রাষ্ট্রপতির-কার্যালয়
নৈরাজ্য-লুটপাট বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বললেন রাষ্ট্রপতি
নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লুটপাট বন্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
বুধবার (৭ আগস্ট) পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন।
নতুন আইজিপিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির উন্নতির দিকে পুলিশকে মনোযোগী হতে হবে।
আরও পড়ুন: পুলিশে ব্যাপক রদবদল, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে
পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য যাতে চেইন অব কমান্ড মেনে উচ্চ মনোবল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সীমান্ত দিয়ে পলায়ন ঠেকাতে জনসহযোগিতা চায় বিজিবি
৫০৮ দিন আগে
জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা
জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। পাশাপাশি গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তিও পেয়েছেন।
৫০৯ দিন আগে
জাতীয় মৎস্য সপ্তাহ: বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে বঙ্গভবনের সিংহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, বঙ্গভবনের সিংহ পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, গুলশা ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির ৪ হাজার ৭১৮টি মাছের পোনা অবমুক্ত করা হয়। এসব মাছের পোনার মোট ওজন ৪২৬ কেজি।
পরে বঙ্গভবন জামে মসজিদের সামনে পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবিরের নেতৃত্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতি বছর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিংহ পুকুর, ডানাদিঘি, মাজার পুকুর ও হরিণ-এই চারটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব জয়নাল আবেদীন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মাহমুদ বেলাল হায়দার এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে 'ভরব মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্য সামনে রেখে ৩০ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন হচ্ছে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৪' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৪ উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলায় সাত দিনব্যাপী স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
৫১৪ দিন আগে
বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে বাংলাদেশিদের উৎসাহিত করা উচিত এনআরবি নেতাদের: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য সবাইকে উৎসাহিত করা উচিত এনআরবি নেতাদের।
অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের একটি প্রতিনিধিদল রবিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মোহা. সাহিদুজ্জামান।
আরও পড়ুন: গার্ড রেজিমেন্টকে সর্বাধুনিক প্রযুক্তি দক্ষতা অর্জনের আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য এনআরবিদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানায় প্রতিনিধি দল।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। সাক্ষাৎকালে তারা সংগঠনের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।
তারা জানান, বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবার ব্র্যান্ডিং নিয়ে কাজ করছেন তারা।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুবই চমৎকার।
দেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করতে সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রবাসীদের বিদেশে বাংলাদেশের দূত হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তারা যাতে দেশে যথাযথ স্বীকৃতি পায় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলাম খানসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আঞ্চলিক সম্পর্ক জোরদারে মিয়ানমারের সমর্থনের প্রত্যাশা রাষ্ট্রপতির
৫৩৯ দিন আগে
গার্ড রেজিমেন্টকে সর্বাধুনিক প্রযুক্তি দক্ষতা অর্জনের আহ্বান রাষ্ট্রপতির
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য সর্বাধুনিক তথ্যপ্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
শনিবার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রেজিমেন্টের উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা আজ বহুমাত্রিক ইস্যুতে পরিণত হয়েছে। নতুন তথ্যপ্রযুক্তির আবিষ্কার ও সম্প্রসারণ এই বহুমাত্রিকতাকে আরও প্রসারিত করেছে।
আরও পড়ুন: আঞ্চলিক সম্পর্ক জোরদারে মিয়ানমারের সমর্থনের প্রত্যাশা রাষ্ট্রপতির
তিনি বলেন, 'এ বিষয়ে আপনাদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। এর জন্য উন্নত সরঞ্জাম ও প্রশিক্ষণ প্রয়োজন, আমি জানি যা আপনারা খুব গুরুত্ব সহকারে নেন।’
বৈশ্বিক মানদণ্ড পূরণের জন্য রেজিমেন্টের পেশাগত মান বিকাশে বিদ্যমান প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
ভবিষ্যৎ সাফল্যের জন্য ঐতিহাসিক জ্ঞানের তাৎপর্য নিয়েও বক্তব্য রাখেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, ‘সমসাময়িক বাস্তবতার পাশাপাশি অতীত ইতিহাস ও ঘটনা থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। অতীত ও বর্তমানের সিঁড়িতে পা রেখে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।’
পিজিআর সদস্যদের সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ও 'চেইন অব কমান্ড' বজায় রাখার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
তিনি বলেন, ‘দেশ ও জাতির দেওয়া মহান দায়িত্ব পালনে যেকোনো আত্মোৎসর্গ আপনাকে ইতিহাসে চিরস্মরণীয় করে রাখবে।’
আরও পড়ুন: রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে ভারতের উষ্ণ অভ্যর্থনা
৫৪০ দিন আগে
আঞ্চলিক সম্পর্ক জোরদারে মিয়ানমারের সমর্থনের প্রত্যাশা রাষ্ট্রপতির
আগামী সেপ্টেম্বরে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ। এ কারণে আঞ্চলিক সম্পর্ক জোরদারে মিয়ানমারের সমর্থন ও সহযোগিতার প্রত্যাশা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৪ জুলাই) বাংলাদেশে মিয়ানমারের নবনিযুক্ত রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করার সময় এ প্রত্যাশা তুলে ধরেন রাষ্ট্রপতি।
এসময় মিয়ানমারের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল।
মিয়ানমারের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী।
বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয় বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
তিনি আরও বলেন, যদিও সরকার মানবিক কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়েছে তবে এটি বর্তমানে বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা দাঁড়িয়েছে।
জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ যেন নিরাপদে ও মর্যাদার সঙ্গে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে এমন পরিবেশ মিয়ানমার তৈরি করবে বলে আশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগের সুযোগগুলো অনুসন্ধানে কাজ করার আহ্বান জানান।
