������������������������
নওগাঁয় একই ঘর থেকে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার
নওগাঁর আত্রাইয়ে একই ঘরে দড়িতে ঝুলছিল মা ও মেয়ের লাশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত সাবিনা আক্তার (২৬) ওই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী এবং আফরোজা আক্তার (১০) ওই দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক আরিফুল ইসলাম প্রতিদিনের মতো সকালে তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। সকাল সাড়ে ৮টার দিকে সকালের খাবার খেতে বাড়িতে এসে তিনি ঘরে দেখতে পান তার স্ত্রী সাবিনা আক্তার ও মেয়ে আফরোজা আক্তারের লাশ শোয়ার ঘরে ঝুলছে। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে আত্রাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১১ টার দিকে লাশ দুটি উদ্ধার করে।
স্থানীয় একটি সূত্র জানা যায়, ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে আরিফুল ইসলামের স্ত্রী সাবিনার ঝগড়া হয়। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সোহাগের নেতৃত্বে একটি শালিসি বৈঠক হয়। ওই বৈঠকে গৃহবধূ সাবিনা আক্তার ও তার মেয়ে আফরোজা আক্তারকে অভিযুক্ত করে রায় দেওয়া হয়।
আরও পড়ুন: চাঁদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
অনুমান করা হচ্ছে, ওই শালিসি বৈঠকের রায়ের প্রতি ক্ষুব্ধ হয়ে তারা মা-মেয়ে দুজনে একসঙ্গে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে ইউপি সদস্য রুহুল আমিন সোহাগ বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় সালিসি বৈঠক হয়েছে। তবে ওই বৈঠকে দু’পক্ষকে হাত ধরে মিল করে দেওয়া হয়েছে। এখানে অভিযুক্তের কোনো বিষয় নেই।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে নিহতের পক্ষ থেকে অভিযোগ প্রক্রিয়াধীন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
যশোরের চৌগাছায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুর থেকে এক অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার রেলস্টেশনের পাশে একটি মাদরাসার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: নাটোরে রিকশাচালকের লাশ উদ্ধার
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে গফরগাঁও রেল স্টেশনের পাশে মসজিদ ও মাদরাসা সংলগ্ন পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
তবে পুলিশ ও স্থানীয়রা কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
ওসি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: ভৈরবের ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর লাশ উদ্ধার
ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের মুক্তাগাছায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ সময় আরও এক যুবকের আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলোর পৌর শহরের আটানী বাজারে এই ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান আসাদ (৩২) উপজেলার তারাটী পূর্বপাড়া গ্রামের শামসুল হকের ছেলে এবং প্রয়াত আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ নায়েবে ভাতিজা। সে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ গ্রুপে যুবলীগের সক্রিয় কর্মী ছিল।
আহত যুবকের নাম নাহিদ।
আরও পড়ুন: সীতাকুণ্ডে রেলগেটে ৩ পুলিশ সদস্য নিহত: গেটম্যানকে আসামি করে মামলা
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টার দিকে শহরের আটানী বাজারে একটি চায়ের দোকানে বসে আসাদ ও নাহিদসহ কয়েকজন মিলে এক সঙ্গে বসে চা পান করছিল। এ সময় হঠাৎ করে ১৫ থেকে ২০জনের একদল যুবক চাইনিজ কুড়াল, রড, হকিস্টিকসহ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় তারা আসাদকে কুপিয়ে ও পিটিয়ে দুই পা-হাত থেতলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ড্রেনের উপর ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মৃত্যু হয়। ঘটনার সময় আসাদের সঙ্গে থাকা নাহিদ নামের অপর এক যুবক আহত হয়। তাকেও মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের চাচাত ভাই কাজী আলমগীর আরও জানান, এ ঘটনার মাসখানেক আগেও আসাদকে একবার পিটিয়ে আহত করা হয়। সে ঘটনায় থানায় মামলা চলমান রয়েছে। সেই মামলার আসামিদের নেতৃত্বেই আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত আসাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই গ্রুপের সক্রিয় কর্মী ছিল। এ নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব ছিল বলেও জানান তিনি।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মাঠে কাজ করছে পুলিশ। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইকচালকের মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পূর্ব সুখনগরী গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝালকাঠিতে অটোবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চালকের
নিহত নূর আলম (১৮) ওই গ্রামের নাদু আকন্দের ছেলে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সময় নূর আলম নিজ বাড়িতে তার ইজিবাইক চার্জ দিতে গেলে অসাবধানতাবসত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয় লোকজন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সাব্বির আহমেদ নূর আলমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মাগুরায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু
ময়মনসিংহে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
ময়মনসিংহ নগরীর ঘুন্টি এলাকায় নিখোঁজের একদিন পর রেললাইনের পাশের ডোবা এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ওমর (১০) ঘুন্টি মাঠপাড় এলাকার মিলন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ঘুন্টি রেললাইনের পাশের ডোবায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
