কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে স্বাস্থ্যখাতে নানা অভিযোগের প্রেক্ষিতে ক্লিনিক ও ওষুধের ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে।
এতে রেজিস্ট্রেশনবিহীন চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে রোকেয়া ডেন্টাল কেয়ারকে ২০ হাজার ও ড্রাগ লাইসেন্স ব্যতীত ওষুধ বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মামুন মেডিকেল হলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, স্বাস্থ্যখাত তো মনে হচ্ছে অনেকটা লাগামহীন হয়ে গেছে। এসব বিষয়ে নানা অভিযোগও ছিল। আমরা যাওয়ার পরে সব ক্লিনিক, ফার্মেসি বন্ধ হয়ে গেছে। রেজিস্ট্রেশনবিহীন চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও ড্রাগ লাইসেন্স ব্যতীত ওষুধ বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা দণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় তার সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মিয়া মো. ফারুক ছিলেন।