লস অ্যাঞ্জেলস, ০৬ (এপি/ইউএনবি)- ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কর্তৃপক্ষ বলছে, শুক্রবার রাতের এ কম্পনের কেন্দ্র ছিল রিজক্রেস্ট শহরের কাছে। একই এলাকায় আগের দিন ৬.৪ মাত্রার এক ভূমিকম্প সংঘটিত হয়।
ক্যালিফোর্নিয়ার জরুরি সেবা বিভাগের পরিচালক মার্ক গিলার্ডোচ্চি জানান, আগুন লাগার উল্লেখযোগ্য সংবাদ পাওয়া গেছে। বেশির ভাগই শহরজুড়ে গ্যাস লিক বা গ্যাসের লাইন ভেঙে যাওয়ার কারণে ঘটেছে।
তিনি আরও জানান, ত্রুনা শহরে একটি ভবন ধসে যাওয়ার খবর পাওয়া গেছে। আরও ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। তবে তা শনিবার দিনের আলো ফোটা না পর্যন্ত বুঝা যাবে না।
রাত ৮টা ১৯ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটি উত্তরের স্যাক্রামেন্টো এবং এমনকি লাস ভেগাসেও অনুভূত হয়েছে। পরে আরও কয়েকটি ছোট কম্পন আঘাত হানে।
ক্যালিফোর্নিয়া কাঁপিয়ে দেয়া এ ভূকম্পনে আহত, অগ্নিকাণ্ড ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে কোনো মৃত্যু বা ভবনে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্র ছিল লস অ্যাঞ্জেলস থেকে ১৫০ মাইল দূরে রিজক্রেস্ট শহরের কাছে মোহাভি মরুভূমিতে।