রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সোমবার সকাল ১০টা থেকে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।
রিজভী জানান, আগ্রহীরা সোম ও মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাঁচ হাজার টাকার বিনিময়ে দলের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
মনোনয়ন প্রত্যাশীরা বুধ বা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সাথে ২৫ হাজার টাকা অফেরতযোগ্য জামানত হিসেবে জমা দিতে হবে।
বিএনপির দুই জোট- জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোট তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে আজ আসন্ন ১১তম সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়। তবে তারা নির্বাচন এক মাস পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছে।
এদিকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার পর থেকেই বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী দলের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। তারা দলের মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে শোডাউন করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আগামী সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১১তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর রবিবার। সেই সাথে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২৯ নভেম্বর পর্যন্ত।