আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের পরিকল্পনার প্রতিবাদে কেরু চিনিকল শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
রবিবার দুপুরে সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে তারা এই মানববন্ধন করেন।
আরও পড়ুন: জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগে কুড়িগ্রামে মানববন্ধন
পরে দলিল লেখক সমিতির পক্ষ থেকে তুলির বিরুদ্ধে সাবরেজিস্ট্রার মৃত্যুজয় শিকারীর কাছে স্বারকলিপি জমা দেন কর্মকর্তারা। ওই স্বরলিপিতে উল্লেখ করা হয় আগামী ১৫ দিনের মধ্যে অফিস সহকারী তুলিকে কেরানীগঞ্জ সাবরেজিস্ট্রার অফিস থেকে অন্যত্র বদলি না করা হলে দলিল লেখক সমিতির সদস্যরা লাগাতার ধর্মঘট পালন করতে বাধ্য হবে।
আরও পড়ুন: পঞ্চগড়ে কম্বলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
দলিল লেখক সমিতির সভাপতি হাজী মহিউদ্দিন জানান, সাবরেজিস্ট্রার অফিসের অফিস সহকারী লায়লা আক্তার তুলি একজন নারী হয়েও দুর্নীতি করে আসছেন। দলিল লেখকদের দলিল আটক রেখে মোটা অংকের ঘুষ দাবি করেন তিনি। তাকে তার দাবিকৃত টাকা না দিলে দাতা ও গ্রহীতাদের দলিল না দিয়ে বিভিন্ন অজুহাতে ঘুরাতে থাকেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সংসদ সচিবালয় ফোরামের মানববন্ধন
সমিতির অন্যান্য সদস্যদের অভিযোগ, গত বছর ফেব্রুয়ারি মাসে লায়লা আক্তার তুলি সাবরেজিস্ট্রার মৃত্যুজয় শিকারীর স্বাক্ষর জাল কারার অভিযোগ প্রমাণিত হলে তুলির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: যুক্তরোষ্ট্রে পারিবারিক ইমিগ্রেশন ভিসা চালুর দাবিতে সিলেটে মানববন্ধন
সেই অভিযোগে গত জুন মাসে মহাপরিচালক নিবন্ধন শহিদুল আলম ঝিনুক অফিস সহকারী তুলিকে সাময়িক বরখাস্ত করেছিলেন। তার তিন মাস পরে তুলি প্রশাসনকে ম্যানেজ করে স্বপদে বাহাল হন। এরপর থেকে তুলি আরও বেপরোয়া হয়ে ওঠেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নড়াইলে শিক্ষকদের মানববন্ধন
এ অভিযোগের ব্যাপারে তুলি বলেন, ‘কর্তৃপক্ষ আমাকে এখানে না চাইলে অন্যাত্র সরিয়ে দেবে। দলিল লেখকরা আমার বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে আমি নিজেই অল্প সময়ের মধ্যে কেরানীগঞ্জ থেকে চলে যাবো।’
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নড়াইলে শিক্ষকদের মানববন্ধন
সাবরেজিস্ট্রার মৃত্যুজয় শিকারী বলেন, অফিস সহকারী তুলির আচার আচারনে দলিল লেখক সমিতির সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাকে বদলি করার জন্য মানববন্ধন করছেন। বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা সমাধানের চেষ্টা করবো।’
আরও পড়ুন: চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে নাটোরে শ্রমিকদের বিক্ষোভ