জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু সোমবার (১৭ ডিসেম্বর) বলেছেন, নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক ও অর্থবহ করার প্রচেষ্টার অংশ হিসেবে তার দল ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সব বাধা অতিক্রম করে নির্বাচনে অংশ নিচ্ছি। কোনো চাপ নেই। চাপ থাকলে অন্য দলগুলোও যোগ দিত। আমরা একটি একক দল এবং আমরা আমাদের নিজস্ব রোডম্যাপ তৈরি করেছি।’
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করছে এবং তারা এ বিষয়ে আশ্বস্ত।
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আলোচনা চলছে এবং নির্বাচনকে অর্থবহ করতে তা অব্যাহত থাকবে।’
দলের চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষ থেকে তিনি জাপা প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান এবং জনগণ গণতন্ত্র রক্ষা ও সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় কাজ করবে বলে তারা আশাবাদী।
চুন্নু বলেন, প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাপা প্রার্থীদের চিঠি দিচ্ছেন তারা।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার জিএম কাদেরের
তিনি বলেন, ‘যদি আমরা সর্বাধিক সংখ্যক আসন জিততে পারি তবে আমরা খুশি হব। আমরা লড়াই চালিয়ে যাব। কিছু ক্ষেত্রে কিছু কৌশল থাকবে। এখন শেয়ার করতে চাই না। আমি আমার দলের কৌশল শেয়ার করব না।’
মঙ্গলবার চুন্নু বলেন, তারা আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে এগিয়ে এসেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি একটা কথা স্পষ্ট করে বলতে পারি, জাপা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছে। জাপা এখানে থেমে যেতে আসেনি।
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
এসময় রওশনের ছেলে রাহগীর আল মাহি (সাদ) এরশাদ ও তার মুখপাত্র কাজী মামুনুর রশীদ তার সঙ্গে ছিলেন।
আরও পড়ুন: জিএম কাদেরকে ‘হত্যার হুমকি’, নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশ!
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন বলেন, বৈঠকে দুই নেতার মধ্যে আগামী সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনে অংশ নেবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপা নেতা রওশন বলেন, বর্তমান নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তাকে বাদ দিয়ে জাপার যোগদানের বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখন সময় নেই, আর কী বলব?
রওশন বলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদের তাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি এবং তিনি তার ছেলের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমনকি তিনি তার (সাদ) কথা মনে পর্যন্ত করেননি।
তিনি বলেন, তারা (জাপা চেয়ারম্যান) ইচ্ছাকৃতভাবে আমাদের বাদ দিয়েছেন। ‘আমি কেন তাদের সমর্থন করব?’
আরও পড়ুন: জিএম কাদেরের সঙ্গে নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের