নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের লবনচরা পাকারমাথা কবরখানা রোডের বাইলেন এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মো. রাসেল জানান, তার বোনের সাথে এক সময় সম্পর্ক ছিল নগরীর মওলাবাড়ীর মোড়ের ইমরানের। পরে বোনের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়া হলে ইমরান ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইরফানের সাথে মিলে ওই মেয়ের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর কথা ছড়িয়ে দিতে থাকে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের আগুনে এতিমখানা পুড়ে ছাই
‘এ নিয়ে বিরোধের জেরে গত রাত সাড়ে ৩টার দিকে আমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে ইমরান, ইরফান, গোফরান ও আরমানসহ কয়েকজন। ভাঙচুর করেছে বাড়ির সবগুলো গ্লাস,’ বলেন রাসেল।
হামলার সময়ে রাসেলকে বাইরে ডেকে মেরে ফেলার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বলেও তিনি অভিযোগ করেন।
আরও পড়ুন: ঐতিহ্যবাহী ‘ঢোল সমুদ্র’ দিঘির পাড়ের গাছ কেটেছে দুর্বৃত্তরা
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ‘ঘটনাস্থল যেহেতু লবনচরা থানার আওতাধীন, সেহেতু এসআই রাসেলকে লবনচরা থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।’
লবনচরা থানার ওসি সমীর কুমার সরদার বলেন, ‘যত দূর শুনেছি যে নিজেদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছিলাম। মামলার প্রস্তুতি চলছে।’