শনিবার রাত পৌনে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১৪ লাখ ছাড়াল: জেএইচইউ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ ডা. ফরিদ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল জানান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার উদ্দীন করোনায় আক্রান্ত হয়ে দুদিন আগে খুমেকের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন:করোনার বিরুদ্ধে ২ বছর সুরক্ষা দিতে পারবে রাশিয়ার ‘স্পুটনিক ভি’
এদিকে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ২০ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ৭ হাজার ছাড়াল
এছাড়া, নতুন করে আরও ১ হাজার ৩২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জনে।