শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম মাহমুদা বেগম আসামির উপস্থিতিতে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে মানবপাচারের সাথে আন্তর্জাতিক দালাল চক্রের কে বা কারা জড়িত তা জানার জন্য ইভানকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
গত ১১ সেপ্টেম্বর ইভানকে গুলশান নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এর আগে মামলার আপর আসামি নির্মল চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হলে গত ১৩ আগস্ট আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বহু বাংলাদেশি নারীর সরলতার সুযোগ নিয়ে দুবাইসহ অন্যান্য দেশে পাচার এবং জোরপূর্বক আটক রেখে যৌন নির্যাতন করার অভিযোগে গত ২ জুলাই মূলহোতা আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি শাহ।