করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘নজরুল ইসলামের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার পর সোমবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি বলেন, সোমবার সকালে বিএনপির সিনিয়র এ নেতা কোভিড-১৯ পরীক্ষা করান এবং সন্ধ্যায় ফলাফল পজেটিভ আসে।
টিপু জানান, নজরুল ইসলামকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে এবং তার অবস্থার উন্নতি হচ্ছে।
এদিকে, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনা সংক্রমণের পর চিকিৎসা নিচ্ছেন।
টিপু বলেন, ‘ফুসফুসের সংক্রমণের কারণে অবস্থা গুরুতর হয়ে উঠায় তাকে (ইউসুফ) ভেন্টিলেশনে নেয়া হয়েছে।’