সড়কে প্রাণ গেল
লালমনিরহাটে টিকটক ভিডিও বানাতে গিয়ে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-মহিপুর সড়কে টিকটক ভিডিও বানানোর সময় দুই বন্ধু ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ জুন) রাত ১১টার দিকে গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাটের কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সাহিদুল মিয়ার ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই গ্রামের আজির আলীর ছেলে শাহা আলম (১৭)।
আরও পড়ুন: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ঠাকুরগাঁওয়ে ৩ টিকটকার গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু তিস্তা সেতুতে চলন্ত মোটরসাইকেলে টিকটক করতে থাকে। এ সময় রংপুর থেকে বুড়িমারী যাওয়ার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দুইজন মারা যান। অপর যুবক চিকিৎসাধীন রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকরররা (তদন্ত) হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ছাতকে টিকটক ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
চুয়াডাঙ্গায় ছাত্রীদের স্কুলে যাওয়ার দৃশ্য ধারণ করে টিকটক ভিডিও তৈরি, যুবকের অর্থদণ্ড
১ বছর আগে
রাউজানে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রামের রাউজানে ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার গশ্চি নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. মোরশেদ (৪০), মো. কামরুল (৩৭), মো. ইদ্রিস (৪০), মো. সিরাজ (৫৫)।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩
স্থানীয় পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার সাথে শহরমুখী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। রাউজান থানা পুলিশ ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালান।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, ‘রাতে নয়াহাট এলাকায় ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
সারা দেশের পরিস্থিতি
জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৪: আরএসএফ
চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪৮৪ জন নিহত এবং ৬৭৩ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় সড়ক দুর্ঘটনা ২৫.৫৮ শতাংশ এবং হতাহতের সংখ্যা ৮.৭৬ শতাংশ বেড়েছে।
সম্প্রতি আরএসএফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের জানুয়ারিতে ৩৪০টি সড়ক দুর্ঘটনায় ৪৪৫ জন নিহত হন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে সারা দেশে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৮ জন মারা গেছেন, যা মোট নিহতের ৩৪ শতাংশ এবং মোট দুর্ঘটনার ৩৭.২৩ শতাংশ।
আরও পড়ুন: ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১
যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, যা মোট হতাহতের ১০ দশমিক ৯৫ শতাংশ।
চারটি নৌ দুর্ঘটনায় সাতজন নিহত, চারজন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে ১১টি রেল দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
১৫৩টি দুর্ঘটনা (৩৫.৮৩ শতাংশ) মহাসড়কে, ১০৭টি দুর্ঘটনা (২৫.০৫ শতাংশ) আঞ্চলিক সড়কে এবং ১১টি দুর্ঘটনায় (২.৫৭ শতাংশ) অন্যান্য সড়কে ঘটেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে।
দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাসহ সড়ক দুর্ঘটনায় ১০টি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে।
আরএসএফ সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
৩ বছর আগে
দিনাজপুর, ঝিনাইদহে সড়কে প্রাণ গেল ৪ জনের
দিনাজপুর ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের। সেই সাথে আহত হয়েছেন একজন।
৩ বছর আগে
সিরাজগঞ্জে দুই সন্তানসহ সড়কে প্রাণ গেল অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকার
সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের পৌর এলাকার মিরপুর মহল্লার কালাচাঁদ মোড়ে রবিবার দুপুরে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকা ও তার দুই সন্তান নিহত হয়েছেন।
৩ বছর আগে
কুমিল্লায় সড়কে প্রাণ গেল ২ জনের
জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার দুপুরে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
৩ বছর আগে
পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল শিশু ও কিশোরীর
পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার এক শিশু ও এক কিশোরী নিহত হয়েছে।
৪ বছর আগে
মাগুরায় সড়কে প্রাণ গেল ৩ জনের
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
৪ বছর আগে