তিনি বলেন, ‘বিমানবন্দরে নিরাপত্তার সাথে দেশের ভাবমূর্তি জড়িত। বিমানবন্দরে কর্মরত সব সংস্থার কর্মীদের বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিমানবন্দরের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির চেষ্টাকারীকে কোনো প্রকার ছাড় প্রদান করা হবে না।’
বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত ‘নিরাপত্তা মহড়া-২০২০’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন:শাহজালালে ১০ কোটি টাকা মূল্যের ১৫ কেজি সোনাসহ আটক ১
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী প্রতি দুই বছর পর পর বিমানবন্দরগুলোতে নিরাপত্তা মহড়া আয়োজনের বাধ্যবাধকতা থেকে এ মহড়ার আয়োজন করা হয়।
মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের সব বিমানবন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিতকরণের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, ‘দেশের প্রধান বিমানবন্দর হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বডি স্ক্যানার, এক্সপ্লোসিভ ডিটেকটিভ সিস্টেম, ডুয়েল ভিউ এক্সরে মেশিন, ওয়াক থ্রু মেটাল ডিটেক্টর ও আন্ডার ভেহিকেল সার্ভেইলেন্স সিস্টেমসহ নানা আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। বর্তমানে এ বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পূর্বের যে কোনো সময় থেকে অনেক বেশি উন্নত।’
আরও পড়ুন:শাহজালাল বিমানবন্দরে ৬০টি স্বর্ণের বারসহ যাত্রী আটক
শাহজালাল বিমানবন্দরে ৩২টি স্বর্ণের বারসহ যাত্রী আটক
প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন। বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে যুক্তরাজ্য হতে আগত যাত্রীদের আলাদাভাবে বিমানবন্দরে ব্যবস্থাপনা করা হচ্ছে। কোভিড নেগেটিভ সনদ থাকলেও সন্দেহভাজন যাত্রীদের কোয়ারেন্টাইনে নিয়ে সেখানে পুনরায় কোভিড-১৯ পরীক্ষা ও গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে।
‘এ বিষয় নিয়ে স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে কার্যক্রম চলছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপাতত যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ চালু থাকবে, তবে ভবিষ্যতে প্রয়োজন হলে তা বন্ধ করা হবে,’ বলেন তিনি।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসানের পরিচালনায় নিরাপত্তা মহড়ায় বিমানবাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সাঈদ হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:ঢাকায় বিমানবন্দরে মিলল ২৫০ কেজির বোমা
শাহজালাল বিমানবন্দরে ৩৮,৯০০ ইয়াবা জব্দ
মহড়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বিমানবাহিনী, সেনাবাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, এপিবিএন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও স্বাস্থ্য বিভাগসহ বিমানবন্দরে কর্মরত অন্যান্য আরও প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।