হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি এবং মরদেহ উদ্ধার করেছে।
আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ নিহত ২
পুলিশ জানায়, চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সততা পরিবহনের একটি বাস এক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের চালক। সেই সাথে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।
নিহত কামাল উদ্দিন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের ফিল্ড কর্মকর্তা।
আরও পড়ুন: নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনার নিহত ৪৩৯: প্রতিবেদন
দুর্ঘটনার পর বাসটিতে থাকা ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
এদিকে, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় চট্টগ্রামগামী সড়কে বিকল হওয়া এক কাভার্ড ভ্যানে কাজ করতে থাকা চালকের সহকারী পেছন দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়।
আরও পড়ুন: সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
নিহত জয়নাল আবেদিন ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার মানিক মিয়ার ছেলে।
দেশের সড়ক দুর্ঘটনা পরিস্থিতি:
দেশের সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা গত নভেম্বরে কিছুটা বেড়েছে। মাসজুড়ে সংঘটিত ৪১৭ দুর্ঘটনায় ৪৩৯ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন।
নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশন নামে এক সংস্থার ৫ ডিসেম্বর প্রকাশিত নতুন প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ৭
সংস্থাটির তথ্যমতে, গত অক্টোবর মাসে ৩১৪ দুর্ঘটনায় ৩৮৩ জন নিহত হন।
গত নভেম্বর মাসে এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। এ ধরনের ১২৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪১ জন। যা মোট নিহতের ৩২.১১ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনা মোট ঘটনার ৩০.৬৯ শতাংশ।
প্রতিবেদনে দেয়া তথ্যমতে, দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৬.৪২ শতাংশ। আর যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৯ জন, যা মোট নিহতের ১১.১৬ শতাংশ।
আরও পড়ুন:গোপালগঞ্জে নিয়ন্ত্রণহীন বাস কেড়ে নিল ৪ প্রাণ
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। রাজধানীতে ১১১ দুর্ঘটনায় ১২৮ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২২ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন।
দেশে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ১০ বিষয়ের কথা উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।