ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজিচালক আব্দুল মতিন (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫২)।
স্থানীয়রা জানান,আজ (বুধবার) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় উল্টো পথে আসা একটি ঢাকামুখী ট্রাক বিপরীতমুখী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী হাফিজ উদ্দিন নিহত হন এবং সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ গুরুতর আহত সিএনজি চালক আব্দুল মতিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ড্রামট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব ভূঁইয়া বলেন, উল্টো দিক থেকে আসা ট্রাকটি সিএনজিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে একটি মামলা করেছেন।’