আরও পড়ুন: রাজশাহীতে পদ্মায় নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
শিশুটি বুধবার বিকাল থেকে নিখোঁজ ছিল বলে জানায় তার পরিবার।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করে ডোবায় ফেলা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
আরও পড়ুন: পেকুয়ায় পানিতে ভেসে যাওয়া নিখোঁজ ৩ শিশুর লাশ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ
ময়মনসিংহের ভালুকায় মায়ের কাছে নেশার টাকা না পাওয়ায় কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
বুধবার (২৬ জুলাই) রাতে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুপিনা বেগম (৫৫) খারুয়ালী গ্রামের মৃত শাহাবুদ্দিন শাহুর স্ত্রী ও অভিযুক্ত ছেলে জনি মিয়া (২২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বখাটে ও মাদকাসক্ত জনি নেশার টাকার জন্য প্রায়ই মাকে উত্ত্যক্ত করত। বুধবার রাতে নেশার জন্য মায়ের কাছে টাকা চায়। মা টাকা দিতে অস্বীকার করায় বসত ঘরের বারান্দায় চেয়ারে বসে থাকা অবস্থায় তার মাকে ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে পুকুরে ডুবে নানা-নাতির মৃত্যু
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
তিনি আরও জানান, ছেলেকে আটক করতে পুলিশি অভিযান চলছে।
আরও পড়ুন: 'ভরসার নতুন জানালা’ বাস্তবায়নে ইউসিবি ব্যাংকের ময়মনসিংহ শাখার বৃক্ষরোপণ কর্মসূচি
জামালপুরে পানিতে ডুবে ২ শিশুকন্যার মৃত্যু
জামালপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুকন্যার মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর পিঙ্গলহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুকন্যা হলো- শাহবাজপুরের সাদ্দাম হোসেনের মেয়ে শুকরিয়া (৭) এবং একই এলাকার এরশাদ হোসেনের মেয়ে আতিয়া (৭)।
আরও পড়ুন: কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তারা নুর এ মদিনা কিন্ডারগার্টেন মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা দুজন চাচাতো বোন।
স্থানীয়রা জানায়, সোমবার (২৪ জুলাই) দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌমিত্র কুমার বণিক বলেন, দুপুর দেড়টার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়। তারা মৃত ছিল।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী খান জানান, জামালপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ লাশ দাফনের অনুমতি দিয়েছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাছভর্তি বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
গাড়ি চালানো অবস্থায় চালক হৃদরোগে আক্রান্ত, দুর্ঘটনায় নিহত ২
জামালপুরে সাবেক ইউপি সদস্য খুন
জামালপুরে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন।
শনিবার (২২ জুলাই) রাত ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলার ফুলজোর গ্রামে স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঝিকরগাছায় ২৪০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম (৫০) মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার ফুলজোর গ্রাম।
জানা যায়, শনিবার রাতে ওই গ্রামের জহুরুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বজল কুমার সরকারের নেতৃত্বে মাদারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্বজল কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, লাশ বর্তমানে মাদারগঞ্জ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য দ্রুতই জহুরুল ইসলামের লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছোট ভাইয়ের বিরুদ্ধে ছুরিকাঘাতে বড় ভাই খুনের অভিযোগ
চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
ময়মনসিংহে পুকুরে ডুবে নানা-নাতির মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নানা-নাতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বালিয়াগড়া গ্রামের একটি পুকুর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- আয়নাল হক (৬০) এবং তার নাতি একই গ্রামের সৌদি প্রবাসী আবদুর রহিমের ছেলে হাবিবুর রহমান (১২)।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লিটন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খুলনায় পুকুর থেকে দুদকের আইনজীবীর লাশ উদ্ধার
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সম্প্রতি আয়নাল হকের বাড়িতে বেড়াতে আসে হাবিবুর রহমান। দুপুরে নানা ও নাতি এক সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে নাতি পুকুরের পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে নানাও পানিতে তলিয়ে যান।
এদিকে গোসল করতে এসে দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন নানা-নাতিকে খোঁজাখুঁজি শুরু করেন এবং পুকুর পাড়ে তাদের জামা-কাপর ও মোবাইল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুরে ডুবে ফুপু-ভাতিজির মৃত্যু
কুষ্টিয়ায় নিখোঁজের ৪ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ
ময়মনসিংহে পুকুরে ডুবে দাদি-নাতনির মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মেসুর উদ্দিনের স্ত্রী সাহেরা খাতুন (৬৫) ও ছেলে সুজনের মেয়েশিশু জান্নাত (৪)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সাহেরা খাতুন নামে ওই নারী তার চার বছর বয়সী নাতনি জান্নাতকে কোলে নিয়ে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে।
গোসলের এক পর্যায়ে সাহেরার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। এ সময় তার কোলে থাকা নাতনিসহ দুইজনেই পানিতে ডুবে যান। দীর্ঘ সময় পর গোসল থেকে না ফেরায় পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে দেখেন দাদি-নাতনির লাশ ভেসে উঠেছে।
পরে স্বজনরা পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর ও দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যশোরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু