জাতীয়-পার্টি
সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সে জিতেছে: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সরকার যেখানে নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছে সেখানেই নিরপেক্ষ হয়েছে; যাকে জেতাতে চেয়েছে সে জিতেছে।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: জাতীয় পার্টিকে ভোট দিন: জিএম কাদের
জিএম কাদের বলেন, নির্বাচন সার্বিকভাবে ভালো হয়নি। যে রকম আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। সরকার যেখানে নিরপেক্ষ করতে চেয়েছে সেখানে নিরপেক্ষ হয়েছে। সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেটাই হয়েছে।
সরকারের নিয়ন্ত্রণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে জিএম কাদের বলেন, আমার বিশ্বাস এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।
জিএম কাদের বলেন, একটি পক্ষ আমাদের রাজনীতিটা নষ্টের চেষ্টা করছে। এখানে সরকারও মদদ দিচ্ছে বলে আমার ধারণা।
জিএম কাদের বলেন, রবিবার যে নির্বাচন হয়েছে তাতে আমরা আশানুরূপ ফলাফল পাইনি। আমরা একটা পরিবেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যেন প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং আমাদের প্রার্থীরা অর্থ ও অস্ত্রের প্রভাবমুক্ত থাকবে।
আরও পড়ুন: নির্বাচনে জাতীয় পার্টিকে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে: জিএম কাদের
তিনি বলেন, তারা আমাদের কথা দিয়েছিলেন, নিশ্চিত করেছিলেন। কিন্তু ভোটারদের হুমকি, এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কেন্দ্র দখল করে ভোট দেওয়া হয়েছে। প্রশাসন সম্পূর্ণ তাদের পক্ষে কাজ করেছে। কিন্তু তারা কথা দেওয়ার পরেও কথা রাখেনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান যেখানে ছিল সেখানেই আছে।
এসময় ঢাকা, চাঁদপুর, জামালপুর, কুমিল্লা, শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকার চিত্র ধরে জিএম কাদের বলেন, এসব জায়গায় আমাদের প্রার্থীদের যথেষ্ট সম্ভাবনা ছিল বেরিয়ে আসার। কিন্তু সেটা করতে দেওয়া হয়নি।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জিএম কাদের বলেন, নির্বাচনে অংশ নেওয়া ভুল ছিল কি না- সে বিষয়ে এখনই মূল্যায়ন করা যাবে না। সামনের দিনগুলো দেখতে হবে।
ফলাফল প্রত্যাখ্যান এবং সংসদে না যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এসময় দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সারাদেশে জাপা প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে: জিএম কাদের
৭২০ দিন আগে
নির্বাচনে জাতীয় পার্টিকে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে: জিএম কাদের
নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থীদের বলি দিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, এজন্য তার দলকে ‘বলির পাঁঠা’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রংপুর-৩ আসনের নির্বাচন পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন,'যেহেতু আমরা নির্বাচনে অংশ নিয়েছি, তাই এখনই নির্বাচন বর্জনের কোনো সুযোগ নেই। নির্বাচনের ফলাফল পাওয়ার পর আমাদের কর্মসূচি ঘোষণা করতে হবে।’
আরও পড়ুন: দিনাজপুর-২ আসন: সরে দাঁড়ালেন জাপা প্রার্থী মাহবুবুল আলম
তিনি বলেন, ‘জামালপুর, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে আমি তথ্য পেয়েছি। অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের আশ্বাস দিলেও রংপুর এলাকা ছাড়া অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে না।’
আরেক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন,‘আমি আগে থেকে কিছু বলতে চাই না। আমরা দলের নেতাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
আরও পড়ুন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীপুর-৩ আসনের জাপা প্রার্থী
৭২১ দিন আগে
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীপুর-৩ আসনের জাপা প্রার্থী
সুষ্ঠু পরিবেশ না থাকা ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে জেলা শহরের ঝুমুর এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার দুই আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাপার দুই প্রার্থীর
তিনি বলেন, সারাদেশে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুরের সাধারণ মানুষ নির্বাচন থেকে বিমুখ হয়ে পড়েছে, শুধু বিশেষ সুবিধাভোগী কিছু লোক নির্বাচনের মাঠ গরম রেখেছে।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে কালো টাকার ব্যাপক ছড়াছাড়ি হচ্ছে। কালো টাকার প্রভাবে কেন্দ্রে এখন এজেন্ট দেওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমার পোস্টার ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেট-৫ আসন: সরে দাঁড়ালেন জাপার প্রার্থী সাব্বির
এসব বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই সুষ্ঠু পরিবেশ না থাকায় কেন্দ্রের নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বলে জানান এই প্রার্থী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক মহিউদ্দিন খোকন, সাহিত্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন এমরান, তথ্য ও গবেষণাবিষয়ক নিজাম উদ্দিন খান, জেলা সদস্য মিনহাজুর রহমান বিন্তু, পৌর জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক মো. সালাহ্ উদ্দিন খোকন প্রমুখ।
আরও পড়ুন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর ভাণ্ডারী
৭২৪ দিন আগে
দিনাজপুর-২ আসন: সরে দাঁড়ালেন জাপা প্রার্থী মাহবুবুল আলম
দিনাজপুরের-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থী মাহবুবুল আলম।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিরলে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে চাপ, হুমকি বা ভয়ভীতির কোনো কারণ নেই বলে নিশ্চিত করেছেন জাপার এই প্রার্থী।
নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর কারণ জানতে চাইলে মাহবুবুল আলম বলেন, সাধারণ ভোটারদের বিভিন্ন প্রশ্নে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
আরও পড়ুন: সারাদেশে জাপা প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে: জিএম কাদের
তিনি বলেন, আওয়ামী লীগ জাতীয় সমঝোতা করেই তো নির্বাচন করছে। তাহলে ভোটাররা কাকে ভোট দেবে নৌকা না লাঙলে? এ ধরনের প্রশ্নের জবাব দিতে বিব্রতকর অবস্থায় পড়ে নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।
ভোটারদের কাছে ভোট চাইতে আর কোনো প্রচার চালাবেন না বলেও জানান লাঙলের এই প্রার্থী।
আরও পড়ুন: কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী রুহুল আমিন হাসপাতালে
৭২৬ দিন আগে
কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী রুহুল আমিন হাসপাতালে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন।
সোমবার (১ জানুয়ারি) ভোর ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরাগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তিনি সিসিইউতে চিকিসাধীন।
বিষয়টি নিশ্চিত করেন সাবেক এমপি রুহুল আমিনের ভাতিজা রানা পারভেজ।
আরও পড়ুন: জাতীয় পার্টিকে ভোট দিন: জিএম কাদের
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতাল আনা হলে প্রথম তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ইসিজি রিপোর্টে তার হার্টের সমস্যা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা শুনেছি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে কুড়িগ্রাম-৪ আসনে বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন সাবেক এমপি রুহুল আমিন। এই আসন থেকে ২০১৪ সালে এমপি নির্বাচিত হয়ে ছিলেন তিনি।
আরও পড়ুন: সারাদেশে জাপা প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে: জিএম কাদের
৭২৭ দিন আগে
সারাদেশে জাপা প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে: জিএম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের বলছেন, দেশের বিভিন্ন স্থানে জাপা প্রার্থীদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগের প্রার্থীরা। লালমনিরহাটে জাপা প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে, এখনও হুমকির মাঝে আছেন তিনি।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রংপুর শহরের সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, শুক্রবার সিলেটে জাপার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে কর্মীদের ধমক দিয়ে বের করে দেওয়া হয়েছে। সেখানে আওয়ামী লীগ ছাড়া কেউ থাকতে পারবে না, নির্বাচন করতে পারবে না। এ ধরনের ঘটনার খবর সারাদেশ থেকে আসছে।
রংপুরে এ ধরনের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, আমি জয়ী হলে রংপুরবাসীর প্রত্যাশা পূরণ হবে।
রংপুরবাসী বঞ্চনার শিকার থেকে রক্ষা পেতে তারা জাপাকে বিজয়ী করবেন বলেও আশা করেন জিএম কাদের।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি।
এতে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জাপার কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রজ্জাকসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
৭২৯ দিন আগে
জাতীয় পার্টিকে ভোট দিন: জিএম কাদের
পরিবর্তন ও শান্তি আনতে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
গোবিন্দগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারের সময় এক জনসভায় তিনি বলেন, ‘আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট ও দুর্নীতি থেকে দেশকে বাঁচাতে জাতীয় পার্টিকে ভোট দিন এবং দলকে বিজয়ী করতে সহায়তা করুন। জনগণ অনেক কষ্ট পাচ্ছে এবং পরিবর্তনের জন্য জাতীয় পার্টি প্রয়োজন।’
তিনি গাইবান্ধা-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমানের পরিচয় করিয়ে দিয়ে বলেন, দলীয় প্রার্থী নির্বাচিত হলে জনগণের সেবা করবেন।
আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করার সঙ্গে জড়িত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ক্ষমতাসীন দল বিভিন্ন আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রত্যাহার করে নিলেও তারা আবার ওই সব আসন থেকে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন করে।
তিনি বলেন, ‘আমরা কোনো মহাজোটের অংশ নই। আমরা লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছি, অপরাধীদের ভয় পাওয়ার কোনো মানে নেই। আমরা বিশ্বাস করি, জাতীয় পার্টির অবস্থান কী, তা ভোট ও নির্বাচনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে।’
৭৩৪ দিন আগে
‘শুভ বড়দিন’ উপলক্ষে জাপা চেয়ারম্যানের শুভেচ্ছা
আগামীকাল ২৫ ডিসেম্বর ‘শুভ বড়দিন’ উপলক্ষে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি অভিনন্দন ও শুভেচছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রবিবার (২৪ ডিসেম্বর) এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তা দেন তিনি।
বার্তায় তিনি বলেন, শুভ বড়দিন। খ্রিস্টধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের শুভ জন্মদিন। এই দিনে জেরুজালেমের বেথলেহেম নগরীর কাছাকাছি এক গোয়াল ঘরে জন্ম নেন শিশু যীশু। এ উপলক্ষে খ্রিস্টধর্মের অনুসারী বিশ্বের সকল মানুষের জন্য আমার অফুরান ভালোবাসা। দেশবাসীকেও আমার প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার জিএম কাদেরের
তিনি বলেন, স্বল্পস্থায়ী জীবনে যীশু খ্রিস্ট মানুষকে আহ্বান করেছেন শান্তি, সাম্য আর ভালোবাসার পথে। হিংসা, বিদ্বেষ ও পাপাচার থেকে মানুষকে মুক্তির পথে ডেকেছেন তিনি। সংযম ও পরম সহিষ্ণুতা দিয়ে যীশু জয় করেছিলেন মানুষের হৃদয়। তিনি মানুষের সাম্যের কথা বলেছেন। শত নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা হয়ে থাকবেন যীশু খ্রিস্ট।
প্রতি বছর এই দিনে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে শুভ বড়দিন উদযাপন করেন। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন দৃশ্যমান হয় শুভ বড়দিনে।
আরও পড়ুন: বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা দেবে জাতীয় পার্টি
৭৩৬ দিন আগে
বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা দেবে জাতীয় পার্টি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টি (জাপা) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।
২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় বনানীর দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করবেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বুধবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপা এসব তথ্য জানায়।
আরও পড়ুন: নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: মুজিবুল হক চুন্নু
জাপা জানায়, অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
