আইনশৃঙ্খলা
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত, আটক ২
সিদ্ধিরগঞ্জে তুচ্ছ বিষয়ে কথাকাটাকাটির এ পর্যায়ে ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ মে) দিবাগত রাত ১১টার দিকে কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় সড়কে এ ঘটনা ঘটে। ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে।
আরও পড়ুন: সিলেটে এপ্রিলে ২৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৩০, আহত ৪২
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমান্ত এলাকায় ক্যানালপাড় সড়কে একদল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন কিশোর ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে রমজান ও সানি নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’
২৩৮ দিন আগে
যশোরে ১০ স্বর্ণের বারসহ যুবক আটক
যশোরের শার্শা উপজেলায় ১০টি সোনার বারসহ শুভ ঘোষ (৩৫) নামে যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগআচড়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
আটক শুভ ঘোষ মনিকগঞ্জের সুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, পুলিশের একটি দল বাঁগআচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুভ ঘোষ নামে এক যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে শুভ ঘোষ মনিকগঞ্জ থেকে বাঁগআচড়ায় আসে।
আরও পড়ুন: টানা দুইদিন বাড়ার পর কমল স্বর্ণের দাম
এছাড়া জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ১৯২ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা বলে জানায় পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং আদালতে সোর্পদ করা হবে। স্বর্ণের বারগুলো ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।’
২৩৮ দিন আগে
ভারত থেকে অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশি নাগরিক আটক
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৪ মে) লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি।
এতে বলা হয়, শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে বাংলাদেশের দুই কিলোমিটার অভ্যন্তরে মেহেরপুর জেলার ভবেরপাড়া বাজার এলাকায় তাদের আটক করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ মুজিবনগর বিওপির টহল দল।
আরও পড়ুন: ভারতীয় মানব পাচারকারী ও নারী-শিশুসহ আটক ৪
আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ১ শিশু রয়েছে।
এ ব্যাপারে হাবিলদার মো. বাবুল হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করে আটক বাংলাদেশি নাগরিক মুজিবনগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
২৩৮ দিন আগে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি থেকে গ্রেপ্তার ৫
চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
শনিবার (৩ মে) রাতে ঢাকার গুলশান এলাকায় জাহিদ মালেকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. উজ্জল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩৫), জেলা যুবলীগকর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), ছাত্রলীগ নেতা আবিদ হাসান (২৪) ও মো. হৃদয় হোসেন (২৪)। তাদের সবার বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতা নূরুল হক গ্রেপ্তার
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৪ মে) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
২৩৯ দিন আগে
আওয়ামী লীগ নেতা নূরুল হক গ্রেপ্তার
ঢাকার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৪ মে) সকালে ডিএমপির মিডিয়া শাখার পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সিলেটে সাবেক কাউন্সিলর আশিক গ্রেপ্তার
বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম আজ (রবিবার) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
২৩৯ দিন আগে
সুব্রত বাইনের সহযোগী বিপু গ্রেপ্তার
রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী আরিফ হত্যা মামলার আসামি সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী কুখ্যাত মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৩ মে) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৩।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া।
তিনি জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
র্যাবের মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া জানান, হাতিরঝিল এবং মগবাজার এলাকায় মাহফুজুর রহমান বিপু (৪৮) ও তার বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। চলতি বছরের ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফেতে’ মো. আরিফ সিকদারকে (২৬) গুলি করা হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মারা যায় আরিফ সিকদার।
আরও পড়ুন: সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
এ ঘটনায় ভুক্তভোগীর বোন রিমা আক্তার বাদী হয়ে মাহফুজুর রহমান বিপুসহ কয়েকজনকে আসামি করে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, বিপুর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র মামলা (ওয়ারেন্টভুক্ত) এবং হাতিরঝিল থানায় হত্যা মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।
গ্রেপ্তার বিপুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব কর্মকর্তা।
২৩৯ দিন আগে
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
সিলেটে আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) ভোরে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে যুবলীগ নেতা ওসমান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া জালালাবাদ থানার পুলিশের অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শফিকুর রহমানকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার
গ্রেপ্তার ওসমান আলী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার উমর আলীর ছেলে ও শফিকুর রহমান সিলেট সদর উপজেলার ফতেহপুর গ্রামের তাহের আলীর ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার মো. ওসমান আলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলা রয়েছে। এ ছাড়া শফিকুর রহমান সিলেট মহানগরীর আট নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তার নামেও মামলা রয়েছে।
