২০২০-২১ বর্ষের কার্যনির্বাহী পরিষদের নতুন সভাপতি হিসেবে জুবায়ের মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন) ও সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী (ডেইলি অবজারভার) নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: সাংবাদিক বহিষ্কারের ঘটনায় শাবি প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ
বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার এ ফলাফল ঘোষণা করেন।
নতুন পরিষদে সহ-সভাপতি রাজীব হোসেন (দৈনিক সমকাল), যুগ্ম সম্পাদক জিএম ইমরান হোসেন (দৈনিক ইত্তেফাক), অর্থ সম্পাদক নাজমুল হুদা (বাংলা ট্রিবিউন) ও দপ্তর সম্পাদক আব্দুল্লা আল মাসুদ (দেশ রুপান্তর) নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: শাবি ছাত্রলীগের ‘টেন্ডারবাজির তথ্য ফাঁস’
এছাড়া, কার্যকরী সদস্য হিসেবে নুরুল ইসলাম রুদ্র (দৈনিক কালের কণ্ঠ), হাসান নাঈম (বাংলানিউজ ২৪.কম) ও রাশেদুল হাসান (ডেইলি ক্যাম্পাস) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা ও সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া, ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল, সহযোগী অধ্যাপক আলমগীর কবির, কর্মচারী সমিতির সভাপতি সাদেক হোসেন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রেস ক্লাবের সদস্যরা ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্মার্টফোন ক্রয়ে ইউজিসির ঋণ পাচ্ছেন শাবির ৭০৩ শিক্ষার্থী
প্রেস ক্লাবের নব-নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রাশেদ তালুকদার, ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল প্রমুখ।
আরও পড়ুন: প্রথম নারী সহকারী প্রক্টর পেল শাবিপ্রবি