বৃহস্পতিবার ডানেডিনে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তামিম বলেন, ব্যক্তিগত কারণে তিনি তিন ম্যাচের টি২০ সিরিজে থাকছেন না। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন।
তিনি বলেন, ‘টি২০ সিরিজের জন্য দলকে শুভকামনা জানাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যবশত, ব্যক্তিগত কারণে আমি টি২০ সিরিজে থাকতে পারছি না। বিষয়টি ইতিমধ্যেই আমি নির্বাচকদের এবং কোচকে জানিয়েছি।’
আগামী ২০ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হবে। বাকি দুটি ম্যাচ ২৩ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে।
টি২০ ম্যাচ তিনটি ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জেসিন্ডা আরডার্নের প্রতি কৃতজ্ঞ তামিম ইকবাল
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ ওয়ানডে এবং সাত টি২০ ম্যাচ খেলা বাংলাদেশ ১০ ওয়ানডেতে জয় পেলেও তার কোনোটি নিউজিল্যান্ডের মাটিতে আসেনি। আর টাইগাররা টি২০-তে এখনও ব্লাকক্যাপসের বিপক্ষে কোনো সফলতার দেখা পায়নি। ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল এবং টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদি হাসান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে। তবে শ্রীলঙ্কা সিরিজের সূচি এখনও নির্ধারণ করা হয়নি।
আরও পড়ুন: করোনার টিকা নিলেন তামিম-সৌম্যরা
ক্রিকেটে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড তৈরিতে নজর তামিমের