বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এক অফিস আদেশের মাধ্যমে আগামী তিন বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক তাসনিয়া মিজান চৌধুরীকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন নিয়োগপ্রাপ্ত নারী সহকারী প্রক্টর তাসনিয়া মিজান চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে আগামী তিন বছরের জন্য আরও চারজন সহকারী প্রক্টরকে নিয়োগ দেয়া হয়েছে।
তারা হলেন- ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কুমার বিশ্বাস, ওশেননোগ্রাফি বিভাগের প্রভাষক মুহাম্মদ মিজানুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সজিব কুমার মহন্ত এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মাজেদুল ইসলাম খান।
শাবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে ও শৃঙ্খলা বডিতে নারীকেন্দ্রিক অনেক কাজ করতে একজন নারী সহকারী প্রক্টর প্রয়োজন ছিল। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নারী সহকারী প্রক্টর থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নিয়োগ দেয়ায় উপাচার্যকে ধন্যবাদ জানাই। নতুন প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা তৎপর থাকবে।’