������������������
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
ঢাকা-বরিশাল মহাসড়কের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থিবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফায়ার সাভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
তিনি আরও বলেন, আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় স্থানীয় সাংবাদিক নিহত
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিভাগে ৮২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরও ৪৪২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: বরিশালে সেফটি ট্যাংকে পড়ে যাওয়া বালতি তুলতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মারা যাওয়া তিনজন হচ্ছেন- বরিশালের বানারীপাড়া উপজেলার শাহানুর ও উজিরপুর উপজেলার আনিস সরদার এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ফারুক মোল্লা।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ৪৪২ রোগী।
এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালের ১৪৬ জন, পটুয়াখালীতে ৯৯ জন, পিরোজপুরে ৭২ জন, ভোলায় ৪৯ জন, বরগুনা ৬৭ জন ও ঝালকাঠিতে ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, মারা যাওয়া তিনজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। এর মধ্যে বরিশালে ৫৭ জন, ভোলায় ৮ জন, বরগুনায় ৫ জন ও পিরোজপুরে ৭ জন ও পটুয়াখালীর ৫ জন।
আরও পড়ুন: বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ভোলায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪৫) ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের (গরিবের দুবাই খ্যাত) বালুর মাঠ সংলগ্ন নদীর তীর থেকে লাশটি পুলিশ উদ্ধার করেছে।
আরও পড়ুন: মেঘনায় পণ্যবাহী ট্রলারডুবি, মাঝি নিখোঁজ
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, শিবপুর বালুর মাঠ এলাকায় মেঘনা নদীর তীরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
তিনি আরও বলেন, পরে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো পাওয়া যায়নি।
তিনি বলেন, লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশটি ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নিখোঁজের ৩ দিন পর মেঘনা নদী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আমরা জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ: সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর অর্জন অনেক উল্লেখ করে বরিশালে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আমরা জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। তবে আমাদের এই অর্জনে খুশি হয়ে থেমে থাকলে হবে না আরও আগাতে হবে। সারাবিশ্ব এগিয়ে যাচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে ১৫ তলা বিশিষ্ট সেনাসদস্যদের পারিবারিক বাসস্থান 'সেনানীড়' উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ স্মার্ট হচ্ছে, সেই সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে স্মার্ট হতে হবে। ভবিষ্যতের টেকনোলজি, রণকৌশল ও বিশ্বপরিস্থিতিকে মাথায় রেখে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।
আরও পড়ুন: থাইল্যান্ড থেকে ফিরেছেন সেনাপ্রধান
এ সময় তিনি স্টেশন অফিসার্স মেস-বি, ডিভিশন মডেল রুম, ডিভিশন সুইমিং পুল, গ্যারিসন মসজিদ-৩ এর উদ্বোধনের ঘোষণা করেন।
সেনা প্রধান আরও বলেন, স্থাপনাগুলো তৈরির মাধ্যমে আপনাদের (সেনাসদস্যদের) জীবনযাত্রার মান আগের চেয়ে আরামদায়ক হবে। তা আপনাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হলো সেবা করা, বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করা। আত্মত্যাগের মানসিকতা নিয়ে আমাদের সব সময় কাজ করতে হবে। কষ্ট করার জন্যই আমরা সেনাবাহিনীর এই চ্যালেঞ্জিং পেশা বেছে নিয়েছি। নিজেদের প্রস্তুত করে দেশ-বিদেশে দায়িত্ব সঠিকভাবে পালন করে মানুষের কাছে আমাদের নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আরও পড়ুন: থাইল্যান্ডে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার বৈঠকে যোগ দেবেন সেনাপ্রধান
বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে মোট ৭৫ জনের মৃত্যু হলো।
এ ছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৮ জন রোগী ভর্তি হয়েছেন, যা নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৮৫ জন রোগী চিকিৎসাধীন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃতরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার পিয়ারা, পিরোজপুরের নাজিরপুর উপজেলার মমতাজ ও ভোলার রোরহানউদ্দিন উপজেলার তারিকুল ইসলাম।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৯৮
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, মৃত তিনজনের একজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৫৮ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১৫২ জন, পটুয়াখালীতে ১০৫ জন, পিরোজপুরে ৬৪ জন, ভোলায় ৪৯ জন, বরগুনা ৭৫ জন ও ঝালকাঠিতে ১২ জন।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৯ হাজার ৬৩৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩৩৪ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২২৫ জন।
