আইনশৃঙ্খলা
রাজধানীতে ‘বোবা রফিক’ হত্যা মামলার হোতা গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁওয়ে ছুরিকাঘাতে নিহত মো. রফিক ওরফে বোবা রফিক হত্যাকাণ্ডের হোতা মো. সাদ্দামকে (২২) গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।
রবিবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) তালেবুর রহমানের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন রফিক। সে সময় পূর্বশত্রুতার জেরে তাকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
এ ঘটনায় শুক্রবার তেজগাঁও থানায় রফিকের দাদি বাদী হয়ে মামলা করেন।
ডিসি তালেবুর রহমান বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বোবা রফিকের হত্যাকারী সাদ্দামকে শনাক্ত করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের কামারপট্টি এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি গামছা দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সাদ্দামের বিরুদ্ধে তেজগাঁও ও হাতিরঝিল থানায় ছিনতাই, ডাকাতি ও মাদক-সংক্রান্ত সাতটি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ছিনতাই করা টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন সাদ্দাম।
এর আগে, শুক্রবার সকালে তেজগাঁও থেকে এই মামলার আরেক আসামি মো. আসিফ ওরফে ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিসি তালেবুর।
২৪৫ দিন আগে
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন আদালত।
রবিবার (২৭ এপ্রিল) তিনজনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীকাল (সোমবার) মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
মামলার আসামিরা হচ্ছেন—হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগম।
আজ (রবিবার) সকালে কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে হাজির করা হয়।
মামলার শুরু থেকে আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকলেও আজ লিগ্যাল এইডের মাধ্যমে আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট সোহেল আহমেদকে নিয়োগ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মনিরুল ইসলাম মুকুল বলেন, মাগুরার আলোচিত আছিয়া হত্যা মামলার আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালতে তিনজন সাক্ষীকে তলব করেছিলেন। বাদীসহ তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
আরও পড়ুন: মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে হিটু শেখ আটক
তিনি বলেন, আসামিদের পক্ষে আইনজীবী আজকের সাক্ষীদের জেরা করেছেন। আগামীকাল এ মামলার ৩, ৪ ও ৫ নম্বর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ হবে।
গত ১ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী শিশু আছিয়া। ৬ মার্চ বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়।
এ ঘটনায় নিহত শিশুর মা ৮ মার্চ বাদী হয়ে ৪ জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।
২৪৫ দিন আগে
ধানমণ্ডি থেকে গ্রেপ্তার সাবেক এমপি জাফর আলম
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার সময় ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হবে, সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’
২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন: রাজধানীতে ঝটিকা মিছিল প্রতিরোধে ডিবির অভিযান, সাত দিনে গ্রেপ্তার ৫৬
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তাকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়নি। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
তার বিরুদ্ধে সরকারি বনভূমি দখল, জমি দখল, চিংড়ি ঘের দখলের বিস্তর অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৩ সালের ১৫ আগস্ট জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনাও প্রতিপক্ষের মুখে মুখে।
২৪৬ দিন আগে
নিরাপদ সড়ক আন্দোলন মামলা: আমীর খসরুসহ ৫ জনের খালাস
নিরাপদ সড়ক আন্দোলনে যড়যন্ত্রের অভিযোগে ঢাকার শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।
রবিবার (২৭ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে খালাসের রায় দেন।
খালাস পাওয়া অপর আসামিরা হলেন— ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী, মো. রফিকুল ইসলাম নয়ন, হাবিবুর রহমান হাবিব ও রবিউল ইসলাম রবি৷
আরও পড়ুন: সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
খালাসের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মুক্ত বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ চাই। যেটার জন্য আমরা ১৫ থেকে ১৬ বছর লড়েছি। বিচারের নামে যে প্রহসনে লাখ লাখ মানুষ আজ নিঃস্ব হয়ে গেছে, জীবন হারিয়েছে, জেলে চিকিৎসার অভাবে মারা গেছে, পুলিশ কাস্টডিতে মারা গেছে, এর ক্ষতিপূরণ কে দেবে। বিচার বিভাগীয় স্বাধীনতা ছাড়া একটি দেশের গণতন্ত্র টিকতে পারে না।’
বিচার বিভাগের স্বাধীন সচিবালয় গঠনের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘এটা তো আমাদের প্রোপোজাল। এখন যদি এটা বাস্তবায়ন না হয়, আমাদের সময় আমরা বাস্তবায়ন করব। অবশ্যই করব।’
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৯ জুলাই বাসচাপায় ঢাকার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নিহত হন।
এরপর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আমীর খসরুর একটি কথিত ফোনালাপ ছড়িয়ে পড়ে।
এতে ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দাবি তুলে ২০১৮ সালের ৫ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন ডিবি পুলিশের তৎকালীন পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক মো. শামীম আহমেদ।
মামলায় আমীর খসরু ও ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: হত্যা মামলায় ১৭ বছর পর দুই জনের যাবজ্জীবন
ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তখনকার ছাত্র আন্দোলনে উসকানির জন্য তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়।
মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২৫ জানুয়ারি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন ডিবির পরিদর্শক মো. আনিসুর রহমান।
২০২২ সালের ১৯ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।
২৪৬ দিন আগে
রাজধানীতে ঝটিকা মিছিল প্রতিরোধে ডিবির অভিযান, সাত দিনে গ্রেপ্তার ৫৬
রাজধানীতে ঝটিকা মিছিল প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) চলমান অভিযানে এক সপ্তাহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৫৬ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
গত ১৯ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপি উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান। গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহিদ, বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জিয়া মিয়া, শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রব পাটোয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা ও বিভিন্ন ওয়ার্ডের বর্তমান ও সাবেক আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের শীর্ষস্থানীয় নেতারা।
আরও পড়ুন: ঝটিকা মিছিলবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮
ডিবি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মো. আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে, মোহাম্মদ জাকির হোসেন সাগর ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া গ্রেপ্তার ইমনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ডিবির পক্ষ থেকে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঝটিকা মিছিলসহ নিষিদ্ধঘোষিত সংগঠনের সকল অপতৎপরতা রোধে অভিযান অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের ঝটিকা মিছিল প্রতিরোধে রাজধানীজুড়ে গোয়েন্দা বিভাগের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানান ডিসি (মিডিয়া) তালেবুর রহমান।
২৪৬ দিন আগে
সিলেটে সাদাপাথর লুট, ৯ জনকে দুই বছরের কারাদণ্ড
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ১০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
অন্যজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার বিরুদ্ধে সমাজসেবা অফিসের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার এ অভিযানের নেতৃত্ব দেন।
আটকরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামের চান মিয়ার ছেলে মোহাম্মদ আলীম উদ্দিন, নতুন মেঘারগাঁও গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে মকবুল হোসেন, দক্ষিণ কলাবাড়ী গ্রামের সনর আলীর ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন, কালাইরাগ গ্রামের হাজী আব্দুল মন্নানের ছেলে ফুল মিয়া, গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের আব্দুল রমিধের ছেলে ইকবাল মাহমুদ, মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ কিবরিয়া আহমেদ, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসাকর গ্রামের মৃত রহমত আলীর ছেলে জাহাঙ্গীর আলম, মৃত আলী হোসেনের ছেলে আলী নূর ও কিশোরগঞ্জ ইটনা উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে মোহাম্মদ জজ মিয়া।
আরও পড়ুন: পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তোলায় যুবকের কারাদণ্ড, ছাত্রী বহিষ্কার
