ফায়ার সার্ভিস এবং বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বলেশ্বর নদীর জলাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
এর আগে সুন্দরবনে টহল দেয়ার সময় মঙ্গলবার রাত ১০টার ট্রলার থেকে পড়ে বনরক্ষী সোহেল রানা তালুকদার (৩৭) নিখোঁজ হন। তিনি কক্সবাজার জেলার উথিয়া উপজেলার মহুরিপাড়া এলাকার হামিদ তালুকদারের ছেলে এবং তালুকদার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশনে বনরক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উদ্ধার করার পর মৃত সোহেল রানার লাশ শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া তার পরিবারকে খবর পাঠানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, সোহেল রানা তালুকদারসহ চারজন স্টাফ ট্রলার নিয়ে মঙ্গলবার রাতে সুন্দরবনে টহল দিচ্ছিলেন। রাত ১০টার দিকে টহলরত ওই ট্রলারটি বলেশ্বর নদীর শাপলেজা এলাকায় পৌঁছালে পা পিছলে সোহেল রানা নদীতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে তিনি তীরে উঠতে পারেননি।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, নিখোঁজ বনরক্ষী সোহেলকে উদ্ধার করতে বুধবার সকাল থেকে ফায়ার ব্রিগেড এবং বন বিভাগ যৌথ অভিযান শুরু করে। শুক্রবার দুপরে তার লাশ উদ্ধার করা হয়।
মো. সোহেল রানা তালুকদার ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর চাকরিতে যোগদান করেন। এরপর ২০১৬ সালের ৩১ মার্চ বনরক্ষী হিসেবে সুন্দরবন পূর্ব বিভাগের বগী স্টেশনে যোগদান করেন।