গত ১৭ ডিসেম্বর চুন্নু বলেন, নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক ও অর্থবহ করার প্রচেষ্টার অংশ হিসেবে তার দল ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তিনি বলেন, আমরা সব বাধা অতিক্রম করে নির্বাচনে অংশ নিচ্ছি। কোনো চাপ নেই। চাপ থাকলে অন্য দলগুলোও যোগ দিত। আমরা একটি একক দল এবং আমরা আমাদের নিজস্ব রোডম্যাপ তৈরি করেছি।
আরও পড়ুন: জাতীয় পার্টি ও শরিকদের সঙ্গে ৩২টি আসন ভাগাভাগি আওয়ামী লীগের
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জানিয়েছে, তারা ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দিয়েছে।
চুন্নু সম্প্রতি ২৮৩টি আসনে কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন তার যুক্তি দেখিয়ে বলেন, ‘যদি আমরা সর্বাধিক সংখ্যক আসন জিততে পারি তবে আমরা খুশি হব। আমরা লড়াই চালিয়ে যাব। কিছু ক্ষেত্রে কিছু কৌশল থাকবে। এখন শেয়ার করতে চাই না। আমি আমার দলের কৌশল শেয়ার করব না।’
বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং রওশনের ছেলে রাহগীর আল মাহি (সাদ) এরশাদ এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
আরও পড়ুন: জাতীয় পার্টি আগামী নির্বাচনে ২৮৩ জন প্রার্থী দেবে: চুন্নু
৭৩৯ দিন আগে
জাতীয় পার্টি আগামী নির্বাচনে ২৮৩ জন প্রার্থী দেবে: চুন্নু
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু সোমবার (১৭ ডিসেম্বর) বলেছেন, নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক ও অর্থবহ করার প্রচেষ্টার অংশ হিসেবে তার দল ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সব বাধা অতিক্রম করে নির্বাচনে অংশ নিচ্ছি। কোনো চাপ নেই। চাপ থাকলে অন্য দলগুলোও যোগ দিত। আমরা একটি একক দল এবং আমরা আমাদের নিজস্ব রোডম্যাপ তৈরি করেছি।’
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করছে এবং তারা এ বিষয়ে আশ্বস্ত।
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আলোচনা চলছে এবং নির্বাচনকে অর্থবহ করতে তা অব্যাহত থাকবে।’
দলের চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষ থেকে তিনি জাপা প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান এবং জনগণ গণতন্ত্র রক্ষা ও সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় কাজ করবে বলে তারা আশাবাদী।
চুন্নু বলেন, প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাপা প্রার্থীদের চিঠি দিচ্ছেন তারা।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার জিএম কাদেরের
তিনি বলেন, ‘যদি আমরা সর্বাধিক সংখ্যক আসন জিততে পারি তবে আমরা খুশি হব। আমরা লড়াই চালিয়ে যাব। কিছু ক্ষেত্রে কিছু কৌশল থাকবে। এখন শেয়ার করতে চাই না। আমি আমার দলের কৌশল শেয়ার করব না।’
মঙ্গলবার চুন্নু বলেন, তারা আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে এগিয়ে এসেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি একটা কথা স্পষ্ট করে বলতে পারি, জাপা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছে। জাপা এখানে থেমে যেতে আসেনি।
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
এসময় রওশনের ছেলে রাহগীর আল মাহি (সাদ) এরশাদ ও তার মুখপাত্র কাজী মামুনুর রশীদ তার সঙ্গে ছিলেন।
আরও পড়ুন: জিএম কাদেরকে ‘হত্যার হুমকি’, নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশ!
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন বলেন, বৈঠকে দুই নেতার মধ্যে আগামী সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনে অংশ নেবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপা নেতা রওশন বলেন, বর্তমান নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তাকে বাদ দিয়ে জাপার যোগদানের বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখন সময় নেই, আর কী বলব?
রওশন বলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদের তাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি এবং তিনি তার ছেলের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমনকি তিনি তার (সাদ) কথা মনে পর্যন্ত করেননি।
তিনি বলেন, তারা (জাপা চেয়ারম্যান) ইচ্ছাকৃতভাবে আমাদের বাদ দিয়েছেন। ‘আমি কেন তাদের সমর্থন করব?’
আরও পড়ুন: জিএম কাদেরের সঙ্গে নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের
৭৪২ দিন আগে