শরীয়তপুর
ইউএনবির শরীয়তপুর প্রতিনিধির পাঠানো খবর অনুযায়ী- বুধবার সকাল পৌনে ৯টার দিকে ইটবাহী ট্রলি (ভটভটি) ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরবাইকের আরোহী বিজয় দাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
দুর্ঘটনায় হাবিবুর রহমান (৩৮) নামের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। পালং উত্তর বাজার অটোস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বিজয় দাস শরীয়তপুর টাইলস সিটির ম্যানেজার পদে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। আহত হাবিবুর রহমানও একই প্রতিষ্ঠানে মার্কেটিং সেলস পদে চাকরি করেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। আহত হাবিবুর রহমানকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, ইটবোঝাই ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। ট্রলি ও ট্রলির চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড়
পঞ্চগড়ে বালুবাহী ট্রাক্টরের চাপায় জীবন সেন (২৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আটোয়ারী উপজেলার সদরের মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন সেনের বাড়ি আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়নের রসেয়া সেনপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ভোলানাথ সেনের ছেলে এবং পেশায় টাইলস ও থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী।
রাধানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আবু জাহেদ জানান, জীবন বাড়ি থেকে বের হয়ে আটোয়ারী উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পঞ্চগড়-রুহিয়া সড়কের আটোয়ারী কলেজ মোড় এলাকায় পৌঁছলে বালুবাহী একটি ট্রাক্টর তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাক্টরটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।
আটোয়ারী থানার ওসি মো. ইজারউদ্দীন জানান, ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। তবে ট্রাক্টর চালক ও তার সহকারী পালিয়েছে।
নাটোর
নাটোরের লালপুরে বুধবার সড়ক দুর্ঘটনায় ইলিয়াছ আলী (৩০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, সকালে লালপুর উপজেলার সালামপুর আখ সেন্টার মোড় এলাকায় একটি পাওয়ার ট্রলি সাইকেল আরোহী ইলিয়াছ আলীকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।