ডা. শ্যামল কৃষ্ণ জানান, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন। এর মধ্যে বরিশালে ৫০ জন, ভোলায় ৮ জন, বরগুনায় ৫ জন ও পিরোজপুরে ৭ জন ও পটুয়াখালীত ৫ জন। তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি।
মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩১২২
ঢাকায় ডেঙ্গু রোগী না পাঠানোর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৭১ জনের মৃত্যু হলো। এই সময়ের মধ্যে আরও ২৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার বাহাদুরপুর এলাকার হাফিজুল (২০) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পবন মল্লিক (৫৫)।
আরও পড়ুন: খুলনায় আইভি স্যালাইন স্বল্পতায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যাহত
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, মৃত দুইজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৫৪ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৬৩ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ৪৩ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৩৬৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।
এ ছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪ জন, পটুয়াখালীতে ২০ জন, ভোলায় ৩৬ জন, পিরোজপুরে ৭৬ জন, বরগুনায় ৬ জন ও ঝালকাঠিতে ৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, আক্রান্ত ২১২৯
ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে ৩ নারীর মৃত্যু
ভোলায় নসিমন উল্টে শ্রমিক নিহত, আহত ৫
ভোলায় নসিমন উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আল আমিন (৩৫) সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো. রুহুল আমিনের ছেলে।
আরও পড়ুন: পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত, আহত ১
আহতরা হলেন- মঞ্জু, মো. বাবুল, নূর উদ্দিন, আব্দুল ও আজিজল। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে।
আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে সদর উপজেলা থেকে একটি নসিমনে করে ঢালাইয়ের মিক্সার মেশিনসহ ১০-১৫জন নির্মাণশ্রমিক দৌলতখান উপজেলায় কাজে যাচ্ছিলেন। এসময় বাংলাবাজার এলাকার ব্রিজ থেকে নামার সময় নসিমনটি উল্টে ছয় জন শ্রমিক গুরুতর আহত হয়।
পরে খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন নামের এক শ্রমিক মারা যান।
ভোলা ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক মো. লিটন আহমেদ সাংবাদিকদের জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে একজনের মৃত্যু হয়।
ভোলা সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, নসিমন উল্টে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল যেহেতু ভোলা সদর ও দৌলতখান থানার সীমান্তবর্তী এলাকা। তাই ঘটনাস্থল নির্ধারণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জে ভবনে রং করার সময় রশি ছিঁড়ে পড়ে ২ শ্রমিক নিহত
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রিয়াদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১১ বছর বয়সী রিয়াদ স্থানীয় তালুকদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল এবং গুপ্তমুন্সি গ্রামের মো. টুলু মাতব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই রিয়াদের বাবা টুলু মাতব্বরের অটোরিকশাটি চার্জে দেওয়া ছিল। দুপুরের দিকে রিয়াদ খেলাধুলার সময় হঠাৎ অটোরিকশার চার্জারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে রিয়াদের পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রাসেল (১৯) নামে এক জেলেকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ইলিশা মাছ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেলের বাড়ি পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালুপুর গ্রামে। তার বাবার নাম তোফাজ্জেল হোসেন ভাণ্ডারী।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হত্যা, আটক ৩
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় আকতার মাঝির নৌকায় রাসেল ও রিয়াজ জাল বুনতে বসেন। জাল বোনার একপর্যায়ে সিগারেট নিয়ে রাসেল ও রিয়াজের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়াজ তার হাতে থাকা জাল কাঁটার ছুরি দিয়ে পেটে আঘাত করে হত্যা করেন রাসেলকে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা ইলিলা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজকে আটক করেছে।
আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী আটক
চুয়াডাঙ্গায় 'মেয়ের ছুরিকাঘাতে' বাবা খুন, স্ত্রী-মেয়ে আটক
ঝালকাঠিতে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বজ্রপাতে ইছাহাক খলিফা (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ধানের জমিতে বীজ রোপণ করতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি।
আরও পড়ুন: নওগাঁয় পৃথক বজ্রপাতে প্রাণ গেল ২ জনের
স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাবালিয়া ইউনিয়নে ধানের বীজ রোপণ করছিলেন ইসাহাক। বিকালে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন বলেন, ইছাহাক খলিফা বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এলাকার লোকজন ও আত্মীয় স্বজনরা তাকে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত
যশোরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের