়ংকর? সাবধানতা ও করণীয়
পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান সালামত মিয়াজী। তার স্ত্রী সেলিনা আক্তার এখনো আইসিইউতে আছেন। সালামত মিয়াজির মেয়ে শাওনি আক্তার জানান, তার মায়ের অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মানিক মিয়া ইউএনবিকে জানান, ‘ভিমরুলের কামড়ে একজন সমবায়কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি হৃদয়বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের।’
তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান মানিক মিয়া।
২৫২ দিন আগে
৫ দিনেও উদ্ধার হয়নি চবির অপহৃত পাঁচ শিক্ষার্থী
খাগড়াছড়ি জেলা শহরের গিরিফুল এলাকা থেকে অপহরণের পাঁচ দিন পরও উদ্ধার হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী। তাদেরকে উদ্ধারে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী।
এদিকে ৫ শিক্ষাথীর নিঃশর্ত মুক্তি ও রাঙ্গামাটির কাউখালীতে পাহাড়ী ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র ছাত্রীরা।
‘খাগড়াছড়ি আদিবাসী ছাত্র সমাজের’ ব্যানারে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের শাপলা চত্বর, আদালত সড়ক হয়ে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।
তুষন চাকমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুজন চাকমা ঝিমিত, বাংলাদেশ মারমা ষ্টুডেন্ট কাউন্সিলের উক্যনু মারমা, ত্রি পুরা ষ্টুডেন্টস ফোরামের সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, চবির সাবেক শিক্ষাথী রহেল চাকমা, শিক্ষাথী মায়া চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরও পড়ুন: ৬ দফা দাবিতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
এ সময় বক্তারা অবিলম্বে অপহৃতদের নিঃশর্ত মুক্তি ও ধর্ষকের বিচারের দাবি জানিয়ে বলেন, ‘ইউপিডিএফ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে পার্বত্য চট্টগ্রাম এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উসকানি দিয়ে ও অপহরণ বাণিজ্য শুরু করেছে।’
তারা এ ঘৃণ্য তৎপরতা থেকে ইউপিডিএফকে বের হয়ে আসার আহ্বান জানান।
২৫২ দিন আগে
চট্টগ্রামে এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধী জামায়াত
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা।
আরও পড়ুন: জামাতে নামাজ আদায়, ৩০০ শিশু-কিশোর পেল বাইসাইকেল
এ সময় সংগঠনের নগর শাখার আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এর মাধ্যমে আমদানি-রপ্তানির ৯২ শতাংশ কার্যক্রম সম্পন্ন হয়।’
‘এনসিটি টার্মিনাল বর্তমানে বন্দরের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস। এই স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে তা হবে জাতীয় অর্থনীতির ওপর সরাসরি আঘাত।’
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় ২০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এনসিটি থেকে গত অর্থবছরে ১ হাজার ৩৬৭ কোটি টাকা আয় হয়েছে। বন্দরের মোট হ্যান্ডলিংয়ের ৫৫ শতাংশ হয় এই টার্মিনালে। এখানে প্রায় পাঁচ হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন, যাদের জীবিকার নিরাপত্তা এই টার্মিনালের সঙ্গে জড়িত।
এ সময় জামায়াত নেতার বলেন, ‘সাবেক সরকারের অর্থনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমান এনসিটি টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের পেছনে সক্রিয় ছিলেন। এর মাধ্যমে রাষ্ট্রীয় স্বার্থকে উপেক্ষা করে, শেখ পরিবারের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা হয়েছে।’
আরও পড়ুন: মাওলানা সাদ কান্ধলভীর নিরাপদ আগমনের দাবি তাবলিগ জামাতের কিছু অনুসারীর
‘এছাড়া পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়ার মতো চক্রান্তের পুনরাবৃত্তি এনসিটির ক্ষেত্রেও হচ্ছে। অথচ এনসিটি এখনও লাভজনক, প্রযুক্তিনির্ভর ও উন্নত একটি টার্মিনাল। নতুন কোনো বিনিয়োগ ছাড়াই এটি পরিচালনা সম্ভব। বিদেশি বিনিয়োগের বিরোধিতা নয়, বরং সেটি হওয়া উচিত নতুন প্রকল্প ও গ্রীনফিল্ডে— যেমন ইকোনমিক জোন ও বে-টার্মিনাল এলাকায়,’ বলেন তিনি।
এদিকে নিজস্ব অর্থায়নে তৈরি ও সফলভাবে পরিচালিত এনসিটি টার্মিনাল কেনো বিদেশি কোম্পানিকে দেওয়া হবে, সে প্রশ্ন তোলে জামায়াত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
২৫২ দিন আগে