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিমসটেককে শক্তিশালী করতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ আসিয়ানের ডায়লগ পার্টনার হতে চায়। এ ব্যাপারে মিয়ানমারের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সাক্ষাৎকালে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মানুষের কারণে সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে তার দেশ।
এ বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা সরকারকে জানাবেন এবং সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান মিয়ানমারের রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে আরও ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা।
আরও পড়ুন: বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বাণিজ্য সহযোগিতার প্রশংসা রাষ্ট্রপতির
৫৪২ দিন আগে
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘কুরবানি আমাদের মাঝে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়।’
কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে সমাজের দারিদ্রপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: পবিত্র ঈদুল আজহায় ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
৫৬০ দিন আগে
বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বাণিজ্য সহযোগিতার প্রশংসা রাষ্ট্রপতির
কোভিড-১৯ মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয় সত্ত্বেও সরকারের সিদ্ধান্তমূলক পদক্ষেপ এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
মঙ্গলবার (১১ জুন) পাবনা সার্কিট হাউজে পাবনা জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ী নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা ও গবেষণার ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ
এসময় পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাণিজ্য ও বিনিয়োগ নীতি প্রণয়নে ব্যবসায়ীদের পরামর্শ বিবেচনার জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন যে, ব্যবসায়িক কার্যক্রম নিয়মকানুন মেনে চলবে এবং অধিক লাভজনক ব্যবসার অনৈতিক চর্চার কারণে জনগণকে ভোগান্তিতে ফেলা উচিত নয়।
সম্প্রতি প্রস্তাবিত প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেটের আলোচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজেটের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ব্যবসায়ী সম্প্রদায়ের পূর্ণ সহযোগিতার আহ্বান জানান।
কৃষি ও শিল্পের মতো খাতে পাবনার সমৃদ্ধ ঐতিহ্য ও বাণিজ্যিক সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি এসব সুযোগকে কাজে লাগাতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে উদ্যোগগুলোকেও উৎসাহিত করেন।
সভায় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন। যারা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় সহযোগিতা করেন।আরও পড়ুন: লায়ন্স ক্লাব কনভেনশনে ত্রাণ কাজে যথার্থ উদ্যোগ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
৫৬৫ দিন আগে
লায়ন্স ক্লাব কনভেনশনে ত্রাণ কাজে যথার্থ উদ্যোগ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
মানবিক সহায়তার ছদ্মবেশে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রকৃত সেবার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
শনিবার (৮ জুন) ঢাকার একটি হোটেলে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট-৩১৫ বাংলাদেশের ৩৭তম বার্ষিক কনভেনশনে ব্যক্তিস্বার্থের জন্য সহায়তার অপব্যবহারের কথা তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার বক্তব্যে বলেন, ‘আজকাল কিছু ভুয়া সংগঠন মানবিক সেবার নামে মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং এটাকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী বিমান বাহিনী প্রধান আব্দুল হানান
তিনি সরকারের উন্নয়ন উদ্যোগে লায়ন্স ক্লাবের সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান। দেশকে এগিয়ে নিতে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপও করেন রাষ্ট্রপতি। ‘বেসরকারি সেবা সংস্থা হিসেবে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন, দুর্নীতি দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় আরও অবদান রাখতে পারে।’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশ ও বিশ্বব্যাপী সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য লায়ন্স ক্লাবের প্রশংসা করেন। তিনি বলেন, 'আপনারা (লায়ন্স) গরিব ও অসহায়দের সহায়তা করতে পারেন, দুস্থদের পুনর্বাসন করতে পারেন, শিক্ষা উপকরণ সরবরাহ করতে পারেন, মানুষকে সহায়তার জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান ও অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালনা করতে পারেন।’
তিনি লায়ন্স ক্লাবকে বিশ্বের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে স্বীকার করেন। ৪৯ হাজার ক্লাবের মাধ্যমে প্রায় ১৪ লাখ সদস্য মানবতার সেবা করছে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে অর্থনীতি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন।
‘মানবতার সেবা, সমাজ বাঁচাও' স্লোগানে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে বাংলাদেশের সাতটি জেলা লায়ন্স ক্লাবের প্রচেষ্টার কথাও তিনি স্বীকার করেন। তিনি বলেন, 'সমাজসেবা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং জনগণ প্রতিনিয়ত আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় উপকৃত হচ্ছে।’
সমাপনী বক্তব্যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভবিষ্যতের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, 'আমাদের মতো উন্নয়নশীল দেশে মানবকল্যাণে নিবেদিত উদার মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সহজ হবে।’
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা ও গবেষণার ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ
৫৬৮ দিন আগে
বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা ও গবেষণার ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ
নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত ও বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
বুধবার (৬ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার রাষ্ট্রপতির সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে উপাচার্যরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
বিশ্ববিদ্যালয়কে জ্ঞান অর্জনের উন্মুক্ত ক্ষেত্র হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একাডেমিক প্রোগ্রাম এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে শিক্ষার্থীরা সমসাময়িক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে।
জ্ঞান অর্জন ও এর প্রসারে গবেষণার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘গবেষণায় পরিমাণের চেয়ে গুণগত মানকে প্রাধান্য দিতে হবে এবং গবেষণার সুফল অর্জনে জোর দিতে হবে।’
পাশাপাশি একাডেমিক কার্যক্রম আয়োজনে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিকল্পনার একটি কপি দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উল্লেখ করে উপাচার্য আগামী নভেম্বরে অনুষ্ঠেয় রাবি সমাবর্তনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে আরও ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে তদারকি বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
৫৭১ দিন আগে