আইনশৃঙ্খলা
আদালত চত্বরে সাবেক পিপি-জিপিসহ আ.লীগ নেতাদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) ও জেনারেল প্র্যাকটিশনারসহ (জিপি) আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ওপর হামলা করে বিএনপির নেতা-কর্মীরা।
গ্রেপ্তাররা হলেন— পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মো. আলাউদ্দিন, সাবেক জিপি শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান।
এদের মধ্যে খান মো. আলাউদ্দিন একটি মামলায় পরোয়ানাভূক্ত আসামি।
গত ১৮ অক্টোবর হওয়া একটি মামলায় তাদের রবিবার (২ মার্চ) অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়। সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন তারা। পরে রবিবার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনও শেষ না হওয়ায়, আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।
আরও পড়ুন: ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের ওপর হামলা, শিক্ষকদের উদ্ধারে সেনাবাহিনী
এদিন আদালতে তাদের উপস্থিতির খবর পেয়ে, আদালত চত্বরে ভিড় করতে থাকে বিএনপির নেতা-কর্মীরা। তাদের গ্রেপ্তারের দাবিতে মিছিলও করে ছাত্রদলের নেতা-কর্মীরা।
পরে আদালত থেকে বের হওয়ার সময় বিএনপির নেতা-কর্মীরা তাদের ওপর হামলা করে। পুলিশ দ্রুত তাদের সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সুপার (এসপি) খান মুহাম্মদ আবু নাসের বলেন, ‘আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে খান মো. আলাউদ্দীন একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি এবং অন্য ৪ জনকে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।’
৩০১ দিন আগে
সড়ক থেকে মোটরসাইকেল সরাতে বলায় পুলিশের নাকে ঘুষি, ছাত্রদল নেতা গ্রেপ্তার
যশোরে সড়ক থেকে মোটরসাইকেল সরাতে বলায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে মারধর করার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর ভুক্তভোগী দাবি করা ওই পুলিশ সদস্যের মামলায় গ্রেপ্তার হয়েছেন শাওন নামের ওই যুবক।
শনিবার (২ মার্চ) সন্ধ্যায় শহরের জেলরোড সড়কের ল্যাবএইড হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার শাওন যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় ভুক্তভোগী ট্রাফিক পুলিশ সদস্য শরিফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
পুলিশ জানায়, শরিফুল ইসলাম দায়িত্ব পালন করছিলেন। এ সময় রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন ছাত্রদল নেতা শাওন। রাস্তায় মোটরসাইকেল থাকায় রাস্তায় যানজট সৃষ্টি হলে ওই পুলিশ সদস্য তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন। এ সময় শাওনের সঙ্গে শরিফুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নিলে শরিফুলের পোশাকও ছিঁড়ে যায়। সে সময় শাওন তার মুখে ঘুষি মারেন। পরে ট্রাফিক পুলিশের অন্য কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে শাওনকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।
আরও পড়ুন: সুইসাইড নোট লিখে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
ট্রাফিক পুলিশের পরিদর্শক মাফুজুর রহমান বলেন, ‘শরিফুল শাওনকে মোটরসাইকেল সরাতে বলেন। তখন শাওন বলেন— চিনিস আমাকে, আমার মোটরসাইকেল ট্রাফিক সার্জেন্টও সরাতে পারে না, আর তুই! এ কথা বলেই তার নাকে ঘুষি মারেন শাওন।’
তিনি বলেন, ‘ঘুষিতে শরিফুলের নাক ফেটে রক্ত বের হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। কোতোয়ালি থানায় এ বিষয়ে করা মামলায় শাওনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
৩০১ দিন আগে
৩ বছরের সন্তানকে ‘কুপিয়ে হত্যা’, মা আটক
নরসিংদীর রায়পুরায় আনাস মিয়া নামে ৩ বছর বয়সী একটি শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনার পরই পালিয়ে যান অভিযুক্ত নারী।
শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে ঘটনাটি ঘটে। পরে রবিবার (২ মার্চ) সকাল ৯টার দিকে শিশুটির মা শিরিনা বেগমকে হাসনাবাদ গ্রামের রেললাইনের পাশ থেকে আটক করে এলাকাবাসী।
আনাস মিয়া ওই এলাকার ডালিম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, পাঁচ বছর আগে শিরিনের সঙ্গে বিয়ে হয় ডালিমের। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ডালিম। তার পর থেকে সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন শিরিনা বেগম।
পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, শনিবার দিবাগত রাতে শিরিনের শয়নকক্ষ থেকে চিৎকার-চেঁচামেচি শুনতে পান আনাছের দাদি। সঙ্গে সঙ্গে তিনি এগিয়ে এসে নাতির রক্তাক্ত লাশ দেখতে পান। এর পরপরই পালিয়ে যান শিরিন।
পরে আজ (রবিবার) সকালে হাসনাবাদ গ্রামের রেললাইনের পাশ থেকে তাকে আটক করে এলাকাবাসী। এ সময় তার কাছে ছেলেকে হত্যার কারণ জানতে চাইলে তিনি কিছুই বলেননি। পরে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: চাঞ্চল্যকর লক্ষণ পাল হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
শিরিনের শ্বশুর ও আনাসের দাদা রহম আলী বলেন, ‘আমার ছেলের বউয়ের মাথায় কিছু সমস্যা রয়েছে। আনাসের জন্মের পর থেকেই তার মা তাকে মারধর করত। সে কারণে তার মায়ের কাছে বেশি দিতাম না।’