২৩৯ দিন আগে
ভারতীয় মানব পাচারকারী ও নারী-শিশুসহ আটক ৪
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার সঙ্গে পাচার হওয়ার আগে উদ্ধার করা হয়েছে দুই নারী ও এক শিশু।
বুধবার (১ মে ) বিকাল সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর বাঘাডাংগা বিওপি'র একটি টহল দল কাঞ্চনপুর গ্রামের একটি ব্রিজের উপর থেকে তাদের আটক করে।
আটক পাচারকারীর নাম শংকর অধিকারী (৩৯)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার পূর্বহুদা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম নুকুল অধিকারী ও মাতার নাম গৌরি অধিকারী।
বিজিবি সূত্রে জানা যায়, শংকর অধিকারী বাংলাদেশে ৬ মাসের ভিসা নিয়ে ৩ মাস আগে বেনাপোল সীমান্ত দিয়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বড়খোলা গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন এবং ১৩ বছর বয়সী জয় বালা নামের এক কিশোরীকে বিয়ে করেন। পরে তিনি আবার ভারতে ফিরে যান। গত ১৭ এপ্রিল তিনি পুনরায় বাংলাদেশে প্রবেশ করে।
স্ত্রী জয়া বালা, প্রতিবেশী যুথিকা হালদার (২৯) এবং যুথিকার ১০ বছর বয়সী ছেলে বাধন বৈদাকে নিয়ে বেড়ানোর কথা বলে বাঘাডাংগা সীমান্ত এলাকায় নিয়ে আসেন।
তবে অভিযুক্ত শংকরের স্ত্রী ও যুথিকা জানান, তারা পাচারের বিষয়টি জানতেন না। তাদের ধারণা ছিল, তারা শুধুমাত্র ঘুরতে যাচ্ছেন। পরিবারের সদস্যরাও একই দাবি করেছেন।
বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে শংকর স্বীকার করেছেন যে, বাংলাদেশি এক মানব পাচারকারী আনোয়ারের মাধ্যমে ৪৭ হাজার টাকার চুক্তিতে তিনজনকে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তার। সীমান্ত পার হওয়ার পর ওই টাকা আনোয়ারকে দেওয়ার কথা ছিল। শংকরের কাছ থেকে ৫০ হাজার ১১০ টাকা, ৮৫০ ভারতীয় রুপি এবং ৭ ওমানি রিয়াল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: পতেঙ্গায় নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক
ধারণা করা হচ্ছে, পাচারের পর ওই নারী ও শিশুকে বিক্রি করে খরচের টাকা তুলতে চেয়েছিল শংকর।
আটক শংকর অধিকারীকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। আর উদ্ধারকৃত দুই নারী ও শিশুকে পুনর্বাসনের জন্য যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামক একটি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিবি সব সময় মানবপাচার রোধে তৎপর রয়েছে। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
২৩৯ দিন আগে
সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা, মাসুরা টুনিকে কারাদণ্ড-জরিমানা
সাংবাদিক পরিচয় দিয়ে মাদক সেবন ও ব্যবসার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগরে মাসুরা টুনিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ মে) দুপুরে জীবননগর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে কথিত সাংবাদিক মাসুরা টুনিকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাতদিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
আটক মাসুরা টুনি চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঘরী গ্রামের মো. আব্দুল হালিমের মেয়ে। তিনি সাংবাদিক পরিচয়ে ‘জনতার ইশতেহার’ ও ‘দৈনিক তুলশীগঙ্গা’ প্রেস কার্ড ব্যবহার করতেন।
স্থানীয়রা জানান, স্থানীয়রা সন্দেহজনক অবস্থায় দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঘরে তল্লাশি করে ভারতীয় মদের খালি বোতল ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, মাসুরা টুনি দীর্ঘদিন ধরে জীবননগরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন মাদক কারবারির কাছ থেকে মাসিক ভিত্তিতে টাকা আদায় করতেন।
আরও পড়ুন: ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়। বাসা থেকে মাদকের আলামত উদ্ধার করা হয়।’
জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মনজুর মৌনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মাসুরা টুনিকে সাতদিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়ে বলে জানান ওসি।
২৩৯ দিন আগে
বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার
বহুল আলোচিত কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী নামে খ্যাত কামিনী বেগমকে (৪৩) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার (৩ মে) সকালে সদর উপজেলার চৌড়হাস ফুলতলা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর কামিনীকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন। কামিনী একই এলাকার আজাদ সরদারের স্ত্রী।
এর আগে গত (বুধবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিদর্শক রাসেল কবির বাদী হয়ে মডেল থানায় মামলা করেন। সেই মামলার প্রধান আসামি হয়ে কামিনী পলাতক ছিলেন।
মামলার সূত্রে জানা গেছে, গত (বুধবার) সন্ধ্যায় সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্পের একটি দল চৌড়হাস ফুলতলা এলাকার কামিনীর মাদক বিক্রির স্থান তার ডিমের দোকানঘরে অভিযান চালায়।
এসময় সেনাবাহিনীর সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী উপপরিদর্শক সোহরাব হোসেনের টিম উপস্থিত ছিলেন। ওই দোকানঘর তল্লাশি করে এক কেজি গাঁজা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে সেনাবাহিনীর অভিযানিক দল।
এর আগে তাদের উপস্থিতি টের পেয়ে কামিনী ও তার সহযোগী মোস্তফা সরদার পালিয়ে যায়। এ ঘটনার পর উপপরিদর্শক রাসেল কবির কামিনী ও মোস্তফা সরদারকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
স্থানীয়রা জানান, দুই যুগেরও বেশি সময় ধরে কামিনী মাদক ব্যবসা করেন। বহুবার মাদকসহ গ্রেপ্তার হলেও ক্ষমতার প্রভাব আর টাকার জোরে জামিনে বের হয়ে পুনরায় কারবার শুরু করেন।
স্থানীয় এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কামিনী বেগম মাদক সম্রাজ্ঞী হিসেবেই পরিচিত। পুলিশের খাতায় তার নামে এক ডজনেরও বেশি মাদকের মামলা রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘নিজ এলাকা থেকে কামিনী বেগমকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারের পর কামিনীকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।’
২৩৯ দিন আগে