খুলনা
ঝিনাইদহে বটগাছ থেকে ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি পুকুর পাড়ের বটগাছ থেকে মধু হোসেন (২৮) নামের এক ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৭ জুন) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত মধু ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামের বিল্লাল ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পুকুর পাড়ের বটগাছের ডালে মধুর লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মধুর ছোট ভাই পরশ জানায়, মধু প্রায় পাঁচ-ছয় মাস ধরে বিকাশ কুমার নামের এক ব্যক্তির গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহকরছিলেন। গত কয়েক মাস ধরে তার বাবার সঙ্গে মনোমালিন্য চলছিল। যে কারণে প্রায় ২ থেকে ৩ মাস ধরে সে বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিল। সোমবার বিকালে পরিবারের সদস্যদের ফোন করে বলে, ‘আমার ভুল হয়ে গেছে, তোরা সবাই আমাকে ক্ষমা করে দিস।’
চাচাতো ভাই এনামুল জানান, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মধু তার মামাতো ভাই রমজান হোসেনেরসঙ্গে ছিলেন। পরদিন সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর-পশ্চিম পাশে বড় পুকুরের ধার ঘেঁষে একটি বটগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।
আরও পড়ুন: সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
১৯৪ দিন আগে
যশোরে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই
যশোরের মনিরামপুর সড়কের কুয়াদা জামতলা মোড়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নগদ যশোর শাখার একটি ডিলারের কর্মকর্তা রবিউল ইসলামের কাছ থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত চক্র এই টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী জানিয়েছে।
নগদ যশোরের একাউন্ট্যান্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা বুঝে নিয়ে কর্মকর্তা রবিউল ইসলাম একটি প্রাইভেটকারে মনিরামপুরের উদ্দেশে যাচ্ছিলেন। জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল আসা দুর্বৃত্ত চক্র প্রাইভেটকারের সামনে এসে গতিরোধ করে। এরপর গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং রবিউলকে নামিয়ে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
নগদ কর্মকর্তা রবিউল ইসলাম যশোরের ভাতুড়িয়া হাফেজ পাড়ার জালাল উদ্দিনের ছেলে। তিনি নগদ যশোর একটি শাখার ব্যবস্থাপক। যশোর থেকে নগদের টাকাটি যে প্রাইভেটকারের চালক পোস্ট অফিস পাড়ার মোহাম্মদ সাজু। প্রাইভেটকার নাম্বার ঢাকা মেট্টো গ-১৫৫৯২৩।
রবিউল ইসলাম জানান, তিনি যশোরের নগদের একাউন্ট্যান্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ওই ৫৫ লাখ টাকা নিয়ে মনিরামপুর শাখা সাব অফিসের টাকা আবু সাজিদের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। আর পথিমধ্যে তাদের উপর হামলা হয়েছে। তার উপর আঘাত করা হয়েছে, গাড়ি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ঘটনাস্থলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার একটি টিম প্রকৃত ঘটনা উদঘাটনে খোঁজখবর নিচ্ছেন।
আরও পড়ুন: ভারতে যাওয়ার সময় তানোর যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে কাজ শুরু করেছে।
১৯৪ দিন আগে
খুলনায় দুই নারীর করোনা শনাক্ত, প্রাদুর্ভাব ঠেকাতে হাসপাতালগুলোতে প্রস্তুতি
খুলনায় গত কয়েকদিন ধরে করোনার নানা উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীদের ভীড় লক্ষ করা গেছে। ইতোমধ্যে অনেকেই পরীক্ষা করিয়েছেন, যার মধ্যে দুই নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) খুমেক হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে পৃথক পরীক্ষায় তাদের শরীরে করোনা শনাক্ত হয়।
খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি করোনার নতুন ঢেউ মোকাবিলায় খুলনায় নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ডা. ইশতিয়াক জানান, আক্রান্ত দুই নারীর নাম সুমাইয়া ও তানিয়া। তাদের মধ্যে সুমাইয়াকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট না থাকার কারণে সংক্রমণের তথ্য মিলছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে দেশব্যাপী করোনার প্রকোপ আবার বাড়তে শুরু করায় প্রস্তুত করা হচ্ছে হাসপাতালগুলো। এ অঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ৪০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ১০টি আইসিইউ শয্যাও প্রস্তুত করা হচ্ছে।
তবে করোনা পরীক্ষার জন্য হাসপাতালটিতে মাত্র ৭৫টির মতো র্যাপিট অ্যান্টিজেন কিট রয়েছে যা চাহিদার তুলনায় খুবই সামান্য। করোনা পরীক্ষার জন্য মন্ত্রণালয়ে পাঁচ হাজার কিটের চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া, পিসিআর মেশিনটিও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে বলে জানা গেছে।
তবে খুলনা জেনারেল (সদর) হাসপাতালে ৪০০টির মতো কিট রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে ডা. ইশতিয়াক বলেন, ‘করোনার প্রাদুর্ভাব নতুন করে দেখা দেওয়ায় খুমেক হাসপাতালের করোনা ইউনিটের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা একটি কমিটি গঠন করেছি। বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলও প্রস্তুত। বর্তমানে ৪০টি আইসোলেশন ও দশটি আইসিইউ শয্যা প্রস্তুত আছে। এনেসথেশিউলোজিস্ট ও করোনার জন্য মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকও প্রস্তুত আছেন।’