‘গতরাতে আমার নাতিকে আদর করে ঘুম পাড়িয়ে নামাজে যাই। পাশে বসা ছিল তার মা। পরে জানতে পারি আমার নাতিকে কুপিয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। রাতে আর তার খোঁজে পাওয়া যায়নি। সকালে এলাকাবাসী তাকে আটক করে খবর দিলে আমরা ছুটে যাই।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।’
৩০১ দিন আগে
সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে আবেদনের শুনানি আগামীকাল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি আগামীকাল ৩ মার্চ।
রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ বিষয়টি আগামীকাল শুনানির জন্য নির্ধারণ করেন।
গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন হাইকোর্ট।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুল যথাযথ ঘোষণা (অ্যাবসোলুট) করে রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ে আপিল বিভাগের কোটাসংক্রান্ত সর্বশেষ রায় অনুসরণ করে নতুন ফলাফল প্রকাশ করতে নির্দেশ দেন।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপিল বিভাগে আবেদন করলে গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি রেজাউল হক আবেদনটির ওপর ২ মার্চ শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী বিষয়টি আজ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসে। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আজকের পরিবর্তে বিষয়টি নিয়ে আগামীকাল শুনানি করতে চান। এরপর আদালত আগামীকাল সোমবার দিন ধার্য করেন।
আরও পড়ুন: আইনি প্রক্রিয়া মেনেই সহকারী শিক্ষক নিয়োগের ফল ঘোষণা হয়েছিল: উপদেষ্টা
২০২৩ সালের ১৪ জুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নির্বাচন করে গত ৩১ অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৩১ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুসরণ করে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়।
১১ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ আদেশ সংবলিত নির্দেশনা জারি করে। এ সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে ২০ নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল।
ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিতরা হাইকোর্টে রিট করেন।
এ রিটের প্রাথমিক শুনানি শেষে ১৯ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। রুলে ৩১ অক্টোবর ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে ১১ নভেম্বরের নির্দেশনা সংবলিত স্মারক কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। আদেশে নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ফলে ছয় হাজার ৫৩১ জন উত্তীর্ণ প্রার্থীর নিয়োগ আটকে যায়। গত ৬ ফেব্রুয়ারি সেই রুলের ওপর রায় দেওয়া হয়।
৩০১ দিন আগে
খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি ৩ মার্চ
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানির জন্য সোমবার (৩ মার্চ) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
দুদকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২ মার্চ) বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসাইন। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী আমিনুল ইসলাম, আইনজীবী জাকির হোসেন, আইনজীবী মাকসুদ উল্লাহ।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদিন আপিলের শুনানির জন্য ২ মার্চ ধার্য করেন আপিল বিভাগ।
আরও পড়ুন: খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো মামলায় আরও ৬ জনের সাক্ষ্য
এর আগে, ২০২৪ সালের ২৭ নভেম্বর চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর সোমবার শুনানি হবে।
২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। রায়ে সাত বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।
এরপর কারান্তরীণ অবস্থায়ই ২০১৮ সালের ৬ অক্টোবর ও ২০১৯ সালের ১ এপ্রিল চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।
এভাবে কয়েক দফায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে এবং হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়। তবে এরই মাঝে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে খালেদা জিয়ার মুক্তি চেয়ে তার পরিবার সরকারের কাছে আবেদন জানায়। পরে কয়েক দফায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত রাখে সরকার।
আরও পড়ুন: খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় মামলা: রিমান্ডে ফারুক খান, ইনু ও মেনন
গত ৩ নভেম্বর আইনজীবী জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়া কোনো অনুকম্পা চান না। তিনি আইনিভাবে মামলা নিষ্পত্তি করতে চান। এ কারণে আমরা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাজার রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল শুনানি করতে চাই।
৩০২ দিন আগে
পটুয়াখালীতে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জন গ্রেপ্তার
পটুয়াখালীর কুয়াকাটায় মাদক পাচারকারী সন্দেহে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের নামে মহিপুর থানায় একটি মামলা করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৫৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যৌথ বাহিনীর অভিযানে বুধবার লাম্বুর বনাঞ্চলের ভিতরে তিনটি বস্তায় তিন লাখ ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
