বুধবার পৌরশহরের নারায়ণপুর বাইপাস এলাকার মো. আলমগীর মিয়ার ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। পরে মর্টার শেলটি ওই দোকানেরই এক কক্ষে ড্রামবর্তী পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর মাইন বিশেষজ্ঞ দলের সদস্যরা পরিত্যক্ত ওই শেলটি পরীক্ষা করবেন বলে জানিয়েছেন পুলিশ।
দোকানের মালিক আলমগীর মিয়া জানান, মঙ্গলবার বিকালে তমা কোম্পানির শ্রমিকরা পুরাতন রডসহ মর্টার শেলটি বিক্রি করে। বুধবার এটি দেখে সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশকে জানান।
ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন এবং মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদে পানিতে ডুবিয়ে রাখে।
পুলিশের ধারণা শেলটি স্বাধীনতা যুদ্ধের সময় থেকে ফেলে রাখা হয়। তবে এটি নিস্ক্রিয় কিনা তা আপাতত বলা যাচ্ছে না।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ জানান, মর্টার শেলটি পুরাতন ও পরিত্যক্ত। পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। তারা আসলেই জানা যাবে এটা সক্রিয় কিনা। বর্তমানে মর্টার শেলটি নিরাপদ স্থানে ড্রামবর্তী পানিতে রাখা হয়েছে।