খুলনাবাসীকে করোনার চিকিৎসা দিতে চিকিৎসকরা প্রস্তুত রয়েছেন বলে আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: করোনায় আরও এক মৃত্যু, শনাক্ত ২৫
খুমেক হাসপাতাল সূত্রে আরও জানা যায়, ২০২৩ ও ২০২৪ সালে খুলনায় করোনা পরীক্ষাই হয়নি। ফলে মজুদ করা কিটের মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
তবে বর্তমানে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের পৃথকভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালটির চিকিৎসকরা।
এ বিষয়ে খুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, ‘জ্বরের সঙ্গে সর্দি-কাশি ও পুরো শরীরে ব্যাথা—এমন কোনো রোগী পেলে আমরা তাৎক্ষণিকভাবে তার পরীক্ষা করাচ্ছি। তাছাড়া, শ্বাসকষ্টসহ করোনার অন্যান্য উপসর্গ নিয়ে যারা আসছেন, তাদের আলাদাভাবে নিয়ে চিকিৎসা দিচ্ছি। এখানে লাল, হলুদ ও গ্রিন জোন ভাগ করে পৃথকভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
নমুনা সংগ্রহকারীদের দেওয়া তথ্যমতে, এখনই প্রতিদিন ৮ থেকে ১০ জন করে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। হাসপাতালে আরটিপিসিআর মেশিন ব্যবহার করার জন্য ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি হাসপাতালে নেই। পাশাপাশি অক্সিজেন সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছে, অতিরিক্ত ৫০০ অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে মজুদ রয়েছে।
১৯৫ দিন আগে
ঝিনাইদহ সীমান্তে ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ভারতে অনুপ্রবেশের সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক ছয় বাংলাদেশিকে ফেরত নেওয়া হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকালে সীমান্তবর্তী শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বাঘাডাঙ্গা কোম্পানির খোসালপুর বিওপি কমান্ডারকে ওই ৬ জনের সম্পর্কে জানানো হয়। সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের তাদের আটক করার কথা জানায় বিএসেএফ।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুশইন করা ভারতীয় দম্পতিকে বিএসএফের কাছে হস্তান্তর
আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ছয় বাংলাদেশির নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবিকে সরবরাহ করে বিএসএফ। একই সঙ্গে তাদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। এরপর বিজিবি যাচাই-বাছাই করে তাদের পরিচয় শনাক্ত করে।
পরিচয় নিশ্চিত হওয়ার পর শনিবার বিকাল পৌনে ৫টার দিকে সীমান্তবর্তী ৬০/৮৫ নম্বর পিলারের কাছে শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির প্রতিনিধি হিসেবে খোসালপুর বিওপির কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আটক ছয় বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ফেরত নেওয়া ওই ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৫ দিন আগে
কুষ্টিয়ায় অপহৃত সেই ব্যবসায়ীকে বাড়ির সামনে ফেলে গেল অপহরণকারীরা
কুষ্টিয়ায় অপহরণের একদিন পর ব্যবসায়ী মো. জাহা বক্সকে (৩৮) অচেতন অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে গেছে অপহরণকারীরা।
সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে চোখ ও মুখ বাঁধা অবস্থায় তাকে বাড়ির সামনে ফেলে রেখে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ ও পারিবারিক সূত্র।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণের পর তাকে মারধর করা হয়েছে। শারীরিকভাবে অসুস্থ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
জাহা বক্স কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে। তিনি বাড়ির পাশে ‘প্রান্ত স্টোর’ নামে একটি পাইকারি মুদি দোকান চালাতেন।
আরও পড়ুন: মুক্তিপণ না পেয়ে অপহৃত যুবককে হত্যা
এর আগে রবিবার দিবাগত রাত ১টার দিকে নিজ প্রতিষ্ঠান থেকে নগদ টাকাসহ তাকে অপহরণের অভিযোগ ওঠে। অপহরণকারীরা একটি চিঠির মাধ্যমে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। চিঠিতে পাঁচ দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হায়দার স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা হিসেবে পরিচিত আলী রেজা সিদ্দিক কালুর ভাই।
আজ (মঙ্গলবার) সকালে জাহা বক্সের ছেলে প্রান্ত জানান, ‘রাত ১২টার দিকে আমাদের বাড়ির বারান্দায় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনি। বাইরে বেরিয়ে দেখি বাবা অচেতন অবস্থায় পড়ে আছেন। তার মুখ ও চোখ বাঁধা ছিল।’
‘পরে জানতে পারি দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে তাকে নামিয়ে দিয়ে চলে গেছে। বাবাকে মারধর করা হয়েছে, মাথায় দাগও রয়েছে। তিনি এখন কথা বলার মতো অবস্থায় নেই।’