পরদিন (বৃহস্পতিবার) রাতে ওই এলাকায় একটি মাছ ধরার ট্রলার আটক করা হয়। সেখান থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেট ভরা আরও একটি বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রলার থেকে ১৬ জন সন্দেহভাজনকে আটক করা হয়।
আটকরা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন যৌথ বাহিনী।
পরে তাদের পটুয়াখালীর মহিপুর থানায় পাঠানো হয়েছে। মহিপুর থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৩০৩ দিন আগে
আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ সদস্য ক্লোজড
পিরোজপুরের ইন্দুরকানীতে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় কর্মকর্তাসহ ৫ পুলিশ সদ্যকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) পলাশ সাহা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন, এএসআই মো. রুহুল আমিন, কনস্টেবল মো. আল মামুন ও মো. রেজাউল করিম।
দায়িত্বে অবহেলার অভিযোগে বুধবার (২৬ ফ্রেবুয়ারি) রাতে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খাঁন মোহাম্মদ আবু নাসের।
আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্য ক্লোজড
তিনি বলেন, ‘গত সোমবার বিকালে বিস্ফোরক মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খানকে আটকের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করে জোর করে হেলাল খানকে ছিনিয়ে নেন। এ ঘটনায় পুলিশ সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তাদের ক্লোজ করা হয়েছে।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
৩০৪ দিন আগে
চাঞ্চল্যকর লক্ষণ পাল হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
মৌলভীবাজারে চাঞ্চল্যকর লক্ষণ পাল হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা জজ আদালতের বিচারক মো. খাদেম উল কায়েস এই রায় ঘোষণা করেন।
বাদী পক্ষের মামলা পরিচালনা করেন দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ড. আব্দুল মতিন চৌধুরী এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মো. সানোয়ার হোসেন।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১২ মার্চ এক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে যান শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোডের ব্যবসায়ী লক্ষণ পাল। ফেরার পথে আজাদের বাজার আসার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা খুনিরা সিএনজি অটোরিকশায় ছদ্মবেশে যাত্রী সেজে তার সঙ্গে উঠে রাত ১০টার দিকে তাকে হত্যা করে লাশ রাস্তায় ফেলে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে রাজনগর থানা পুলিশ কর্ণীগ্রাম থেকে লক্ষণ পালের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
এ ঘটনার পর লক্ষণ পালের ভাই স্বপন পাল বাদী হয়ে রাজনগর থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে রাজনগর থানার পুলিশ তদন্ত করে রবীন্দ্র দেবসহ সাতজনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় অভিযোগ পত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) মৌলভীবাজার জেলার জ্যেষ্ঠ দায়রা জজ মো. খাদেম উল কায়েস এ রায় দেন।
আসামি রিয়াদ মিয়া, রবীন্দ্র দেব, জয়নাল আবেদীন, ইকরাম উদ্দিন, সবুজ মিয়া, জালাল মিয়া ও মাসুদ আহমদ সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে কারাদণ্ড দিয়েছেন আদালত।
এই মামলায় রিয়াদ মিয়া ও রবীন্দ্র দেব জেলহাজতে থাকলেও সাজাপ্রাপ্ত অন্য ৫ আসামি পলাতক রয়েছেন।
৩০৪ দিন আগে
পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ১০২ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের ১০২ জনকে সহকারী পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
সেখানে বলা হয়, ‘জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।
৩০৪ দিন আগে
গাইবান্ধায় তিন সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা খারিজ
গাইবান্ধায় তিন সাংবাদিকের বিরুদ্ধে জেলা পরিষদ চেয়ারম্যানের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক হাসিবুজ্জামান মামলাটি খারিজ করে রায় ঘোষণা করেন।
অব্যাহতি পাওয়া তিন সাংবাদিক হলেন— ইউএনবি ও দৈনিক যুগান্তরের গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, আনন্দ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি মিলন খন্দকার ও সাংবাদিক রবিন সেন।
আরও পড়ুন: আপিল খারিজ, সবার জন্য সমান বিচার চাইলেন ফ্লিক
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ এপ্রিল আনন্দ টেলিভিশন ও দৈনিক মানবজমিনে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়াম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির খবর প্রকাশ হয়। পরে তা ফেসবুকেও ছড়িয়ে পড়ে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে তার জামাই এ এস এম আশরাফুল ইসলামকে বাদী করে সিদ্দিক আলম দয়াল, মিলন খন্দকার ও রবিন সেনের বিরুদ্ধে গাইবান্ধার আমলি আদালতে মামলা করেন। মামলাটি দীর্ঘদিন চলার পর সাজানো ও ষড়যন্ত্রমূলক বলে প্রমাণিত হয়েছে আদালতে। এর পরিপ্রেক্ষিতে বুধবার আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন।
সাংবাদিকদের আইনি সহযোগিতা করেন জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আইনজীবী আহসানুল করিম লাছু, সাবেক পিপি মহিবুল হক সরকার মোহন, সালাহ উদ্দিন সেলিম, আনিস মোস্তফা তোতন, রুহুল আমিন রুবেল, জাহাঙ্গীর আলম ও শাহ নেওয়াজ।
৩০৫ দিন আগে