উপজেলা প্রশাসন জানায়, সকাল ৬টায় টাস্কফোর্সের অভিযান চালানোর পর কয়েকশ’ পাথর লুটপাটকারী সংঘবদ্ধ হয়ে তাদের ওপর আক্রমণ করতে চেয়েছিল। এ সময় তারা পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে আভিযানিক দলের ওপর। পরে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে সংঘবদ্ধ হয়ে পাথর লুটপাটকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় ২০টি পাথর বহনকারী নৌকা ধ্বংস করা হয় এবং আরও ১৮টি নৌকা জব্দ করে বিজিবির জিম্মায় দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাতের বৃষ্টিতে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। পরদিন বুধবার সকাল থেকে কালাইরাগ এলাকা দিয়ে নৌকাযোগে পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে পাথর লুটপাট শুরু হয়। দিনে ও রাতে বাধাহীনভাবে সহস্রাধিক ইঞ্জিনচালিত ও বারকি নৌকা দিয়ে লুট হচ্ছিল এই পাথর।
ইউএনও আজিজুন নাহার বলেন, ‘বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
২৪৬ দিন আগে
ওসমানী বিমানবন্দর থেকে ১.৫ কেজি স্বর্ণসহ এক যাত্রী আটক
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আলিম উদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে ১.৫ কেজি তরল স্বর্ণ (লিকুইড গোল্ড) জব্দসহ ওই যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।
তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোহোরা এলাকায়।
কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম উল বলেন, ‘শুক্রবার সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে সিলেটে নামেন আলিম উদ্দিন নামের ওই যাত্রী।’
আরও পড়ুন: টানা দুইদিন বাড়ার পর কমল স্বর্ণের দাম
‘পরে তাকে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তার ট্রাউজার ও আন্ডারগার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে রাখা লিকুইড স্বর্ণ উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘জব্দকরা স্বর্ণের পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১ মশমিক ৫ কেজি বলে ধারণা করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।’
২৪৮ দিন আগে
চুয়াডাঙ্গায় শিকারি পাখি ও পাখি ধরার ফাঁদসহ আটক ১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে শিকারি পাখি ও পাখি ধরার ফাঁদসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়পাড়ায় ছাত্তার মোল্লার ছেলে মো. আব্দুস ছালাম পাচুর (৫৫) বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
দুই মাস ধরে তার বিরুদ্ধে দেশীয় তিলা ঘুঘু ও অন্যান্য পাখি শিকারের অভিযোগ উঠে আসছিল। অভিযোগ ছিল, তিনি পাঁচটি শিকারি পাখি ব্যবহার করে নিয়মিতভাবে পাখি শিকার করেন।
বিষয়টি স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য এবং বন বিভাগকে জানানো হয়।
এরপরও তাকে একাধিকবার নিষেধ করা হলেও শিকার বন্ধ না করায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। সঙ্গে ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মানবতার জন্য সংগঠনের সভাপতি আহসান হাবীব শিপলু ও সাধারণ সম্পাদক শাহিন সরকার।
২৪৮ দিন আগে
সিলেটে যুবলীগ নেতা রাহুল দেবনাথ গ্রেপ্তার
সিলেটে বিস্ফোরক মামলার আসামি সিলেট মহানগর যুবলীগ নেতা রাহুল দেবনাথকে (৩৫) গ্রেপ্তার করেছে এসএমপি কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৪টার দিকে জিন্দাবাজার এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার রাহুল দেবনাথ নগরীর জিন্দাবাজার গোবিন্দ জিউর আখড়া এলাকার জিতেন দেবনাথের ছেলে। তিনি মহানগর যুবলীগের সক্রিয় নেতা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯ ককটেল ও ৪০ পেট্রল বোমা উদ্ধার
এদিকে গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার বিকালে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠনোর নির্দেশ দেন। এছাড়াও গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা রয়েছে তার।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘রাহুল দেবনাথকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠান।’ এছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
২৪৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯ ককটেল ও ৪০ পেট্রল বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের ক্যারেটের ভেতর রাখা ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সভাস্থলে ককটেল, এলাকায় উত্তেজনা
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদরে দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্যে জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালালে দুই জন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ৯৯টি তাজা ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।’
২৪৮ দিন আগে