অপহরণের রাতে কীভাবে ঘটনাটি ঘটেছিল তা জানাতে গিয়ে প্রান্ত বলেন, ‘একজন ব্যক্তি স্যালাইন নেওয়ার কথা বলে বাবাকে ডেকে নিয়ে যায়। বাবা তাকে পরিচিত কেউ ভেবেছিলেন, কিন্তু বাইরে গিয়ে দেখেন তিনি অপরিচিত। প্রথমে একজন থাকলেও পরে আরও একজনকে দেখা যায়। দোকান খোলার পরপরই পেছন থেকে বাবার মুখ, চোখ ও হাত বেঁধে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ক্যাশ বাক্সের নিচে রাখা টাকাও তারা নিয়ে গেছে। রাতেই পুলিশ বাড়িতে এসে কথা বলে গেছে।’
তিনি বলেন, ‘আমাদের কোনো অভিযোগ নেই। বাবা জীবিত ফিরে এসেছেন, এটাই যথেষ্ট।’
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘জাহা বক্সকে উদ্ধারে পুলিশ, ডিবি ও অন্যান্য বাহিনী সক্রিয় ছিল। তিনি শারীরিকভাবে অসুস্থ। বর্তমানে পুলিশের তত্ত্বাবধায়নে আছেন। সুস্থ হলে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
আটক ইউপি চেয়ারম্যান সম্পর্কে ওসি জানান, ‘তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে। তাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’
১৯৫ দিন আগে
স্ত্রীকে ফিরিয়ে আনতে বলায় মায়ের সামনে বিষপানে ছেলের মৃত্যু
স্ত্রীকে ফিরিয়ে আনতে বলায় মায়ের সামনে বিষপানে বাদল মল্লিক (৩৪) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বাদল মল্লিক গাংনী পৌর শহরের চৌগাছা ভিটাপাড়া এলাকার পচা মল্লিকের ছেলে।
শনিবার (১৪ জুন) আনুমানিক রাত ১০টার দিকে বাদল মল্লিক বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: গোপালগঞ্জে ছয় যানবহনের সংঘর্ষ, নিহত ২
বাদল মল্লিকের মা ঘিনা খাতুন বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বের কারণে দুই মাস আগে বাদল তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। তাকে বারবার স্ত্রীকে ফিরিয়ে আনতে বলা হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার সামনে বিষপান করে।’ তিনি আরও বলেন, ‘এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাদল মল্লিকের লাশ উদ্ধার করা হয়েছে।
১৯৭ দিন আগে
যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
যশোরের চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ইব্রাহিমের ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম নিহত হয়েছেন। রবিউল পুড়াহুদা গ্রামের রফিউদ্দীনের ছেলে।
শনিবার (১৪ জুন) বিকাল দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে এই ঘটনা ঘটে। ওইদিন রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবিউল।
তার ছেলে খালিদ হাসান বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমার চাচা ইব্রাহিম আমাদের রান্নাঘরের টিন বিক্রি করে দেয়। এতে বাধা দিলে চাচা ছুরি দিয়ে আমার বাবা রবিউলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।’
আরও পড়ুন: গোপালগঞ্জে ছয় যানবহনের সংঘর্ষ, নিহত ২
‘তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলামের (বাবা) মৃত্যু হয়।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোন ধরনের লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
১৯৭ দিন আগে
মাছের ঘেরে যুবকের গলাকাটা লাশ, পুলিশ হেফাজতে ২
যশোরের অভয়নগরের নাউলীতে প্রবাস ফেরত হাসান খালাসী (৩০) নামে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। নিহত হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমান খালাসীর ছোট ছেলে।
রবিবার (১৫ জুন) উপজেলার নাউলী গ্রামের একটি মাছের ঘের থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানান, দীর্ঘ আট বছর কুয়েতে প্রবাসী জীবন শেষে আড়াই মাস আগে দেশে ফিরে আসেন হাসান। দেশে ফিরে দুই মাস আগে বিবাহও করেন তিনি। প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন হাসান।
আরও পড়ুন: গোপালগঞ্জে ছয় যানবহনের সংঘর্ষ, নিহত ২
পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। ভোরে স্থানীয়রা মাছের ঘেরে হাসানের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা পুলিশ খতিয়ে দেখছে। হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
১৯৭ দিন আগে
মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বোরহান উদ্দিন নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) বোয়ালমারী সুতাসী ব্রিজের পাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগায় এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, "মামলার তদন্ত কাজ শেষ করে মোটরসাইকেল করে বোরহান বাড়ি ফিরছিলেন। পথে বোয়ালমারী সুতাসী ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন।"
ওসি আব্দুর রহমান আরও বলেন, "পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।" এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
১৯৮ দিন আগে
কুষ্টিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে শেফালী খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেফালী খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার আব্দুল্লাহর স্ত্রী।
আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে চুলায় ধান সিদ্ধ করার সময় খড়ির ঘর থেকে জ্বালানি খড়ি নেওয়ার সময় সাপে কাটে। পরে পরিবারের লোকজন দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সাপের কামড়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৮ দিন আগে