বাংলাদেশ দলের সাথে বর্তমানে নিউজিল্যান্ড সফরে আছেন মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি২০ ম্যাচ খেলবে সফরকারীরা। আগামী ২০ মার্চ থেকে সিরিজ শুরু হবে।
গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে আন্ত-স্কোয়াড অনুশীলনের আগে কমপক্ষে সাতদিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া সিরিজ শুরুর আগে প্রস্তুতি নিতে কমপক্ষে ১৪ দিন হাতে পাবে টাইগাররা।
রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘জীবনে প্রথমবারের মতো টানা পাঁচদিন হোটেল রুমে একা ছিলাম। রুমে প্রবেশের পর সময় কাটানো ছিল খুবই কঠিন ব্যাপার। প্রথম তিনদিন তো কারও সাথে দেখাসাক্ষাৎ হয়নি। ফোনে-ফোনে কথা হয়েছে সবার সাথে, ভিডিও কলে কথা হয়েছে রুম টু রুম। প্রথমদিকে বোরিং লাগছিল, সময় কাটছিল না। এখন যেহেতু পাঁচদিন কেটে গেছে, আশা করি আরও তিনদিন কেটে যাবে।’
প্রথম তিনদিন সফরকারী দলের কোনো খেলোয়াড়কেই হোটেল রুমের বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। তবে শনিবার ৩০ মিনিটের জন্য তাদেরকে বাইরে যাওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ।
মেহেদী বলেন, ‘যে তিনদিন ঘরের ভেতর বন্দি ছিলাম, আমার নিজের কাছে মনে হয়েছে যে জেলখানায় আছি। হতাশা আছে কিন্তু যখন বাইরে বেরিয়ে আসলাম, আবহাওয়ার সাথে খাপ খাওয়ালাম, তখন একটু ভালো অনুভূত হয়েছে। সারাদিন ঘরে থাকতে তো আর ভালো লাগে না।’
আরও তিনদিন পর বাংলাদেশ দলকে জিমে যাওয়ার অনুমতি দেয়া হবে। ক্রাইস্টচার্চে আন্ত-স্কোয়াড অনুশীলনেরও অনুমতি দেয়া হবে।
আরও পড়ুন: আইপিএলের জন্য শ্রীলঙ্কায় টেস্ট খেলবেন না সাকিব
করোনার টিকা নিলেন তামিম-সৌম্যরা
প্রথম ওয়ানডে ম্যাচটি ২০ মার্চ, দ্বিতীয় ম্যাচটি ২৩ মার্চ এবং শেষ ওয়ানডে ম্যাচটি ২৬ মার্চ অনুষ্ঠিত হবে। প্রথম ও তৃতীয় ওয়ানডে বাংলাদেশ সময় ভোর ৪টা এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি সকাল ৭টায় শুরু হবে।
২৮ ও ৩০ মার্চ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টি২০ এবং ১ এপ্রিল শেষ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় এবং শেষের দুটি বেলা ১২টায় শুরু হবে।
তামিম ইকবাল ওয়ানডেতে এবং মাহমুদউল্লাহ রিয়াদ টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন।
২০১৯ সালে ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলার পর এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম নিউজিল্যান্ড সফর। ওই হামলার সময় বাংলাদেশ দল একটি মসজিদের কাছাকাছি থাকলেও তারা নিরাপদে সরে আসতে সক্ষম হয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ ওয়ানডে এবং সাত টি২০ ম্যাচ খেলা বাংলাদেশ ১০ ওয়ানডেতে জয় পেলেও তার কোনোটি নিউজিল্যান্ডের মাটিতে আসেনি। আর টাইগাররা টি২০-তে এখনও ব্লাকক্যাপসের বিপক্ষে কোনো সফলতার দেখা পায়নি।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদি হাসান ও নাসুম আহমেদ।
আরও পড়ুন: আইপিএল: সাকিবকে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই, জিতল কেকেআর, মুস্তাফিজ রাজস্থানে