ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে খাগড়াছড়িতে প্রচুর পর্যটকের সমাগম আশা করছেন পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা। তাদের আশা, আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝরণাসহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে প্রতি বছরের মতো এবারও পর্যটকে মুখরিত হবে পর্যটনকেন্দ্রগুলো।
ঈদ উপলক্ষে টানা ছুটি থাকায় বাড়তি ব্যবসার আশা করছেন হোটেল-মোটেল ব্যবসায়ীরাও।
পাহাড়, অরণ্য, ঝর্ণা দেখতে পাহাড়ে ছুটে যায় ভ্রমণপিপাসু মানুষ। সারা বছর পর্যটকের সমাগম থাকলেও ঈদকে কেন্দ্র করে সেই সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ উদ্দেশ্যের কথা মাথায় রেখে জেলার পর্যটনকেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন তারা।